সকলকে সালাম জানিয়ে আজকের টিউনটি করতেছি। আশা করি সবাই ভালো অাছেন। .BD Domain এখন ঘরে বসে রেজিষ্টার করুন তাও কন্ট্রোল প্যানেলসহ বিশ্বাস হচ্ছে না্ !!
আপনরা হয়তোে এতদিন .কম.বিডি ডোমেইন রেজিষ্টার নিয়ে কত না ঝামেলা পোহতে হয়েছে !। কত মধ্যভোগী প্রতিষ্ঠানকে রেজিষ্টার করার জন্য টাকা দিয়ে রেজিষ্টার করিয়ে ডোমেইন কন্ট্রোল নিজের হয় নি বা তাদের কাছ থেকে হোস্টিং সরিয়ে কোথাও যেতে পা্রছেন না। কিন্তু এখন বর্তমান সরকার ডোমেেইন রেজিষ্টার নিয়ে ভোক্তাদের যাতে জামেলা পোহাতেই হয় সে লক্ষে তারা বর্তমানে ডোমেইন রেজিষ্টার অনলাইন করা ও পেমেন্ট অনলাইনে করার ব্যবস্থা্ করছে। সে লক্ষে তা্রা কাজ করতেছে, এটা কিছুদিনের মধ্যে পুরোপুরি কাজের উপযোগী হবে । আপনারা এ সাইটে গিয়ে domainreg.btcl.com.bd গিয়ে বর্তমানে ডোমে্ইন সার্চ ও রেজিষ্টার করতে পারবেন । অনলাইনে পেমেন্ট ব্যাপারে কিছু নিদিষ্ট করে কিছু করা হয়নি।
.com.bd /.net.bd /.co.bd /.gov.bd / .mill.bd /.org.bd ছাড়াও্ বর্তমানে বিটিসিএল নতুন ডোমেইন extension .বাংলা চালু করতে যাচ্ছে। যেমন : netcone.com.বাংলা
কিভা্বে অনলাইনে .com.bd /.net.bd /.co.bd /.gov.bd / .mill.bd /.org.bd অর্ডার করবেন। চলুন দেখা যাক -
# ডোমেইন সার্চ করার নতুন সাইট বিটিসিএল এর
# আপনার ডোমেইন available আছে কিনা সেটা্ দেখাবে।
# রেজিষ্টেশন এর বাকি প্রক্রিয়া দেখে নিন কিভাবে করবেন।
# রেজিষ্টেশন ফর্ম পূরন করতে হবে।
# ডোমেইন হোস্ট করার জন্য যে নেমসার্ভার নাম বসাতে হবে।
# আপনার রেজিষ্টেশন সাকসেস দেখাবে।
# আপনার মেইল কনফারমেশন মেইল যাবে। আইডি ও পাসওর্য়াড সহ।
যেসব স্কুল, কলেজ এখনও তাদের ডোমেইন এবং ওয়েবসাইট তৈরী ও চালু করে নাই, সরকার ও বিটিসিএল তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে যাচ্ছে। তাই দেরী না করে এখনই ডোমেইন রেজিষ্টশন করে ফেলুন।
সূত্র : বিটিসিএল
জনর্স্বাথে - Netcone Hosting
Pure SSD Hosting, Domain Register & SSL Certificate Provider
ফোন : 01970 566 668
স্কা্ইপ : netconehost
আমরাই বাংলাদেশে ২৪/7 লাই্ভ চ্যাট, স্কা্ইপ ও ফোনে সার্পোট দিয়ে থাকি
আমি নেটকন ওয়েবহোস্টিং। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 15 টি টিউন ও 68 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
valo