আচ্ছালামুআলাইকুম।
আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ও আপনাদের সকলের দোয়ায় ভালো আছি।
সরাসরি কাজের কথায় আসা যাক। এখন কার সময়ে ওয়েবসাইট নেই এমন মানুষ খুজে পাওয়া দুঃকর। হ্যা অবশ্য সে যদি আইটি রিলেটেড হয় এবং আইটি কে যদি সে মনে প্রানে ভালোবাসে তবে।
যাদের ওয়েবসাইট আছে কিন্তু জানেন না আপনার ওয়েবসাইটের গতি কেমন তারা এই টিউন টি মনোযোগ দিয়ে পড়ুন এবং লক্ষ করুন। টিউটোরিয়াল মোতাবেক কাজ করুন তাহলে আপনি খুব সহজে আপনার ওয়েবসাইটের গতি সম্পর্কে অবগত হতে পারবেন।
তাহলে চলুন শুরু করিঃ
প্রথমে http://www.gtmetrix.com এ ক্লিক করে তাদের ওয়েবসাইটে প্রবেশ করুন। প্রবেশ করলে নিচের চিত্রের মতো একটা পেজ দেখতে পাবেন।
তারপর Enter URL to Analyze এর ঘরে আপনার সাইটের URL টি দিন। যেমন দেখুন অামি অামার সাইটের নাম দিছি।
দেওয়ার পর Analyze বাটনে ক্লিক করুন।
তারপর দেখুন Analyzing হচ্ছে লেখা আসবে Analyzing your URL দেখুন নিচের চিত্রের মতো।
এনালাইজ হওয়ার পর আপনার URL এর অর্থাৎ আপনার সাইটের Performance Score এবং Page Details দেখাবে দেখুন নিচের চিত্রে।
পেজ স্পিডঃ
এবার নিচে দেখুন আপনার সাইটের পেজ স্পিড দেখাবে। সেখানে আপনার সাইটের বিভিন্ন পেজের স্পিড দেখাবে এবং তার উপর ভিত্তি করে প্রাপ্ত গ্রেড ও দেখাবে। দেখুন নিচের চিত্রে।
কোন প্রকার ভূল হলে ক্ষমা করবেন। কোন প্রকার সমস্যা হলে টিউমেন্ট বক্সে জানাতে পারেন সাহায্য করার চেষ্টা করবো ইনশাল্লাহ।
মন চাইলে আমার ছোট খাট সাইট থেকে ঘুরে আসতে পারেন http://www.thebdblog24.com
আমার সাথে ফেসবুকে যোগাযোগ করতে পারেন Mahmudul Hasan Manik
আমি মাহমুদুল হাসান মানিক। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 8 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 53 টি টিউন ও 120 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।