বর্তমান সময়কে বলা হয় বিশ্বায়ন এর যুগ।
আমরা যেমন অন্যভাষার ওয়েবসাইট থেকে বিভিন্ন কিছু জানি তেমনি আমরা যারা প্রবাসে আছি তারাও আমাদের বিদেশি বন্ধুদের কাছে আমাদের দেশের মেধাবী ওয়েব ডিজাইনারদের ওয়েবসাইট তূলে ধরতে পারী।যদি আমদের ওয়েব বা ব্লগগুলোতে অনুবাদক থাকে যা অন্যভাষীদের আমাদের ভাষা বুজতে সাহায্য করবে।
গুগল অনুবাদককে আপনার সাইটে এড করতে নীচের HTML কোডটি কপি করে আপনার সাইটে পেস্ট করুন।
<div id="google_translate_element"></div><script>
function googleTranslateElementInit() {
new google.translate.TranslateElement({
pageLanguage: 'en'
}, 'google_translate_element');
}
</script><script src="//translate.google.com/translate_a/element.js?cb=googleTranslateElementInit"></script>
সবাইকে ধন্যবাদ ।
আমি অশ্রু। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 4 টি টিউন ও 8 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
খোদা যদি সব কিছু আগেই ঠিক করে রেখেছেন তাহলে এত আবেদনের কি অর্থ।
অসংখ্য ধন্যবাদ ।