সহজে ও ফ্রি তৈরি করুণ পাওয়ারফুল ওয়েব সাইট – ২

সালাম নিবেন। আপনাদের অনুপ্রেরণা পেয়ে দ্বিতীয় টিউন লিখতে বসলাম। বিষয়- সহজে ও ফ্রি তে শেয়ারেড় ডোমেইন + আনলিমিটেড হোস্টিং এবং আনলিমিটেড পেজ ক্রিয়েট এর মাধ্যমে পাওয়ারফুল ওয়েবসাইট তৈরি। যারা জানেন তাদের জন্য নয়, যারা জানেন না তাদের জন্য। ফ্রি শেয়ারেড় ডোমেইন অনেকেই দেয়, কিন্তু আপনি কষ্ট করে একটা ভালো সাইট যখন দাঁড় করাবেন তখন দেখবেন তাঁরা আজে বাজে এড যেমন এডাল্ট এড আপনার সাইটে বসাই দিসে। বা অকারনেই আপনার সাইট দিয়ে তাদের কোন লাভ হচ্ছেনা দেখে ব্যান করে দিবে। ওয়েব্লীতে আমি অনেক দিন যাবত কাজ করছি। রীতিমত বলতে পারেন আগা মাথা সব জানি ওয়েব্লীর। তাই সাব ডোমেইন এর ব্যাপারে আমি সবাই কে ওয়েব্লী সাগিস্ট করি।

কিন্তু কথা হলো আমি কষ্ট করে সাইট বানিয়ে লাভ কি? শেয়ারেড় ডোমেইন এ আমাকে কে এড দিবে?

আর কেউ দেওয়া লাগবেনা, গুগুল এডসেন্স এর ব্যাবস্থা আপনাকে ওয়েব্লী'ই করে দিবে তবে সেটা ৫০-৫০ শেয়ারে। মানে গুগুল থেকে আয়ের ৫০% ওয়েব্লী নিয়ে পেলবে। আমার মতে একেবারে নাথাকার চেয়ে তাও ভালো। বাংলা ফন্টে সাইট হলে গুগুল এড পাওয়া কঠিন। তবে এখন বেশ ভালো কিছু বাংলাদেশী গুগুল এডসেন্সের কোম্পানী রয়েছে সে বিষয়ে পরের টিউন এ বলবো।

ওয়েব্লীতে প্রাথমিক ভাবে সাইনাপ করে একটি ওয়েবসাইট প্রকাশ করার টিউটোরিয়াল দেখতে আমার প্রথম টিউন টি দেখুনঃ সহজে ও ফ্রি তৈরি করুণ পাওয়ারফুল ওয়েব সাইট

অথবা ওয়েব্লীতে সাইনাপ ও ওয়েবসাইট প্রকাশ করতে: এখানে ক্লিক করুণ

Level 0

আমি nokib03। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 4 টি টিউন ও 7 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস