সিপ্যানেল বাংলা ভিডিও টিউটোরিয়াল পার্ট-১ (সিপ্যানেল পরিচিতি ও বিভিন্ন টুলস এর ব্যবহার)

বন্ধুরা, আজ অনেকদিন পর আপনাদের জন্য টিউন করতেছি।
আশা করি সকলে ভাল আছেন। আজ আমি আপনাদের জন্য নিয়ে আসলাম সিপ্যানেল বাংলা ভিডিও টিউটোরিয়াল। এটা আমার প্রথম ভিডিও টিউটোরিয়াল, তাই অনেক ভুল ট্রুটি থাকতে পারে। আশা করি আপনারা ক্ষমা সুন্দর দৃস্টিতে দেখবেন।

হোস্টিং ব্যাবসা করার সুবাদে আমাকে প্রতিনিয়ত সিপ্যানেল এর বিভিন্ন ইস্যু নিয়ে ক্লায়েন্টদের প্রশ্নের সম্মুক্ষিন হতে হয়। বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় এগুলোর সমাধান অনেক সিম্পল বাট তাদের অজ্ঞতার কারনেই এগুলো নিয়ে ঝামেলায় পরেছেন। আপনি যদি সিপ্যানেল নিয়ে মুটামুটি একটা ভাল আইডিয়া রাখতে পারেন তবে এসব ঝামেলা আপনি এড়িয়ে যেতে পারবেন সহজেই। আমি চেস্টা করব ঐসব জিনিসগুলো সব চেয়ে আগে তুলে আনতে যেগুলো নিয়ে আমাদের সব সময় কাজ করতে হয় এবং অনেক সময় ঝামেলায় পরতে হয়। যেমন অনেক ক্ষেত্রেই দেখা যায় অনেকে সাইট ডিলিট করতে গিয়ে সিপ্যানেল এর অনেক কোর ফাইল ডিলিট করে ফেলেন, পরবর্তিতে সিপ্যানেল এর অনেক ফাংশন আর কাজ করে না। আবার কেউ চাচ্ছেন পুরো সাইট ব্যাকআপ রাখতে, কিন্তু কিভাবে ব্যাকআপ করতে হয় এসব না জানার কারনে অনেকেই এইটা করতে পারেন না। আমি চেস্টা করব আমার টিউটোরিয়ালে সব খুটিনাটি বিষয়গুলো নিয়ে পুখক্ষানুপুক্ষভাবে আলোচনা করতে।
মাঝে মাঝে আমি উল্ল্যোখ করব এখানে গ্রকগন কি ধরনের ঝামেলায় পরেন এবং সমাধান কি। এতে করে আপনারা সচেতন থাকবেন এবং এসব ঝামেলা এড়িয়ে চলতে পারবেন। তাহলে চলুন ভিডিও টিউটোরিয়ালটি দেখা যাক...

আপনাদের যেকোন প্রকার প্রশ্ন, টিউমেন্ট টিউমেন্টে জানাতে পারেন।
আমাদের ভিডিও এর নিয়মিত আপডেট পেতে সাবস্ক্রাইব করতে পারেন আমাদের ইউটিউব চ্যানেলে
আমাদের অফিসিয়াল ফেসবুক গ্রুপ
ফেসবুকে আমাকে পাবেন।

Level 0

আমি রাজিব আহসান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 28 টি টিউন ও 258 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

বগুড়ার একমাত্র বানান ভূল সর্বস্ব লেখক


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

প্লিজ রাজিব ভাই হেল্প মি। cpanel password ভুলে গেছি কি করা যাবে ???

    আপনার ক্লায়েন্ট এরিয়া থেকে সিপ্যানেল এর পাসওয়ার্ড রিসেট করে নিতে পারেন।
    http://support.cyberdeveloperbd.com/how-to-change-your-cpanel-password-from-client-area/
    এই টিউটোরিয়ালটা ফলো করেন। যদিও আমি জানি না আপনি যে হোস্টিং কোম্পানী থেকে হোস্টিং নিয়েছেন সেইটা আর আমাদেরটা সেম কিনা। যদি একই রকম হয় তবে আমার এই টিউটোরিয়াল ফলো করে করতে পারবেন।
    অন্যথায় হোস্টিং কোম্পানীর সাথে কন্টাক্ট করেন। তারা আপনার পাসওয়ার্ড রিসেট করে আপনাকে পাঠিয়ে দেবে।

ধন্যবাদ ভাই। চেষ্টা করে দেখি কি হয়।

কোন কিছু Upload করলে এই রকম দেখায় । Folder permission change করেও কোন লাভ হয়নি । Please help ma bro.

Downloading install package from https://downloads.wordpress.org/plugin/bbpress.2.5.8.zip…

Download failed. Could not open handle for fopen() to /tmp/bbpress.2.5.8.tmp

    ক্লিয়ার হইলাম না, কি রকম দেখায়? কোথায় আপলোড করার চেস্টা করতেছেন?

রাজিব ভাই। WordPress থেকে কোন কিছু Upload করা যায় না । উপরের লেখা গুলার মত দেখায় । কি করি??

    কোথায় থেকে কি আপলোডের চেস্টা করতেছেন? জিপ ফাইল? নাকি প্লাগইন আপলোড করতে চাচ্ছেন?

একটা স্ক্রিনশট দিতে পারেন আমাকে ক্লিয়ারলী বোঝার জন্য