টিউনার ভাইরা সবাইকে স্বাগত..
এটি আমার প্রথম টিউন,এতোদিন শুধু আপনাদের লেখা পড়তাম।
এখন থেকে আমি সব কিছু আপনাদের সাথে সেয়ার করব এবং লিখবো..
আমি মূলত ওয়েব ডিজাইন, সি এম এস ও ভিডিও এডিটিং নিয়ে কাজ করী। তো এখন থেকে আপনাদের কাছ থেকে জানার পাশাপাশি নিজেও লিখবো সময় করে। আর ভিডিও টিউটোরিয়াল তৈরী করে তা পাবলিস ও করবো।
সবাই ভালো থাকবেন ও আমার জন্য দোয়া করবেন..
বক বক না করে চলুন কাজের কথায় অসি।ওয়ার্ডপ্রেস হচ্ছে বর্তমানে সর্বাধিক জনপ্রিয় এবং শক্তিশালী ওপেন সোর্স কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম (CMS)।ওয়ার্ডপ্রেস দ্বারা যেকোন ধরনের প্রোফেশনাল মানের ওয়েবসাইট তৈরি করা সম্ভব। আপনি ভাল ওয়ার্ডপ্রেস ডেভেলপার হতে পরলে আপনাকে আটকায় কে? আর পেছনে ফিরে তাকাতে হবেনা..
এটি বাংলা ওয়ার্ডপ্রেস ভিডিও টিউটোরিয়ালের প্রথম পর্ব। এই ভিডিওতে দেখানো হয়েছে কিভাবে লোকাল কম্পিউটারে ওয়ার্ডপ্রেস ইনস্টল করা যায়। যারা ওয়ার্ডপ্রেস জানেন তাদের জন্য এটি না। আর যারা নতুন আশা করী তাদের জন্য কাজে আসবে..তবে পরবর্তি টিউটোরিয়াল গুলি সবার জন্য কাজে আসবে আশা করী।
এ ধরনের টিউটোরিয়াল লিখে কিংবা স্ক্রীন শট দিয়ে বুঝানো সম্ভব না বলে ভিডিও টিউটরিয়াল বানালাম।
ভিডিও দেখার পর যদি বুঝতে সমস্যা হয় তাহলে ইউটিউবে ভিডিও টার নিচে টিউমেন্ট করবেন। আর যদি ভালো লাগে তবে আমার ইউটিউব চ্যানেলে Subscribe করবেন প্লীজ।
ওয়ার্ডপ্রেস ডাউনলোড: http://www.wordpress.org/download থেকে ডাউনলোড করতে পারবেন।
ওয়াম ডাউনলোড: http://www.wampserver.com/en/ থেকে ডাউনলোড করতে পারবেন।
আমি ওয়েবস্ বিডি ডটনেট। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 43 টি টিউন ও 34 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
chain tune korle vahlo hobe vai?