কোডিং শেখার জন্য সেরা ৫০ টি ওয়েব সাইট !

আমরা কোডিং শেখার জন্য অনেক কিছু ঘাটাঘাটি করি। কিন্তু কোনো কিছুই প্রাকটিস ছাড়া সম্ভব নয়। কেমন হয় যদি প্রাকটিসও হয় এবং সাথে সাথে শেখা… এরকমই ৫০ টা ওয়েব সাইট আজ আপনাদের সামনে তুলে ধরব… এই ওয়েব সাইট গুলো থেকে আপনি HTML, CSS, Javascript, SQL, XHTML, Bootstrap, C, C++, Python, Ruby, Android Development, Java এবং আরো অনেক কিছুই শিখতে পারবেন.

1.Codecademy

শেখার জন্য আমার দেখা সেরা ওয়েব সাইট হল কোড একাডেমি… এটা হল সেই স্থান যেখান থেকে একজন বিগিনারের জন্য পারফেক্ট প্লেস। শুরু থেকেই একজন মানুষ হতাশ হয়ে পরে কোথা থেকে শুরু করবে, কিভাবে করবে আরো অনেক কিছু এখান থেকে সহজে শুরু করতে পারবেন। এখান থেকে আপনি ওয়েব বেজ সব কিছুরই বেসিক খুব ভালভাবে আয়ত্ত করতে পারবেন।

 

2.Udacity

ইউডিএসিটি আরেকটা প্লেস যেখান থেকে সহযে শিখতে পারবেন। এখানে অধিকাংশ সময় ভিডিও টিউটোরিয়াল পাওয়া যায় সেগুলোর উপরে ২-৩ মিনিটের কুইজ থাকে আরো অনেক কিছুই। এখান থেকে আপনি  Computer Science, Web Application Engineering, Software Testing, Web Development, HTML5, Python, Java, Computer Science, Algorithm এগুলোর ভাল টিউটোরিয়াল পাবেন।

3.Google Android Development

এটা হচ্ছে এন্ড্রয়েড ডেভেলপমেন্ট শেখার জন্য বেস্ট। যারা এই এন্ড্রয়েড তৈরী করেছে তাদের কাছ থেকেই শেখেন। এখানে বেসিক থেকে এডভান্স পর্যন্ত সব কিছুই পাবেন। আর কিভাবে আপনার এপস প্লে স্টোরের জন্য রেডি করবেন সেটাও পাবেন।

4.Google’s Python Class

গুগলের পাইথন ক্লাস বলা হয় এটাকে। এটা সম্পূর্ণ ফ্রী।

5.Coursera

এখানে সম্পূর্ণ ফ্রী অনেক কোর্স পাবেন। এখানে কম্পিউটার সায়েন্সের অনেক ভাল ভাল টিউটোরিয়াল পাবেন। এখান থেকে  Computer architecture, Programming languages, C++ for C programming, Algorithms, Artificial Intelligence, Cryptography…etc এই গুলো খুব ভাল ভাবে শিখতে পারবেন।

 

WebsitesWhat You Will Learn
6.Code.orgBasics of JavaScript programming, Python, Hopscotch etc
7.W3SchoolsHTML,CSS,Javascript, jQuery, Bootstrap
8.ThenewbostonHTML5, CSS, Javascript, Java, Python, PHP, App Development, Android Development, C Programming.
9.MIT OpenCourseWareElectrical engineering and computer science in MIT’s OpenCourseWare collection
10.Khan AcademyEverything what you here
11.WebmonkeyHTML5, Ajax, CSS, APIs, Javascript etc.
12.CodeAvengersHTML, CSS, Javascript, Python etc.
 13. CodeschoolHTML/CSS, JavaScript, Ruby, iOS
 14. TeamTreeHouseHTML/CSS, JavaScript, Ruby, iOS, Android, Python…
 15. Html5RocksHTML5/CSS
16. SqlzooSQL
17. EDXComputer Science, Java
18. TheCodePlayerHTML5, CSS3, Javascript, Jquery
 19.LearnPythonTheHardWayPython
 20. SkillCrushHTML/CSS, Javascript, Python …more
21. TutsPlusWordPress Plugin Development, Webdesigning, Other Coding tutorials
22. CodeCombatPlay to learn code
 23. DontFearTheInternetHTML/CSS
 24. LearnLayoutAdvanced CSS
25. AtozcssCSS Screencasts
26. DashHTML5, CSS3, Javascript
 27. Web AccessibilityTools and techniques for web developers
 28.TheHelloWorldProgramWeb Development, Linux, Python
29. PythonTutorPython
 30. CodeLearnWeb Development
31. RubymonkRuby
 32. Stanford UniversitySoftware Algorithms
33. NodeTutsNode JS video tutorials
 34. NodeSchoolWeb software skills
 35. EggheadVideo training for AngularJS, React, D3, and many other essential modern web technologies
36. Learn-AngularAngularJS
37. IOS DevelopmentIOS
38. LearnJavaOnlineJava
 39. CodingBatJava, Python
40. Techotopia IOS, Android
41. EssentialSQL SQL
42. SqlBolt SQL
 43. CoderdojoHTML5, CSS3, Javascript
44. HackDesignDesign course
45. Mozilla Developer NetworkMozilla Development
 46. Programming Video TutorialsC++
47. National Programme on Technology Enhanced LearningPrinciples of Programming Languages
48. LandofcodeJava, CSS, HTML, PHP and VBScript
49. SitePoint ReferenceHTML5, CSS3, Javascript
50. Wikiversity PHP, C++, Python, Java… etc

লিখাটি এখান থেকে নেওয়া

Level 0

আমি মাহমুদুল হাসান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 44 টি টিউন ও 25 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ধন্যবাদ। সংগ্রহে রাখলাম। ভবিষ্যতে কাজে দেবে।