ব্লগারের(ব্লগস্পট) জন্য আলাদা প্রোফাইল করবেন কিভাবে

সাধারনত ব্লগস্পট ব্লগের সাথে গুগল প্লাস এর প্রোফাইল সেট হয়ে যায়। এর কারনে যখন কোন ভিজিটর ব্লগে টিউমেন্ট করবে তখন আপনি রিপ্লে দিলে আপনার গুগল প্লাস এর পোফাইল দেখা যাবে। এটা অনেকেই চায় না। তার ব্লগের জন্য আলাদা প্রোফাইল হবে সেখানে তার ব্যক্তিগত তথ্য থাকবে না। সেখানে তার ব্লগের জন্য আলাদা প্রোফাইল
থাকবে। এটাই চায় সবাই(অধিকাংশই)।

গুগল তার ব্লগার ব্যবহারকারীর জন্য সব ধরনের সুবিধা দেয়ার
চেষ্টা করে। আমি দেখাব কিভাবে এটি করবেন।

কিভাবে আলাদা প্রোফাইল করবেনঃ

আলাদা প্রোফাইল সেট করার জন্য প্রথমে দেখতে
হবে ব্লগারে গুগল প্রোফাইল সেট করা কি না? সেট করা আছে
কিনা পরীক্ষা করার জন্য এখানে যান। এবার এখানে যদি You are using your
Google profile on Blogger
এই লেখা টি থাকে তাহলে
বুঝবেন গুগল প্লাস প্রোফাইল ব্লগে সেট করা আছে।

এবার ব্লগের ড্যাশবোর্ড এ যান ডান পাশের সেটিং
আইকনে ক্লিক করেন।

Revert to Blogger profile এ ক্লিক করুন। আলাদা একটা পেজ
আসবে।

Switch to a limited Blogger profile এ ক্লিক করুন।

Display Name এর জায়গায় নাম(আপনার) দিন। তারপর Continue to Blogger
এ ক্লিক করুন।
এবার আপনার ব্লগের জন্য আলাদা প্রোফাইল সেট হয়ে
গেল। এখন আপনার ব্লগার প্রোফাইল এডিট করার জন্য এখানে যান।

এবার Select blogs to display তে ক্লিক করুন।

এখান থেকে সিলেক্ট করুন কোন কোন ব্লগে এই
প্রোফাইল দেখা যাবে। তারপর Save Settings এ ক্লিক
করুন। তারপর Back to edit profile এ ক্লিক করুন এবার আপনার
নিজের মত করে সব এডিট করুন। সব এডিট করা হলে সেভ করুন।

ব্যস আপনার কাজ হয়ে গেছে। এখন থেকে এই
প্রোফাইল দেখা যাবে। আশা করি আপনার কাজে লাগবে। ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করুন।

সৌজন্যে : ব্লগার বিডি ২৪

আমার ব্লগে আমন্ত্রন রইলো। ভালো লাগলে রেজিস্ট্রেশন করে নিবেন।

Level 0

আমি মোঃ ফরহাদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 17 টি টিউন ও 32 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস