আমরা কোডিং শেখার জন্য অনেক কিছু ঘাটাঘাটি করি। কিন্তু কোনো কিছুই প্রাকটিস ছাড়া সম্ভব নয়। কেমন হয় যদি প্রাকটিসও হয় এবং সাথে সাথে শেখা… এরকমই ৫০ টা ওয়েব সাইট আজ আপনাদের সামনে তুলে ধরব… এই ওয়েব সাইট গুলো থেকে আপনি HTML, CSS, Javascript, SQL, XHTML, Bootstrap, C, C++, Python, Ruby, Android Development, Java এবং আরো অনেক কিছুই শিখতে পারবেন.
শেখার জন্য আমার দেখা সেরা ওয়েব সাইট হল কোড একাডেমি… এটা হল সেই স্থান যেখান থেকে একজন বিগিনারের জন্য পারফেক্ট প্লেস। শুরু থেকেই একজন মানুষ হতাশ হয়ে পরে কোথা থেকে শুরু করবে, কিভাবে করবে আরো অনেক কিছু এখান থেকে সহজে শুরু করতে পারবেন। এখান থেকে আপনি ওয়েব বেজ সব কিছুরই বেসিক খুব ভালভাবে আয়ত্ত করতে পারবেন।
2.Udacity
ইউডিএসিটি আরেকটা প্লেস যেখান থেকে সহযে শিখতে পারবেন। এখানে অধিকাংশ সময় ভিডিও টিউটোরিয়াল পাওয়া যায় সেগুলোর উপরে ২-৩ মিনিটের কুইজ থাকে আরো অনেক কিছুই। এখান থেকে আপনি Computer Science, Web Application Engineering, Software Testing, Web Development, HTML5, Python, Java, Computer Science, Algorithm এগুলোর ভাল টিউটোরিয়াল পাবেন।
এটা হচ্ছে এন্ড্রয়েড ডেভেলপমেন্ট শেখার জন্য বেস্ট। যারা এই এন্ড্রয়েড তৈরী করেছে তাদের কাছ থেকেই শেখেন। এখানে বেসিক থেকে এডভান্স পর্যন্ত সব কিছুই পাবেন। আর কিভাবে আপনার এপস প্লে স্টোরের জন্য রেডি করবেন সেটাও পাবেন।
গুগলের পাইথন ক্লাস বলা হয় এটাকে। এটা সম্পূর্ণ ফ্রী।
5.Coursera
এখানে সম্পূর্ণ ফ্রী অনেক কোর্স পাবেন। এখানে কম্পিউটার সায়েন্সের অনেক ভাল ভাল টিউটোরিয়াল পাবেন। এখান থেকে Computer architecture, Programming languages, C++ for C programming, Algorithms, Artificial Intelligence, Cryptography…etc এই গুলো খুব ভাল ভাবে শিখতে পারবেন।
Websites | What You Will Learn |
---|---|
6.Code.org | Basics of JavaScript programming, Python, Hopscotch etc |
7.W3Schools | HTML,CSS,Javascript, jQuery, Bootstrap |
8.Thenewboston | HTML5, CSS, Javascript, Java, Python, PHP, App Development, Android Development, C Programming. |
9.MIT OpenCourseWare | Electrical engineering and computer science in MIT’s OpenCourseWare collection |
10.Khan Academy | Everything what you here |
11.Webmonkey | HTML5, Ajax, CSS, APIs, Javascript etc. |
12.CodeAvengers | HTML, CSS, Javascript, Python etc. |
13. Codeschool | HTML/CSS, JavaScript, Ruby, iOS |
14. TeamTreeHouse | HTML/CSS, JavaScript, Ruby, iOS, Android, Python… |
15. Html5Rocks | HTML5/CSS |
16. Sqlzoo | SQL |
17. EDX | Computer Science, Java |
18. TheCodePlayer | HTML5, CSS3, Javascript, Jquery |
19.LearnPythonTheHardWay | Python |
20. SkillCrush | HTML/CSS, Javascript, Python …more |
21. TutsPlus | WordPress Plugin Development, Webdesigning, Other Coding tutorials |
22. CodeCombat | Play to learn code |
23. DontFearTheInternet | HTML/CSS |
24. LearnLayout | Advanced CSS |
25. Atozcss | CSS Screencasts |
26. Dash | HTML5, CSS3, Javascript |
27. Web Accessibility | Tools and techniques for web developers |
28.TheHelloWorldProgram | Web Development, Linux, Python |
29. PythonTutor | Python |
30. CodeLearn | Web Development |
31. Rubymonk | Ruby |
32. Stanford University | Software Algorithms |
33. NodeTuts | Node JS video tutorials |
34. NodeSchool | Web software skills |
35. Egghead | Video training for AngularJS, React, D3, and many other essential modern web technologies |
36. Learn-Angular | AngularJS |
37. IOS Development | IOS |
38. LearnJavaOnline | Java |
39. CodingBat | Java, Python |
40. Techotopia | IOS, Android |
41. EssentialSQL | SQL |
42. SqlBolt | SQL |
43. Coderdojo | HTML5, CSS3, Javascript |
44. HackDesign | Design course |
45. Mozilla Developer Network | Mozilla Development |
46. Programming Video Tutorials | C++ |
47. National Programme on Technology Enhanced Learning | Principles of Programming Languages |
48. Landofcode | Java, CSS, HTML, PHP and VBScript |
49. SitePoint Reference | HTML5, CSS3, Javascript |
50. Wikiversity | PHP, C++, Python, Java… etc |
লিখাটি এখান থেকে নেওয়া
আমি মাহমুদুল হাসান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 44 টি টিউন ও 25 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ধন্যবাদ। সংগ্রহে রাখলাম। ভবিষ্যতে কাজে দেবে।