এবার সহজেই ব্লগস্পট ব্লগে যোগ করুন Registration Form

আসসালামু আলাইকুম।কেমন আছেন সবাই?টেকটিউনসে বসে বসে টিউন পড়ছেন,তাহলে তো ভালো থাকারই কথা!

আসল কথায় আসি

আমাদের অনেকেরই কিন্তু ব্লগ রয়েছে; সেখানে আমরা বিভিন্নরকম টিউন টিউন করি।তার ভেতর বেশির ভাগই ব্লগার(ব্লগস্পট) এ তৈরী। WordPress বা Hosting ওয়েবসাইট বা ব্লগে manually বিভিন্ন ফিচার এড করা যায়;তবে আমরা আটকে যাই ব্লগার(ব্লগস্পট) এ গিয়ে😭 আমরা সেখানে ওয়েবসাইট এ যোগ করার মতন অনেক ফিচার থেকে বঞ্চিত হই।

তার ভেতর "রেজিস্ট্রেশন ফর্ম" অন্যতম একটি।আমরা ব্লগারে এটি যোগ করতে চাইলেও পারিনা,কোন সঠিক পথ খুজে পাই না।

অনেক সময় ইন্টারনেট থেকে ফর্ম এর কোড নিয়ে কোড বসাই এবং ফর্ম ও তৈরী হয়;তবে ফর্মটিতে তথ্য পূরন করলে সেই তথ্য যে কোথায় চলে যায়,সেটি আল্লাহ পাকই ভালো জানেন😜

চলুন তাহলে

live demo

 

 

live demo cognitofroms এর মাধ্যমে আপনি সহজেই ফ্রীতে তৈরি করতে পারবেন রেজিস্ট্রেশন ফর্ম।আপনি এখানে পাবেন ১০০ এম.বি স্পেস এবং ৫০০ এন্ট্রি।

অর্থাৎ ৫০০ জন আপনার ফর্ম পূরন করলে আপনার এন্ট্রি Full হয়ে যাবে।সমস্যা কি! অন্য একটি ই-মেইল দিয়ে আরেকটি account খুলে আরো একটু ফর্ম তৈরি করবেন then আরো ৫০০ এন্ট্রি 😜

কিভাবে তৈরি করব:

 

cognitofroms.com এ আপনার account তৈরি করে নিন।

* তারপর এই বাটনে ক্লিক করুন এবং আাপনার রেজিস্ট্রেশন ফর্মটি ডিজাইন করুন আপনার পছন্দমতন অপশন দিয়ে।

*এখন উপরে ডান দিকে স্ক্রল ডাউন অপশন এর ভেতর একটি পাবেন "Publish" নামে।এবার এটি সিলক্ট করুন।

*এখন কোডসহ একটি পেজ আসবে;সেই কোডটি কপি করে আপনার ওয়েবসাইটে পেস্ট করুন; পছন্দসই জায়গায়।

ব্লগার (ব্লগস্পট) এ যোগ করার নিয়ম:

আপনি এই ফর্ম যোগ করার জন্য ড্যাসবোর্ড থেকে Pages>new page সিলেক্ট করে নতুন registration page তৈরি করতে পারেন।

* আর এর জন্য আপনাকে edit page গিয়ে উপরের বাম দিকের compose এবং edit html দুটি বাটন এর ভেতর থেকে edit html টি সিলেক্ট করে কোডটি পেস্ট করুন।

আরেকটি উপায় হল layout থেকে add gadgets>html/javascripts widgets টি সিলেক্ট করে কোডটি পেস্ট করে দিন।

আর আপনার ফর্ম কে কখন পূরন করল, কি পূরন করল সব ডেটা আপনি cognito. dashboard থেকে দেখতে এবং নিয়ন্ত্রন করতে পারবেন।এই ফর্ম কেবল আপনার কাছে পূরনকারীর দেয়া তথ্য ডেটা পাঠাবে,তাকে ব্লগে অটোমেটিক তার ই-মেইল যোগ করবেনা কিন্তু!

পূরনকারীর তথ্য নিয়ে তাকে যোগ করা সেটা আপনাদের ইচ্ছা। ☺

রেজিস্ট্রেশন চলছে.... আমি আমার ব্লগ octacores.com এর জন্য কিছু প্রযুক্তি-প্রেমী টিউনার খুজছি,যারা ইচ্ছুক কেবল তারা ফর্ম পূরন করতে পারেন

স্মার্টফোনের জন্য এল 3D প্রিন্টার

উইন্ডোজ ১০ ট্যাবলেট আনল স্যামসাং

Level 12

আমি Touhidur Rahman Mahin। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 326 টি টিউন ও 88 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 24 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।

ভালোবাসি প্রযুক্তি নিয়ে লিখতে, ভালবাসি প্রযুক্তি নিয়ে ভাবতে।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

আপনাকে ধন্যবাদ ভাই,আমার অনেক সাহায্য হলো,এই টিউন থেকে।অনেক দিন থেকে এমন সাইট খুজছিলাম! ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ 🙂