আজ কাল অনেকেরই ইচ্ছে একজন ওয়েব ডেভলপার বা ওয়েব ডিজাইনার হওয়ার। বসে বসে ভাবলেতো আর ওয়েব ডেভলপার বা ওয়েব ডিজাইনার হওয়া যাবে না। কিছু জানতে হবে। আর এ জানার জন্য ধরকার পড়া লেখা। আপনার যদি প্রোগ্রামার হওয়ার ইচ্ছে হয় তাহলে প্রোগ্রামিং বই না পড়ে যদি অর্থনীতি বা ইতিহাসের বই নিয়ে পড়া লেখা শুরু করলে তো হবে না। আপনাকে প্রোগ্রামিং এর বই ই পড়তে হবে। আবার প্রোগ্রামিং জগতে ও আছে অনেক প্রোগ্রামিং ল্যঙ্গুয়েজ। আপনার ইচ্ছে অনুযায়ী ই আপনাকে আপনার ল্যঙ্গুয়েজ বেছে নিতে হবে।
আপনি যদি নিজেকে একজন দক্ষ ওয়েব প্রোগ্রামার হিসেবে দাখিল করতে চান তাহলে আপনি PHP বেছে নিতে পারেন। আর একবার যদি PHP ভাল করে বুঝে উঠতে পারেন তাহলে আপনাকে আর পায় কে?? তার উপর রয়েছে PHP দিয়ে সফটওয়ার তৈরি করার সুবিধা। আরো আছে… আপনি যদি একজন কন্টেস্ট প্রোগ্রামার হয়ে থাকেন তাহলে ও আপনি PHP কে বেছে নিতে পারেন।
আমি PHP শিখার জন্য যে সকল উপাদান ব্যবহার করি তাই আপনাদের সাথে শেয়ার করব।
প্রথমে একটি বই শেয়ার করি। এ বইটি সম্পর্কে বিভিন্ন ফোরামে ব্যবহার কারীদের ফীডব্যাক ভালই। তবে আপনি যদি ভাল ভাবে PHP শিখতে চান বইটার পেপার ভার্শন অথবা PHP নিয়ে লেখা অন্য কোন ভাল বই কিনে নিয়ে এসে পড়া শুরু করাই ভাল। কম্পিউটারে বসে বসে পড়ার ধৈর্য্য অনেক সময় থাকে না।
Book Name: Beginning Php and Mysql From Novice
to Professional
বইটি পড়লে বাড়তি হিসেবে আপনি MySQL ও শিখতে পারবেন।
ওয়েব ডিজাইন শেখার জন্য বাংলাতে রয়েছে সুন্দর একটি সাইট। আপনি এখনি গিয়ে দেখতে পারেন। এখানে PHP সহ অন্যান্য ওয়েব ডিজাইন সম্পর্কিত বিষয় গুলো ও শিখতে পারবেন। তার জন্য এখানে http://www.webcoachbd.com/ যান।
PHP শিখার জন্য PHP, MYSQL ও Apache ইন্সটল করা লাগে। ইনস্টল করে কনফিগার করা অনেক ভেজাল। সব কিছু ইন্ট্রিগেট অবাস্থায় ও আপনি ইন্সটল করতে পারেন। তার জন্য wamp ইন্সটল করতে পারেন। এখানে গিয়েhttp://www.wampserver.com/en/download.php ডাউনলোড করে ইন্সটল করে নিন। তার পর শিখতে থাকুন PHP। ধন্যবাদ সবাইকে।
WAMP ইন্সটল ও একটি PHP প্রোগ্রাম রান।
HAPPY PROGRSMMING!!!!!!!!!!
আমি নিজে পিএইচপি দিয়ে তৈরি একটি সাইট এ কাজ করি, http://www.shopingmol.com
আমি শান্ত খান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 25 টি টিউন ও 27 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।