সার্চ ইঞ্জিন রেংক, SEO ও এডসেন্স বিষয়ক টিপস পর্ব এক

এই টিউনটিতে সার্চ ইঞ্জিন রেংক, SEO, এডসেন্স টিপস বিষয়ক টিউন করছি। এ পর্বে SEO ও এডসেন্স বিষয়ক টিপস দেব।

  • বিভিন্ন সাইটে আপনার ব্যাক লিংক দিন যা পেজ রেংক এর জন্য গুরুত্ব পূর্ন।
  • পেজ এর ব্যাকগ্রাউন্ড ও এ্যাড এর ব্যাকগ্রাউন্ড ও বর্ডার এর রং একই রাখুন।
  • লেখার মাঝে নিরাপদ দূরত্বে ও নেভিগেশন বার এর নিচে লিংক ইউনিট এর এড ব্যাবহার করুন।
  • অপেক্ষাকৃত সহজ বানানের মনে রাখা যায় এমন ডোমেইন ব্যাবহার করুন।
  • অবশ্যই সব জায়গায় পজেটিভ এ্যাপ্রোচ নিয়ে কমেন্ট করুন।
  • বিভিন্ন গ্রুপ ও কমু্নিটি তৈরীর মাধ্যমে Social network তৈরী করুন।
  • বিভিন্ন ব্লগে জনপ্রিয় বিষয়ে আর্টিকেল লিখুন।
  • দেশ বিদশী বিভিন্ন সাইটে ও ব্লগে কমেন্ট করুন এবং সেখানে আইডি হিসেবে আপনার ডোমেইনটি ব্যাবহার করুন।
  • প্রতিটি পোষ্ট এর জন্য আলাদা টাইটেল, মেটা কী ওয়ার্ড ও মেটা ডিসক্রীপশন ব্যাবহার করুন।
  • Frame এবং Iframe যথাসম্ভব বর্জন করুন।
  • উন্নত, জনপ্রিয় ও বিরল কনটেন্ট ব্যাবহার করুন।
  • প্রতি পাতার কিছু কী ওয়ার্ডে  <b> </b>  ট্যাগ ব্যাহার করুন।
  • লিংক ও সাবডোমেইন গুলোকে পরিচ্ছন্ন, ছোট ও স্পষ্ট রাখুন।
  • পেজ ভিউয়ার রা যেন সহজেই তার প্রত্যাশিত বস্তুটি খুজে পায় এমনভাবে ডিজাইন করুন।
  • ইআরএল দিয়ে ভিডিও শেয়ার করুন।
  • গ্রাফিক্স, ফ্লাশ, মুভি ক্লিপ, সাউন্ড, পপ আপ এসবের কোন মূল্য সার্চ ইঞ্জিনে নেই তা এগুলোও যথাসম্ভব বর্জন করুন।
  • ছবির জন্য কী ওয়ার্ড বান্ধব নাম ব্যাবহার করুন।
  • কী ওয়ার্ড গুলো জনপ্রিয় হয় সেদিকে খেয়াল করুন।
  • প্রতিটি ছবিরজন্য আলাদা Alt ট্যাগ ব্যাবহার করুন।
  • প্রতিটি লেখার জন্য আলাদা ট্যাগ ও কীওয়ার্ড ব্যাবহার করুন।
  • Deep link ও Non Anchor text ব্যাহার করুন।
  • খুব বড় নয় আবার খুব ছোটও নয় কিন্তু কীওয়ার্ড ও SEO বান্ধব সহজ বানানের এমন ডোমেইন ব্যাবহার করুন।
  • সম্ভব হলে নিজস্ব ডোমেইন ব্যাবহার করুন।
  • RSS Feed ব্যাবহার করুন।
  • HTML কে পরিচ্ছন্ন রাখুন।
  • Sitemap ব্যাবহার করুন। এখানে আপনার সাইটের সাইটম্যাপ সাবমিট করতে পারেন।
  • Java ও CSS এর জন্য আলাদা ফাইল ব্যাবহার করুন।
  • লিংকগুলোকে যথাসম্ভব স্পষ্ট রাখুন।
  • গুগল এর ওয়েমাষ্টার, এড ইউআরএলএনালাইটিক সার্ভিস ব্যাবহার করতে পারেন ভিজিটর বাড়ানোর জন্য।
  • পপুলার কী ওয়ার্ড ব্যাবহার করুন লেখায়। এবং আপনার লেখার 6-10% জুড়ে আপনার টার্গেটকৃত কীওয়ার্ডটি দিন।
  • আর লেখার সময় লেখা গুলো এমন ভাবে লিখুন যেন তা সার্চ ইঞ্জিন ও কীওয়ার্ড বান্ধব হয়। যেমন আপনি আপনি হয়ত লিখবেন Song কিন্তু যারা সার্চ করবে তারা লিখবে latest song download free অথবা free song download তাই যেভাবে সার্চ হবার সম্ভাবনা থাকবে বা ঐ অপশনটির জন্য যে কী ওয়ার্ড আছে তা ব্যাবহার করুন।
  • নিয়মিত পেজ আপডেট করুন প্রতিদিন কমপক্ষে নতুন একটি পেজ তৈরী করুন।
  • সম্ভব হলে নিজস্ব ডোমেইন ব্যাবহার করুন।
  • ভিউয়ার দের সাথে প্রতারনা থেকে দূরে থাকুন।
  • কপি পেষ্ট থেকে বিরত থাকুণ।
  • গুগলের সাথে চালাকি করার চেষ্টা করবেন না।
  • জনপ্রিয় মিডিয়া সমূহে আপনার সাইটের বিঞ্জাপন নিয়মিত দিন।
  • ভিউয়ার রা যেন আবার আসে সে জন্য সাইটে তাদের আকর্ষন করার জন্য কোন ইলিমেন্ট রাখুন।
  • সাইটে বিভিন্ন জরিপ, প্রতিযোগীতা, পুল এসবের নিয়মিত আয়োজন রাখুন।

এটা আমার সাইটের গত এক সপ্তাহের শুধু হোম পেজের(অন্যান্য ব্লগ গুলো বাদে) কাউন্টার। অন্যান্য পেজের কোন হিসেব এর সাথে জড়িত নয়।

counter.jpg

Level 0

আমি প্রযুক্তি প্রেমী। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 136 টি টিউন ও 2157 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

আসলে এটা বেশ কিছু পর্বের হবে।

শাকিল ভাই আপনি খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে টিউন করেছেন। যা আগে কেউ কখনো করেনি। ধন্যবাদ আপনাকে। আপনার এই টিউনটি কত পর্বের হবে?

শাকিল ভাই টিউনগুলো আপনার দারুন হচ্ছে। এবার ওয়েমাষ্টার, এড ইউআরএল ও এনালাইটিক কিভাবে ব্যাবহার করে তা নিয়ে টিউন লিখলে খুব ভাল হত। আর আবারো সবার উদ্দেশে লিখছি টিউনারদের উৎসাহ দিন তাদের যদি ভুল থাকে তাদেরকে আঘাত না করে ভুল গুলোকে দেখিয়ে দিন।

Level 0

ভাই শাকিল ………… ধন্যবাদ আপনাকে। ভাল হচ্ছে, চালিয়ে যান…

ভাই আমার এই ছিদ্রান্বেষী কমেন্টের কারণ আপনারই কিছু কমেন্ট। আশা করি যে উপদেশ দিলেন তা নিজেও কমেন্টের সময় মনে রাখবেন। আমি আমার কমেন্টের জন্য দু:খিত।

Level 0

সারোয়ার বাবু এটা 0= জিরো, এটা 1= ওয়ান, এটা 2= টু, এটা, 3= থ্রী। আজ এ পর্যন্ত বাকিটা আগামীকাল। আর আরেক জনের ভুল না ধরে নিজে কিছু করো বাবু। আর 1 2 3 এর পাশাপাশি ক খ গ , A B C D এগুলোও শেখ। কাজে লাগবে।

Level 0

Vi apnar adsense ar report ar akta snap short post koren. Taile ar kau obissar korbe na.

বিভিন্ন সাইটে আপনার ব্যাক লিংক দিন যা পেজ র‍েংক এর জন্য গুরুত্ব পূর্ন।

যাদের সাইট বা ব্লগ আছে। তারা তাদের সব গুলা পেইজ এক এক করে সাবমিট করতেন পারেন। ভিজ়িটর বা গুগল পেইজ় র‌্যাঙ্ক বাড়ানোর জন্য এখানে সাবমিট করতেন পারেন। প্রথমে রেজিস্টেশন করতে হবে। রেজিস্টেশন একদম সহজ।
এখানে অন্য ইঊজার রা আপনার পেইজ এ ভোট দিতে পারবে।

রেজিস্টেশন করতে এখানে ক্লিক করুন http://www.aaigg.com/register
পেইজ সাবমিট করতে এখানে ক্লিক করুন http://www.aaigg.com/submit

Level 0

ভাই কেউ কি আমাকে বলবেন ব্যাক লিংক বিষয়টা কি ?

অন্য সাইটে আপনার সাইটের লিংক থাকাই আপনার সাইটের ব্যাক লিংক।

how I can earn a lot of money from my blogspot site and increase the visitor and get paid good money by those google ads? I want to know to you that can you give me some data sites or works that can give me a lot of money easily or any other links to make money quickly.can you tell me about the free calling software link where I can call and totally free all over the world??????????

shakil vai apnar tips gulu apnar blog diye e start korlam http://www.hojoborolo.co.nr

How great tips!!!

ধন্যবাদ শাকিল ভাই

Level 0

আমি Google Adsence পেতে চাই, যদি কেও আমাকে Help করেন আমি তাকে Pay করব। আমার সাথে যোগাযোগ করুন এই Number এ +8801831337108.

Level 0

খুব দারুন ইনফর্মেশন।

মাত্র ১ সপ্তাহে google adsense পেলাম । আমার সাইট তা একটু দেখে আসেন — > http://forexsignalusa.blogspot.com/

Level 0

ভাই আমার সাইট এ কি google adsence পাব?
আমার সাইট এর লিঙ্ক http://techsitebd24.blogspot.com/