হয়ে উঠুন ওয়ার্ডপ্রেস ডেভেলপার (দ্বিতীয় পর্ব)

টিউনার ভাইরা সবাইকে স্বাগতম..
এটি আমার দ্বিতীয় টিউন,পুর্বের টিউন টি যারা দেখেন নি তারা একটু দেখবেন..
আমি মূলত ওয়েব ডিজাইন, সি এম এস ও ভিডিও এডিটিং নিয়ে কাজ করী। এখন থেকে আমি সব কিছু আপনাদের সাথে সেয়ার করব। এবং ভিডিও টিউটোরিয়াল বানিয়ে তা পাবলিস করবো।একটু মনযোগ সহকারে টিউটোরিয়াল গুলি দেখবেন।

তো চলুন কাজের কথায় অসি।ওয়ার্ডপ্রেস হচ্ছে বর্তমানে সর্বাধিক জনপ্রিয় এবং শক্তিশালী ওপেন সোর্স কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম (CMS)।ওয়ার্ডপ্রেস দ্বারা যেকোন ধরনের প্রোফেশনাল মানের ওয়েবসাইট তৈরি করা সম্ভব। আপনিও হতে পারেন ভাল ওয়ার্ডপ্রেস ডেভেলপার। হতে পরলে আর পেছনে ফিরে তাকাতে হবেনা.. আপনি ভাল ওয়ার্ডপ্রেস ডেভেলপার হতে পারলে অনলাইন মার্কেট প্লেস গুলোতে কাজ করে ভাল উর্পাজন করতে পারবেন।

এটি বাংলা ওয়ার্ডপ্রেস ভিডিও টিউটোরিয়ালের দ্বিতীয় পর্ব। এই ভিডিওতে দেখানো হয়েছে কিভাবে ওয়েব সার্ভারে ওয়ার্ডপ্রেস ইনস্টল করা যায়। যারা জানেন তাদের জন্য এটি না। আর যারা জানেন না আশা করী তাদের জন্য কাজে আসবে.. তবে পরবর্তি টিউটোরিয়াল গুলি সবার জন্য কাজে আসবে আশা করী।

এ ধরনের টিউটোরিয়াল লিখে কিংবা স্ক্রীন শট দিয়ে বুঝানো সম্ভব না কাজেই ভিডিও টিউটরিয়াল বানালাম।

ভিডিও দেখার পর যদি বুঝতে সমস্যা হয় তাহলে ইউটিউবে ভিডিও টার নিচে টিউমেন্ট করবেন। আর যদি ভালো লাগে তবে আমার ইউটিউব চ্যানেলে Subscribe করবেন প্লীজ।

(পুর্বের টিউন এখানে)

ওয়ার্ডপ্রেস ডাউনলোড: http://www.wordpress.org/download থেকে ডাউনলোড করতে পারবেন।

Level 2

আমি ওয়েবস্ বিডি ডটনেট। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 43 টি টিউন ও 34 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

আচ্ছা ভাইয়া একটু হেল্প করুন প্লিজ। আমি বাংলাদেশি ডোমেইন প্রভাইডারের কাছ থেকে একটা ডোমেইন কিনেছি। এখন আমাকে তাদের সাইট থেকে আমার ডোমেইন কন্ট্রোল করতে হচ্ছে ( Nameserver, epp code) দেখতে পারছি , পরিবর্তনও করতে পারতেছি। এখানে Cpanel কোনটা ? Cpanel টা ঠিকমতো বুঝতেছিনা। আর ফ্রী নেট অর টেকনোলজি বিষয়ক সাইট এর জন্য কত এমবি Hosting লাগবে।

    আপনি শুধু ডোমেইন কিনলে Cpanel পাওয়ার কথা না। কারণ Hosting এর সাথেই Cpanel অথবা ওয়েব সাইট কন্ট্রল প্যানেল থাকে। আসলে আপনার সাইটের পাঠক কত বা আপনার টার্গেট কেমন সেটার উপর নির্ভর করবে আপনি কতটুকু যায়গা নেবেন এবং ব্যন্ডউইথ কতটুকু নেবেন…

Level 0

Thanks I am waiting next Tutorial, amar kub kazee diasee ai 2 tutorial.

Level 0

How can I Subscribe your you tube?

    https://www.youtube.com/channel/UCrzQYiV-eEMdrPe_2F7bSVA
    এই লিংকে যাবেন..
    এখন দেখুন ডানপাশে হেডারের নিচে লাল ব্যাকগ্রাউন্ডে Subscribe অপশন দেখতে পাবেন..
    টিকদিয়ে Subscribe করতে পারবেন..
    তবে Subscribe করতে হলে অবশ্যই আপনার গুগুল একাউন্টে লগইন করতে হবে।

vi, apni ki advance wordpress tutorial sikhaben, sikhale khub valo hoy