৭টি অসাধারন জেকুয়েরী প্লাগ-ইন্স(সাথে ২টি বোনাস লিঙ্ক)

বর্তমান সময়ে জাভাস্ক্রিপ্ট এর ফ্রেম ওয়ার্ক এর মধ্যে জেকুয়েরী সব থেকে ভাল অবস্থানে রয়েছে। তাই ওয়েব প্রোগ্রামরা জেকুয়েরী প্লাগইন্স বানানোর ব্যাপারে খুবই আগ্রহী হয়ে উঠছে। অনলাইনে এখন জেকুয়েরীর প্রচুর প্লাগইন্স একদম বিনামূল্যে পাওয়া যায়। তার মধ্যে থেকে বেছে বেছে কাজের ৭টি প্লাগইন্স এর সাথে আজ আমরা পরিচিত হবো। তাহলে শুরু করা যাক।

১। IconDock:

আপনার ওয়েবসাইটের ম্যানুকে ম্যাকবুক স্টাইল এর মত দেখাতে চাইলে খুব সহজেই এই প্লাগ-ইন্স দিয়ে তা করতে পারবেন। সাধারনত স্ট্যাটিক পেইজ গুলোতে এই প্লাগ-ইন্সটি ব্যাবহার করা হয়।
ডাউনলোড লিংকঃ http://bit.ly/h7VUCr

২। Simple controls gallery:

যারা ওয়েবসাইটে খুব সহজেই একটি ফটোগ্যলারী বসাতে চান তাদের জন্য বানানো হয়েছে এই প্লাগ-ইন্সটি। শুধু ইমেজ এর লোকেশন স্কিপ্ট এ বসিয়ে দিলে নিজ থেকে(অটোমেটিকভাবে) এটি ইমেজ গুলো দেখাতে থাকবে। ইমেজ এর প্রিভিউ ছাড়াও এর সাথে পাচ্ছেন ইমেজ এর টাইটেল প্রিভিউ, প্লে, নেক্সট, প্রিভিয়াস বাটন।

ডাউনলোড লিঙ্কঃ http://bit.ly/hbcOsO

৩। JGrowl:

ফেসবুকে ফটো,স্টাটাসে কমেন্টস এর পরে নিচে যে নটিফিকেশন আসে তা দেখে আমার মনে হল কিভাবে এটা করা  হয়েছে বা কিভাবে আমি আমার সাইটে এটা নিয়ে আসা যায়। তখন ইন্টারনেটে সার্চ দিয়ে পেলাম এই প্লাগ-ইন্সটি। খুবই কাজের ও চমৎকার একটি প্লাগ-ইন্স। এই প্লাগ-ইন্সটির ম্যনুয়াল/ডকুমেন্টেশনটি এক কথায় অসাধারন। আপনি খুব সহজেই এই প্লাগ-ইন্সটি নিজের মনের মত (কাস্টমাইজ) করে সাজিয়ে নিতে পারবেন।

ডাউনলোড লিঙ্কঃ http://bit.ly/hnIdIa

৪। Flip jquery plugin:

আমার দেখা সবথেকে সুন্দর একটি প্লাগ-ইন্স। যারা ওয়েবসাইটে বিজ্ঞাপন দেখাতে চান তাদের জন্য এই প্লাগ-ইন্সটি। কারন একটি ফ্রেম এর মধ্যে আপনি একই সাথে ২টি বিজ্ঞাপন দেখাতে পারবেন। একটু ডাউনলোড করে দেখুন। খুবই চমৎকার একটি প্লাগ-ইন্স।

ডাউনলোড লিঙ্কঃ http://bit.ly/ebfT2Y

৫। SeekAttention:

ওয়েব সাইটে টেক্টস সার্চ করার পরে যদি ইউজারকে সার্চ এর অংশটুকু এনিমেশন এর মাধ্যমে দেখানো যায় তাহলে মনে হয় ব্যাপারটা মন্দ হয় না ? এই প্লাগ-ইন্সটি সেই অপশন গুলো দিচ্ছে। ফেড-ইন, ফেড-আউট এনিমেশন সহ এই প্লাগ-ইন্সটি এককথায় চমৎকার।

ডাউনলোড লিঙ্কঃ http://bit.ly/eHgFdn

৬। FancyBox:

যারা ইমেজ গ্যালরী নিয়ে কাজ করেন তাদের জন্য এই প্লাগ-ইন্সটি হতে পারে একটি কাজের জিনিস।কারন এই প্লাগ-ইন্সটি আপনাকে দিচ্ছে ইমেজ জুম করার সুবিধা। শুধু তাই নয়, এখানে ইমেজের এর সাইজ অটোমেটিকভাবে সেট হয়ে যায়। এই প্লাগ-ইন্সটির সাথে আপনি পাবেন সম্পুর্ন ডকুমেন্টেশন  এবং কাস্টমাইজের সুবিধা।

ডাউনলোড লিঙ্কঃ http://bit.ly/emGIQN

৭। Select to slide:

এই প্লাগ-ইন্সটি একটু এডভান্স লেভেল এর। সিলেক্ট বক্স এর পরিবর্তে ব্যবহার করে দেখতে পারেন এই প্লাগ-ইন্সটি।

ডাউনলোড লিঙ্কঃ http://bit.ly/gGBZSP

আরো কিছু প্লাগ-ইন্সঃ

আজ এটুকুই। আপনাদের কাছে আর কিছু ভাল ভাল জেকুয়েরী প্লাগ-ইন্স এর লিস্ট থাকলে শেয়ার করতে ভুলবেন না। সবাই ভাল থাকবেন।

একই সাথে প্রকাশিতঃ টেকটুলসবিডি

Level 0

আমি মাহবুব আলম খান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 20 টি টিউন ও 91 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

চমৎকার , তবে আপনি দয়া করে টেকটিউন্স এর পাঠক দের জন্য যদি Jquery এর টিউটোরিয়াল শুরু করেন তবে মানুষ বেশী উপকৃত হবে…

Level 0

ei gula ki wordpress blog e use kora jabe?

    রায়হান ভাইঃ এই গুলো সরাসরি ওয়ার্ডপ্রেসে ব্যবহার করা যাবে , আপনি ওয়ার্ডপ্রেসের প্লাগ-ইন্স অপশন এ গিয়ে সার্চ দিলে পেয়ে যাবেন ইনশাল্লাহ।
    এরমধ্যে আমি কয়েকটি ব্যাবহার করেছি। বাকিগুলো আমি এই গুলো নরমাল সাইটে ব্যবহার করেছি, আর আমার সাইটগুলে ফ্রেম-ওয়ার্ক (কোড-ইগনাইটার, কেক-পিএচপি) দিয়ে করা।
    আশা করি আপনিও আপনার ওয়ার্ডপ্রেস সাইটের জন্য পেয়ে যাবেন।
    মন্ত্যব্যের জন্য ধন্যবাদ।