আসসালামু আলাইকুম
আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালোই আছি।
আপনি যদি ওয়ার্ডপ্রেস,জুমলা, দ্রুপালের কাজ শিখতে চান তাহলে প্রথমে ফ্রি হোস্টিং নিজে কাজ শুরু করুন।
উত্তরে আমি আনলিমিটেড ফ্রি হোস্টিং সাইটকে বলব।
কারণ আনলিমিটেড ফ্রি হোস্টিং সাইটে বেশি ভিজিটর আসলে সাইট ডাউন বা বন্ধ হয়ে যায় না। আজ থেকে প্রায় ৩/৪ মাস আগে আমি 000webhost থেকে ফ্রি হোস্টিং নিয়ে ওয়ার্ডপ্রেস সাইট খুলেছিলাম। আমি আমার সাইটে অনেক ভিজিটর এনেছিলাম। কিন্তু ১ সপ্তাহের মধ্য সাইটটি ক্লজ হয়ে যায়। পরে সাইটের লিংকে গেলে 000webhost এর একটি পাতায় নিয়ে যায় এবং দেখায় "cpu limit reached". আনলিমিটেড হোস্টিং এরও লিমিট আছে। তবে এর মধ্যে আপনি হয়ে যাবেন একজন ওয়ার্ডপ্রেস,জুমলা, দ্রুপালের মাস্টার, যদি আপনি কাজ শিখেন।
ভালো প্রশ্ন! ৯০% আনলিমিটেড ফ্রি হোস্টিং এ অ্যাড থাকে। যেমনঃ নাজুকা ডট নেট।
তবে আজ আমি যে আনলিমিটেড ফ্রি হোস্টিং সাইটের
সাথে পরিচয় করিয়ে দিব সেই সাইটে নো অ্যাড।
সাইট নামঃ WPHostBD
ফিচারঃ
★ Softaculous স্ক্রিপ্ট ইন্সটলার
★ ফুল ফ্রি সি প্যানেল
★ এসইও ডেভেলপমেন্ট টিপস For Your সাইট।
★ ফ্রি সাবডোমিন ১।
★ ডোমিন অ্যাডিং এবং ডোমিন পার্ক।
★ ফ্রি এফটিপি অ্যাকাউন্ট।
★ সাইট ব্যাকআপ সিস্টেম ইত্যাদি।
সবাই ভালো থাকুন সুস্থ থাকুন টেকটিউনস এর সাথে থাকুন।
বিদায়।
আমি হাবলু উসামা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 26 টি টিউন ও 65 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমি হাবলু উসামা। আমার সম্পর্কে বিস্তারিত জানতে হলে: এখানে ক্লিক করুন। ধন্যবাদ!
try korbo