টিউনার ভাইরা কেমন আছেন সবাই? ওয়ার্ডপ্রেস নিয়ে ধারাবাহিক টিউটোরিয়ালে আপনাদের স্বাগতম। গত পর্বে আলোচনা করেছিলাম ওয়ার্ডপ্রেসের ওয়েব সাইটে কন্টেন্ট পাবলিস করা নিয়ে। আজকের আলোচনার বিষয় ওয়ার্ডপ্রেস থিম এবং প্লাগিংস ইন্সটল করার পদ্ধতি নিয়ে। পুর্বের টিউন গুলি যারা দেখেন নি তারা একটু দেখবেন..
একটু মনযোগ সহকারে টিউটোরিয়াল গুলি দেখবেন।
তো চলুন কাজের কথায় অসি।ওয়ার্ডপ্রেস হচ্ছে বর্তমানে সর্বাধিক জনপ্রিয় এবং শক্তিশালী ওপেন সোর্স কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম (CMS)।ওয়ার্ডপ্রেস দ্বারা যেকোন ধরনের প্রোফেশনাল মানের ওয়েবসাইট তৈরি করা সম্ভব। আপনিও হতে পারেন ভাল ওয়ার্ডপ্রেস ডেভেলপার। আপনি ভাল ওয়ার্ডপ্রেস ডেভেলপার হতে পারলে অনলাইন মার্কেট প্লেস গুলোতে কাজ করে ভাল উর্পাজন করতে পারবেন।
এটি বাংলা ওয়ার্ডপ্রেস ভিডিও টিউটোরিয়ালের চতুর্থ পর্ব। এই ভিডিওতে দেখানো হয়েছে কিভাবে ওয়ার্ডপ্রেসের ওয়েব সাইটে থিম ইন্সটল করা যায়। যারা জানেন তাদের জন্য এটি না। আর যারা জানেন না আশা করী তাদের জন্য কাজে আসবে.. তবে পরবর্তি টিউটোরিয়াল গুলি সবার জন্য কাজে আসবে আশা করী।
এ ধরনের টিউটোরিয়াল লিখে কিংবা স্ক্রীন শট দিয়ে বুঝানো সম্ভব না কাজেই ভিডিও টিউটরিয়াল বানালাম। সব পর্বেই আমি এই একই কথা লিখি!
ভিডিও দেখার পর যদি বুঝতে সমস্যা হয় তাহলে ইউটিউবে ভিডিও টার নিচে টিউমেন্ট করবেন। আর যদি ভালো লাগে তবে আমার ইউটিউব চ্যানেলে Subscribe করবেন প্লীজ। Subscribe করতে..
এই লিংকে যাবেন.. (Bangla Tutorial ইউটিউব চ্যানেলে)
এখন দেখুন ডানপাশে হেডারের নিচে লাল ব্যাকগ্রাউন্ডে Subscribe অপশন দেখতে পাবেন..
টিকদিয়ে Subscribe করতে পারবেন.. Subscribe করলে পরবর্তি টিউটোরিয়াল গুলি আপনার গুগুল একাউন্টে পৌছে যাবে। তবে Subscribe করতে হলে অবশ্যই আপনার গুগুল একাউন্টে লগইন করতে হবে।
পুর্বের টিউন এখানে..
আমি ওয়েবস্ বিডি ডটনেট। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 43 টি টিউন ও 34 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
tx….