অনেক মাস পর প্রিয় Techtunes এ লিখতে বসলাম। আজ ওয়েবসাইট এর জন্য ক্লাউড হোস্টিং কেন ভাল টা আলোচনা করার চেষ্টা করেছি এই টিউন এ। ক্লাউড হোস্টিং এখন কার দিনের সর্বাধুনিক প্রজুক্তি।
সাইট এর আপটাইমঃ গত পহেলা সেপ্টেম্বর ২০১৫ ব্র্যানোর বর্ষপূর্তি উপলক্ষে “হ্যাপি সেল ডে” র ঘোষণা দেয়া হয় দুই সপ্তাহ আগে। তারা আগেই নিখুঁত পরিকল্পনা করে রেখেছিলো। তাঁর মধ্যে উল্লেখযোগ্য একটি প্রস্তুতি সম্পর্কে তাদের অপারেশন হেড সাগর দে বলেন – ” ব্র্যানো সবসময় ১৬টি প্রসেসরযুক্ত ৩২জিবি র্যাম সম্পন্ন সার্ভার ব্যবহার করে। কিন্তু “হ্যাপি সেল ডে” উপলক্ষে বাড়তি সাবধানতা হিসাবে সার্ভার মেমোরি দ্বিগুণ করা হয় এবং সার্ভারকে ২৪X৭ ঘণ্টা নজরদারিতে রাখা ছিলো যাতে করে কোন রকমের হ্যাকিং অথবা সার্ভার ডাউনটাইমের শিকার না হয়। ব্রানো.কম এ রয়েছে দক্ষ সার্ভার নিয়ন্ত্রক। সাইট এর আপটাইম ঠিক রাখতে প্রয়োজনে সার্ভার মেমোরি বারাতে হয়। নাহলে সাইট ডাউন হয়ে যাবে যাতে ভিজিটর আপনার সাইট এ ঢুকতে পারবেনা।
সাইট লোডিং টাইমঃ লোডিং,,,,লোডিং,,,,লোডিং, এভাবে সাইট রেসপনস করলে ভিসিটর থাকতে চাইবে না। বিশ্ব খ্যাত ই-কমার্স আমাজন এর সাইট যদি লোড হতে ১ সেকেন্ড লেট হয় এতে বছরে কয়েক কোটি টাকা ক্ষতি হয় আমাজনের।(সুত্র:ইন্টারনেট)
লিমিটেড রিসোর্স এর কারণে সাইট বন্ধঃ সাধারণত হোস্টিং এর ব্যান্ডউইথ, র্যাম, সি পি ইউ বাবহারে লিমিট থাকে। লিমিট পর্যন্ত পৌঁছে গেলে সাইট বন্ধ হয়ে যায়। ধরুন আমি আজ বসুন্ধারা মার্কেট আজ খলা থাকার কথা কিন্তু গিয়ে দেখলাম বন্ধ আছে। তাহলে পরের বার কষ্ট করে আর ঐ মার্কেটে যেতে ইচ্ছা করবেনা। তেমনি আপনার সাইট বন্ধ থাকলে প্রচুর ভিজিটর এভাবেই হারাবেন।
ব্যাকআপ পলিসিঃ সাইট এর ব্যাকআপ কতটা গুরত্তপূর্ণ টা সবাই জানেন। আপনার সাইট এ কোন সমস্যা হলে যদি ব্যাকআপ না থাকে তাহলে সব কাজ ই শেষ।
সার্ভার আপটাইমঃ অনেকেই মনে করেন অতিরিক্ত সার্ভার এর বাবস্থা করা বা ডেডিকেটেড হোস্টিং ব্যবহার করাই সাইট সব সময় সচল রাখে আসলে ব্যাপারটা অনেকটা এরকম হলেও কম খরচে আরও সহজেই সাইট এর আপটাইম ঠিক রাখা যায়। এখানে আপনাকে সাহায্য করবে ক্লাউড হোস্টিং। ক্লাউড টেকনোলজি ব্যবহারের মাধ্যমে আপনার সাইট একটি সার্ভারে সীমাবদ্ধ থাকেনা পৃথক পৃথক সার্ভারে সাইট সংরক্ষিত হয়। র্যাম, সি পি ইউ ইউজ ইত্যাদির লিমিট শেষ হয়ে গেলে স্বয়ংক্রিয় ভাবে অতিরিক্ত র্যাম, ব্যান্ডউইথ যুক্ত হবে সুতরাং ঠিক যত টুকু প্রয়োজন ততটুকের ই বিল দিতে হবে অতিরিক্ত বিল প্রদান করতে হবেনা। আর যেহুতু সম্পূর্ণ প্রসেস অটোমেটিক তাই সার্ভার ম্যানেজ করতে বা মনিটরিং করতে কাউকে রাখতে হবেনা। সুতরাং স্বল্প খরচেই সার্ভার আপটাইম ঠিক রাখতে পারবেন।
সাইট লোডিং টাইম কিভাবে কমাবেনঃ প্রথমেই সাইট লোডিং টাইম নির্ভর করে ভাল হোস্টিং এর উপর। তাই বুঝে শুনে হোস্টিং নির্বাচন করুন। তাছারা অতিরিক্ত জাভাস্ক্রিপ্ট এর ব্যবহার কমাতে হবে সাইট যতটা সম্ভব লাইট রাখা ভাল। সাইট এর স্ট্যাটিক কন্টেন্ট পৃথক সার্ভার থেকে লোড করালে স্পিড অনেক বেশি পাওয়া যায়। ই- ক্যাব রেজিস্টার্ড হোস্টিং কোম্পানিও এরুপ সেবা প্রদান করে। এছাড়াও CDN সার্ভিস ব্যবহার করতে পারেন।
লিমিটেড রিসোর্স এর কারনে সাইট বন্ধ হওয়াঃ এখানেও আপনাকে সাহায্য করবে ক্লাউড হোস্টিং কারণ প্রয়োজনে অটোমেটিক রিসোর্স যুক্ত হতে থাকবে। তাই আপনি থাকবেন চিন্তামুক্ত।
ব্যাকআপ সিস্টেমঃ ক্লাউড ব্যাকআপ সিস্টেম এ আপনার ব্যাকআপ ফাইল একটি পৃথক সার্ভার এ রাখা হয় এবং পিসিতে যদি আপনি সফটওয়্যার ইন্সটল করে রাখেন তাহলে আপনার ব্যাকআপ ফাইল আপনার পিসিতে স্বয়ংক্রিয় ভাবে ডাউনলোড হয়ে যাবে।
এছারাও স্পিড ভাল পাবেন আমদের TechTunes এর নিয়মিত লেখক ব্লগার মারুফ ভাইও Cloud Hosting ব্যবহার করেন তাঁর সাইট এর লোড টাইম ০.৪ সেকেন্ড মাত্র।
ওয়েবহোস্টিং সম্পর্কে সাহায্য বা আলোচনা করার জন্য আমার সাথে ফেসবুক এ যোগাযোগ করতে পারেন। ফেসবুক এ আমিঃ Zaied Sifat
আমি জায়েদ সিফাত। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 18 টি টিউন ও 45 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
জানতে ও জানাতে আগ্রহী
give us some trusted hosting sites and their cost plan. Thank you.