সহজে ও ফ্রি তৈরি করুণ পাওয়ারফুল ওয়েব সাইট

সালাম নিবেন। অনেক দিন আগে থেকেই আছি। কখনো সাহস করে টিউন করা হয়নি। এইটাই আমার প্রথম টিউন। তাই প্রথমেই বলে রাখি ভুল হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।

আজ আমার কিছু অবিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করতে চাই। তা হলো কিভাবে একটি পাওয়ার ফুল এবং ফুল ফ্রীতে আজিবনের জন্য একটি ওয়েব সাইট বানাতে পারবেন। যার জন্য আপনার কোন প্রাতিষ্ঠানিক জ্ঞান বা অনেক বেশি শ্রম বা কোডিং জানারও দরকার হবেনা। শুধু ড্রাগ এন্ড ড্রপ মানে মেনু গুলা টেনে ফিল্ডে ছেড়ে ছেড়ে কাজ করতে পারবেন। আর সাবডোমেইন সহ আনলিমিটেড হোস্টিঙ্গের এই সুবিধাটা দিচ্ছে ওয়েব্লী।

আসলে ফ্রিতে হোস্টিং সাব ডোমেইন অনেকেই দেয়। আর লোভ দেখায়। কিন্তু যখন আপনি অনেক কষ্ট করে একটা সাইট দাঁড় করাবেন ঠিক তখনি দেখবেন তাঁরা আপনার সাইটে আজেবাজে এডস বসাই দিছে। তাই অনেকেই বলে ফ্রি জিনিস ভালো নাহ ভাই! আমি গ্যারান্টি দিয়ে বলছি এই ইন্টারনেট জগতে একমাত্র ওয়েব্লী;ই ভালো সার্ভিস দেয়। যাইহোক কথা না বাড়িয়ে কাজ শুরু করা যাক।

১। প্রথমে এখানে ক্লিক করে সাইটে প্রবেশ করুণ।

Sing Up এ ক্লিক করুণ আর ইউজার নেম - ইমেল - পাসওয়ার্ড় সঠিক ভাবে বসিয়ে Singup Free তে ক্লিক করুণ।

২। তারপর আপনি সাইট-ব্লগ- নাকি স্টোর বানাতে যান তা সিলেক্ট করুণ।

৩। ট্যামপ্লেট চয়েস করুণ। (পরে পরিবর্তন করতে পারবেন)

৪। Subdomain দিয়ে Continue ক্লিক করুণ।

এবার এড়িট পেজের হোম পেজ চলে আসবে। এখন বাম পাশ থেকে যেটা আপনার দরকার অইটা মাউস দিয়ে চেপে ধরে ফিল্ডে ছেড়ে দিন।

৫। তারপর বাম পাশে উপরে কর্নারে Published ক্লিক করুণ।

তারপর Continue তে ক্লিক করুণ। এবার দেখুন আপনার সাইট এর লিঙ্ক দেখায় সেটাতে ক্লিক করুণ আর দেখুন আপনার সাঈটটি লাইভ।

এখানে আপনার পছন্দ মত ডোমেইন পরবর্তীতে চেঞ্জ করতে পারবেন। যেটাকে বলা হয় শেয়ারেড় ডোমেইন। অথবা আপনার কোন ডোমেইন নেম কেনা থাকলে সেটাও সহজে এড্ড করতে পারেন।

ধন্যবাদ। ভালো থাকুন সবাই। আর কিছু জানার থাকলে টিউন্মেন্ট করুণ।

Level 0

আমি nokib03। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 4 টি টিউন ও 7 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Webs.com এ কিন্তু add নাই। এটাতে আছে।

    Level 0

    এখানে শুধু তাদের একটাই এড থাকে যেটা নিচে। আর ওয়েবস এ কাজ করা আমার কঠিন লাগে।

    Level 0

    ধন্যবাদ ভাই

শেয়ার করার জন্য ধন্যবাদ।

    Level 0

    আপনাকেও পড়ার জন্য ধন্যবাদ ভাই