আসসালামুয়ালাইকুম। সবাই কেমন আছেন? ভালো তো? ভালো না থাকলেও এই টিউনটি দেখার পরে ভালো হয়ে যাবে।
আমাদের সবারই বর্তমানে ব্লগ বা ওয়েবসাইট আছে। আমরা সবাই চাই, আমাদের ওয়েবসাইটটিতে প্রচুর পরিমানে ভিসিটর আসুক। কারন ভিসিটর হলো একটা ওয়েবসাইটের প্রান।
ভিসিটর আনার জন্য আমরা অনেক কিছু করি কিন্তু আশানুরুপ ফল পাইনা। আজ আমি দেখাবো কিভাবে আপনি প্রতিদিন অনেক ভিসিটর নিয়ে আনবেন।
এটা আমরা ট্রাফিক এক্সচেঞ্জ এর মাধ্যমে করবো।
প্রথমে এখানে গিয়ে রেজিস্ট্রেশন করে নিন। এবার আপনার ইমেইল ভেরিফাই করতে হবে। ইমেইলে ডুকে দেখুন একটা মেসেজ এসেছে। সেটাতে ডুকে আপনার আইডি ভেরিফাই করে নিন। এবার লগিন করুন।
এখন উপরে মেনুবারে দেখুন লেখা আছে "Traffic exchange" এটাতে ক্লিক করুন। এবার তিনটা অপশন দেখবেন। ৩ নং এ ডুকে আপনার ওয়েবসাইট(যেখানে ভিসিটর নিতে চান) এড করে নিন।
এবার ব্যাক দিয়ে ১ নং এ দেখুন লেখা আছে "Auto Traffic exchange" ২ নং এ দেখুন লেখা আছে "Manual Traffic exchange" যেকোন একটাতে ক্লিক করুন। আমার মতে ম্যানুয়ালে ক্লিক করলে ভালো হবে। কারন অটোতে আপনি প্রত্যেকটি ওয়েবসাইট ভিসিট করলে পাবেন ৪ কয়েন আর ম্যানুয়াল এ পাবেন ১৮ কয়েন। ম্যানুয়েলে ক্লিক করার পর ৬ টা ঘর দেখবেন। প্রত্যেকটিতে ক্লিক করে আপনি পাবেন ১৮ কয়েন করে। এভাবে কয়েন জমাতে থাকুন আর ঐদিকে আপনার ওয়েবসাইটের ভিসিটর বাড়তে থাকবে। এছাড়া আপনি রেফারেলের মাধ্যমেও কয়েন বাড়াতে পারেন। আবার ৫০ টি সাইট ভিসিট করার পর পাবেন ১০০ কয়েন বোনাস। আপনার কয়েন যত বেশি হবে আপনার ওয়েবসাইটের ভিসিটর তত বাড়তে থাকবে। তো আজ এই পর্যন্ত। টিউনটি কেমন লাগলো টিউমেন্ট করে জানাবেন।
সময় পেলে আমার সাইটে ঘুরে আসবেনঃ Ft Web BD
আমি ফরহাদ ভাই। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 3 টি টিউন ও 18 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমি মোঃ ফরহাদ। বাড়িঃ মাইজদী, নোয়াখালী।
ভাই ভূল করেও এই পদ্ধতি প্রয়োগ করতে যাবেন না, সাময়িকভাবে উপকৃত হয়তো হবেন,কিন্তু দীর্ঘ মেয়াদে এর ফল খুবই খারাপ হবে। আপনার সাইট এর বাউন্সরেট অনেক বেড়ে যাবে, আর বাউন্সরেট অনেক বেশি বেড়ে গেলে কি হতে পারে জানা আছে নিশ্চয়। এমনকি আপনার সাধের সাইটটি গুগল মামা ব্লাক লিস্টেড ও করে দিতে পারে। বিস্তারিত জানতে এই টিউনটি পড়তে পারেন।
https://www.techtunes.io/adsense/tune-id/347971