কপি করে নিন যে কারো wap site।Full মিরর কপি।

হেলো টেকটিউনার।

কেমন আছেন সবাই ?

আশা করি ভাল আছেন, আমি অনেক দিন যাবত আসতে পারছি না, অনেক ঝামেলা এবং কাজের চাপে পড়ে অবস্থা একদম লে হালুয়া !! 😛  ।

তো  NOW i'm back to the techtunes so don't worry at all . here is the all answer :D।

তো কাজের কথায় আসি, এখানে অনেকেই আছেন যারা বিভিন্ন wapsite এ ভিজ়িট করি।

অনেক সময় আমাদের অনেক content,প্লুগিন্স এবং থিম পছন্দ করে ফেলি তবে কিছু তেই সে গুল কালেট করতে পারিনা।

এর সমাধান এর জন্ন আজকের আই টিউন।

প্রথমেই সফটওয়্যারটি ডাউনলোড করে নিন।

এর পর app টি open করুন।

Next চাপু

এর পর project নাম টি লিখুন।

এবং Driver ছিলেট করুন।

এবং Next চাপুন

 

এর পর ১ম বক্স এ url টি লিখুন।

next চাপুন।

এবং সব শেষ্ণে ফিনিস করুন।

সাইট টি Download হচ্ছে।

 

Download হয়ে গেলে আপনার pc তে লাস্ন করতে পারেন বা কোন hosting site এ host করতে পারেন।

বিঃদ্রঃ কিছু paid hosting সাইট এ কাজ নাও করতে পারে।

ভাই আমি কোন বড় মাপের টিউনার নই।অামি একজন ছোট মাপের blogger বলতে পারেন।

তাই ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন।

যে কোন সমস্যার সমাধান পেতে অামাকে mail করতে পারেন।

আমার মেইল ঠিকানা

[email protected] / Facebook

সকলের সুস্বাস্থ কমনা করে শেষ করছি অাজকের এই টিউন।

টিউনটি পড়ার জন্য অাপনাদের অনেক অনেক ধন্যবাদ।

অামার পরের টিউন পড়ার জন্য নিমন্ত্রন রইল।

Good bye Good bye

ধন্যবাদ

Level 0

আমি সুতীর্থ সাহা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 12 টি টিউন ও 13 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

সুপ্রিয় টেকটিউনস কমিউনিটি, আমি "সুতীর্থ সাহা"। আমি 6 ঘন্টা 4 মিনিট আগে বিশ্বের এই সর্ববৃহৎ বাংলা প্রযুক্তির সোসিয়াল নেটওয়ার্কের এর সাথে যুক্ত হয়েছি। আমি আপনাদের দারুন আর মানসম্মত টিউন নিয়মিত উপহার দিতে পারব বলে আশা করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ফুল সাইট কপি হয় না।

টেকটিউন্সে এই পোস্ট অনেক আগেই করা হইচে। আমাদের সুপ্রিয় মডারেটর ভাইয়েরা মনে হচ্ছে একটু ব্যাস্ত, তাই কোন খেয়াল নাই

আর এটা দিয়ে সাইটের কন্টেন্ট গুলা ডাউনলোড হয়, পিএইচপি ফাইল ডাউনলোড হয় না। কাজেই এটার কোনই দাম নাই

    Bro akhon tumi bolba my sql data gulo.ডাউনলোড হয় না। কাজেই এটার কোনই দাম নাই . Please dont mind
    U R A cagol . ha ha ha

      mysql data download hoy na. egula just html akare downlaod hoy. আর ছাগল কে সেটা বুজাই যায়। কারন web এর জায়গায় wap লিখছেন…. আর এই বিষয়ে আরও পোস্ট আছে টেকটিউন্সে।

        ভাই আপনি যদি একটু মন দিয়ে লেখা টা পরতেন তাহলে দেখতেন আমি এখানে থিম,প্লাগিস্‌ এর কথা বলেছি । তাই আপনি ছাগল হলে আমার তো কিছু করার নেই ।আর কে ছাগল সেটা বোঝাই যায়। আর আপনি যদি এতই পারেন নিজেই করে দেখান ।
        আর আমার তো আমার Web বানান ভুল ধরলেন ! আর আপনি যে বোঝায় কে “বুজাই” লিখেছেন সেটার কি হবে ।
        আগে নিজের চরকায় তেল দিন ।
        By-the-way You are new nick name is গাধা ha ,,ha,,ha

Comments are closed.