নোড জেএস কম্পিউটার এ ইন্সটলেশন
উইন্ডোজ এ নোড জেএস ইন্সটল করার পদ্ধতিঃ
নোড জেএস কিন্তু উইন্ডোজ এ ইন্সটল করা একদম সহজ। স্ট্যান্ডআলোন ইন্সটলার টা শুধু ডাউনলোড করতে হবে। http://nodejs.org/download/
এই লিঙ্ক এ গিয়ে .msi ফাইল টা ডাউনলোড করুন। তবে অবশ্যই আপনার কম্পিউটার যদি ৩২ বিট অপারেটিং সিস্টেম ইন্সটল করা থাকে তবে ৩২ বিট, অন্যথায় ৬৪ বিট ভার্সন ডাউনলোড করবেন।
ডাউনলোড করার পর শুধু অন্য সকল সফটওয়্যার যেভাবে ইন্সটল করেন সেভাবে ইন্সটল করবেন।
খুব সহজ তাই না ! হুম, ভাবছেন যারা ম্যাক বা লিনাক্স ব্যবহার করে তারা কি করবে?
লিনাক্স ব্যবহারকারী-রা http://nodejs.org/download/ ঠিকানায় গিয়ে টারবল ফাইল টা অর্থাৎ tar.gz ফাইল টা ডাউনলোড করে এক্সপান্ড করুন। তারপর নিচের কমান্ড গুলো দিয়ে ইন্সটল করে ফেলুন।
$ tar -zxf node-v0.10.31.tar.gz
$ cd node-v0.10.31
$ ./configure && make && sudo make install
নতুন ভার্সন এর নোড ইন্সটল করতে চাইলে নিচের লিঙ্ক এ যান
https://github.com/joyent/node/wiki/installation.
ম্যাক ইউজার রা http://nodejs.org/download/ এ গিয়ে .pkg ডাউনলোড করে ইন্সটল করুন।
অভিনন্দন ! আপনি সফল ভাবে নোড ইন্সটল করে ফেলেছেন।
এখন আপনি উইন্ডোজ ব্যবহারকারী হলে cmd তে বা অন্য লোন ও-এস ব্যবহারকারী হলে টার্মিনাল –এ গিয়ে টাইপ করুন।
node –v
নোড আপনাকে দেখিয়ে দেবে আপনি নোড এর কোন ভার্সন ইন্সটল করেছেন।
আজ এ পর্যন্তই, আগামী পর্বে আপনাদের দেখাব কিভাবে নোড ব্যবহার করতে হয়। আপনাদের মূল্যবান টিউমেন্ট এর প্রতিক্ষায় রইলাম।
আমি ashikur rahaman। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 4 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।