ওয়েব ডেভেলপার হবার জন্য আর কোনো ট্রেনিং সেন্টারে যেতে হবে না (বিস্তারিত)

বেশি কথা বলে সময় নষ্ট না করে আসল কাজে চলে যায়।

১. ওয়েবসাইট তৈরী করার জন্য আপনাকে বেসিক যে জিনিস গুলি জানতে হবে।

1. HTML 2. CSS 3. jQuery 4. PHP 5. Mysql

এই সকল বিষয় আপনি খুব সহজেই শিখতে পারবেন http://www.w3schools.com ওয়েবসাইট থেকে, কারো হেল্প এর দরকার পরবে না বলেই আমি আশা রাখি।

২. এখন হয়তো আপনি ভাবছেন ডাইনামিক ওয়েবসাইট এর কথা, কোনো টেনসন নেই, WordPress তো আছেই রে ভাই।

WordPress Official Website : https://codex.wordpress.org/Getting_Started_with_WordPress

উপরের ওয়েবসাইট এর লিংক  থেকে আপনি খুব সহজেই বিস্তারিত  জানতে পারবেন কি ভাবে WordPress Install করবেন ও Use করবেন।

বিশেষ দ্রষ্টব্য : WordPress এর প্রচুর ফ্রি Theme ও Plugin পাবেন। যে গুলো আপনি use করতে পারবেন সম্পূর্ণ ফ্রি।

৩. এই বেসিক জিনিস গুলি জানার পর আপনি Object Oriented PHP শিখতে চাইলে নিচের লিংক টি দেখুন।

হিন্দি ভাষা আমরা সবাই কম বেশি বুঝি, টিউটোরিয়াল টি হিন্দি ভাষার আর খুব সুন্দর ভাবে বোঝানো হয়েছে। একটু মনোযোগ দিলেই আপনি বুঝতে পারবেন আমি ১০০% বিশ্বাসী।

আপনাদের অনেক মূল্যবান সময় নষ্ট করলাম। যাবার আগে একটু বলে যায় যদি কারো কোনো কিছু বুঝতে প্রবলেম হয়  www.w3schools.com শিখতে যেয়ে তা হলে আমার সাথে যোগাযোগ করেন, চেষ্টা করব হেল্প করতে। বিনা সংকোচে আমার সাথে যোগাযোগ করতে পারেন।

Notice : " Practice makes a man perfect "

আমাকে ফেসবুকে পেতে : https://www.facebook.com/biplob.reza.7

আমার ওয়েবসাইট : http://www.softsio.com/

Level 0

আমি বিপ্লব রেজা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 7 টি টিউন ও 6 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস