আপনার Website এ Spam প্রতিরোধ করুন খুবই সহজে!!

সবাই কে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের Tunes। আশা করি সবাই খুব ভালো আছেন। আপনাদের দোয়াই আমিও ভালোই আছি। আজকের Tuns এ আমরা জানবো যে কিভাবে আমরা আমাদের  Website এ Spam বন্ধ করতে পারি। এটি হয় তো আমরা অনেকে জানি, তবে যারা জানে না তাদের জন্য।

আমাদের সাইটে কিছু বাজে লোক আছে যারা অনেক সময় Spam করে থাকে, যা আমাদের জন্য ঠিক নয়। তাহলে আমরা এটা প্রতিরোধ করবো কি ভাবে, আর এই সম্পর্কে আজকে আমি আলোচনা করবো। তো চলুন দেখি আমরা এর প্রতিরোধ করতে পারবো।

প্রথমে আপনার হস্টিং এর একটি ফোল্ডারে এ checkspam.php নামে একটি ফাইল তৈরী করুন, এরপার ওই ফাইলে নিচের নিচের কোড গুলো বসান।

<?php function checkSpam($text){$spamDomains=array(“com”,”net”,”org”,”info”,”biz”,”mobi”,”ws”,”tk”,”ml”,”cf”,”in”,”pw”,”ru”,”com.bd”); foreach($spamDomains as $spamTld){if(preg_match(‘/(.*).’.$spamTld.’/’,$text)){$itSpam=1;
} else {$itSpam=0;} }}?>

এর পর যেখানে Spam verify করবেন সেখানে এই ফাইল টি include করুন। include ‘checkSpam.php’; এখন আপনি যেকোন লেখা এইটা দিয়ে ভেরিফাই  করতে পারবেন।

এর জন্য আপনাকে শুধু একটা Function call করতে হবে। উদাহরণ : আপনি “Visit spammm.com” এই লেখাটি বেরিফাই করতে চান, তাহলে checkSpam(“Visit spammm.com”); if($itSpam==1){ echo আপনার ইচ্ছা মগ লেখা Spam বন্ধ করার জন্য }।

সব কিছু ঠিক মত করে থাকলে আপনি সফল হয়েছে। আপনার সাইটে আর কেউ Spam করতে পারবে না।

আজ এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন। কোন প্রকার ভুল ত্রুটি হরে ক্ষমার দৃষ্টিতে দেখবেন।আর যদি সময় পান তাহলে আমার ব্লগ থেকে ঘুরে আসতে পারে। আমার ব্লগ

Level 1

আমি সাগর চন্দ্র শীল। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 8 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 17 টি টিউন ও 10 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস