আপনার ওয়েবসাইটেও লাগিয়ে নিন new year এর কাউন্টডাউন

প্রথমেই টেকটিউনস বাসিদের জানাই নতুন বছরের আগাম শুভেচ্ছা।

আর মাত্র ১৪-১৫ ঘন্টা। তার পরেই নতুন বছরের আগমন। সবাই চায় নতুন বছরে সবাইকে নতুনভাবে চমক দেখাতে। সবকিছুই আবার নতুন করে শুরু করতে চাইবে সবাই। যাইহোক মুলকথায় আশা যাক। আপনার সাইটে নববর্ষের কাউন্টডাউন বসাতে চাইলে দেখে নিন। প্রথমেই বলে নিই, এটা সকল প্লাটফর্মেই(ব্লগার, ওয়ার্ডপ্রেস, ওয়াপকা সহ ইত্যাদি ইত্যাদি) কাজ করবে। কারন এটা জাভাস্ক্রিপ্টের মাধ্যমে আমরা করবো। শুধু বসানো নিয়ম টাই আলাদা আলাদা। এখানে আমি শুধু ওয়ার্ডপ্রেস এর জন্য কিভাবে করবেন তা দেখাবো। বাকি প্লাটফর্মের ভাইয়েরা নিজ নিজ মগজ খরচ করে সাইটে বসিয়ে দিলেই কেল্লাপতে। :p

ডেমো : BloggerBD24.Com

একদম ছোট্র একটা কাজ। নিচের দেওয়া কোডটি কপি করে আপনার থিমের হেডার ফাইলের (header.php) একদম শেষে বসিয়ে দিন। হেডার ফাইলে বসানোর কারন একটু পরে বলছি।

কোড : এখানে

কোড এখানে দেওয়া হয়নি কারন এখানে কোড দিলে কোড ঠিক মত ফরমেট হয় না। ভেঙে যায়। তাই আমার ব্লগে দিলাম।
এই কাউন্টডাউন এর বিশেষত্ব হলো এটা, যখনই আপনার ব্যবহার কারির কম্পিউটারে বা মোবাইলে ১২ টা বাজবে সাথে সাথে তাকে নিউ ইয়ারের উইশ করবে। এখন যদি আপনি index.php ফাইলে বসান তাহলে যেসকল ইউজার সাইটের হোমপেজে থাকবে শুধু তারাই নিউ ইয়ারের উইশ দেখতে পাবে। তাই হেডার ফাইলে বসালে সবাই দেখতে পারবে।

আজ এই পর্যন্ত।

কোন সমস্যা হলে টিউমেন্ট করতে ভুলবেন না।

Level 0

আমি মোঃ ফরহাদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 17 টি টিউন ও 32 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস