কিভাবে ব্লগস্পট দিয়ে একটি ওয়েবসাইট খুলবেন। শুরু থেকে শেষ প্রজন্ত পর্ব ২

কেমন আছেন সবাই আমি তাজমুল। আগের টিউন টিতে ব্লগ কি এবং ব্লগ দিয়ে কিকি করতে পারেন বিস্তারিত বলেছি আজ...। চলুন এখন সিখা যাক কিভাবে ব্লগস্পট দিয়ে আপার ওয়েবসাইট বা ব্লগ তৈরি করবেন...।

ব্লগস্পট থেকে নতুন ব্লগ খলা একেবারে সহজ কাজ...। কিন্তু কথিন হলো ধরজ্জের সাথে ব্লগ পরিচালনা করা

প্রথম পদক্ষেপ হল : http://Www.Blogger.Com এ যান...। তার পর আপনার কাছে নিছের ছবির মত একটি পেজ আসবে

দ্বিতীয় স্টেপ : উপরের ছবির মত একটি পেজ আসবে আপনি ব্লগার ডটকম এ যাওয়ার পর...। যেহেতু আমার কয়েকটা ব্লগ খুলা আছে কিন্তু আপনার বেলায় থাকবে না... যদি না আপনি আলরেডি ব্লগ খুলে থাকে...।

New Blog এ ক্লিক করুন তার পর নিচের ছবি অনুসরন করুন

আশা করি বুঝে গেছেন... ইউর ব্লগ নাম এর জাইগাতে আপনার ব্লগ এর নাম দিন (যতটা সম্ভব একটা উনিক নাম বেভহার করেন।এবং আপনি যে বিষয়ের উপর লিখালিখি করবেন তার সাথে মিলিয়ে নাম দিন আপনার ওয়েবসাইট বা ব্লগ এর)
তার পরের লাইনটি তে আপনার ব্লগ এর এড্রেস দিন (ব্লগ এর এড্রেস ব্লগ এর নামের সাথে মিল রাখবেন)
তার পর Creat Blog এ ক্লিক করুন
শেষ আপার ব্লগ তৈরি,
আপনার ব্লগ এর ডেশবরড টা হবে নিচের ছবির মতন...। এই ডেসবরড থেকে ই আপনার ব্লগ এর সকল কাজ করতে পারবেন...। কিছু করার নাই করতে হবে :p
কি বুঝলেন ডেশবরড দেখে ? আপনাকে এখান থেকে ই আপনার ব্লগ এর সকল কাজ টিউন করা ব্লগ সাজানে, প্লাগিন ইনশটল,ইত্তাদি সব করতে হবে...।
আপনার ব্লগ ওপেন করতে আপনি যে এড্রেস টা দিয়েছেন সেই এড্রেস এ ঢুকে দেখুন অথবা ডেসবরড এর উপরে View Blog Clcik করুন আপনার ব্লগ বা ওয়েবসাইট দেখতে পাবেন (নিচের ছবিটার মত  আসবে)
ব্লগ বানানো তো শেষ তা হলে ? আপনার কাজ শেষ ? না আপনার কাজ কেবল শুরু ভাইজান...। এখন পালা আপনার ব্লগ কে মনের মত করে সাজানো...।
তার আগে পরিচিত হয়ে নিন ব্লগ এর খুঁটি নাটি সব বিষয়ের সাথে। কারন যদি আপনি নতুন ব্লগিং শুরু করে থাকেন তা হলে সব কিছু জেনে বুঝে তার ব্লগিং করলে সফল হতে পারবেন...।
যেমন নিচের ছবি টা দেখুন এটা হল একটা  সাজানো গোছানো ব্লগ আপনার ব্লগ টাকে এর চাইতে ভাল ভাবে সাঁজাতে হবে...।
এইটা আমার ব্লগ এর স্ক্রিনসুট . আপনার ও হবে এইরকম একটি ব্লগ ইংসাল্লহা ব্লগ এর সব কাজ, থিম ভেবহার,লগো বানানো, সাইডবার, সিও, গুগল এ আপনার শাইট ইন্ডেক্স থেকে শুরু করে ব্লগ এর শব বিসয় গুলা স্টেপ বাই স্টেপ শেখাব, শুধু আপনাদের সাথে চাই ইংসাল্লাহ পাব শবাইকে। হয়ত বুঝে গেছেন আজকের সমাপ্তি এখানেই
আমার পরবর্তী টিউন জলদি দিব সেখানে আপনার ব্লগ সাজানো নিয়ে লেখব। আশা করি সাথে ই থাকবেন
পরবরতি টিউন এর আপডেট পেতে ফেছবুকে জাজাবরব্লগ পেজ টিতে লাইক দিন সেখানে সকল আপডেট দিইয়ে দিব
ফেছবুক পেজ এর লিংক :http://www.facebook.com/jazaborblog
কোন প্রকারের ভুল হলে ক্ষমা করে দিবেন। সবাইকে একটা করে টিউমেন্ট এর অনুরুধ রইল
যে কুনো প্রশ্ন করতে পারেন ব্লগিং সম্পর্কে। টিউমেন্ট এর মাদ্ধমে
আগে আমার ব্লগ এ প্রকাশিত হয়েছিল লিংক ঃ এইখানে ক্লিক করুন

Level 1

আমি ব্লগার তাজমুল। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 27 টি টিউন ও 10 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 4 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 3 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস