ওয়ার্ডপ্রেসের ডিফল্ট ডাটাবেজ টেবিল প্রিফিক্স রিনেম করবেন যেভাবে!

ওয়ার্ডপ্রেস ডাটাবেজ টেবিল প্রিফিক্স হচ্ছে এমন একটি ব্যাপার, যা দ্বারা আপনি একটি ডাটাবেজের অধিনে একের অধিক ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ইন্সটল করে রান করাতে পারবেন। কারণ প্রতিটি ইন্সটলেশনে আমরা আমাদের সাইটের জন্য টেবিল প্রিফিক্স যুক্ত করার অপশন পাই। কিন্তু, ডিফল্ট প্রিফিক্স কখনই আপনার সাইটের জন্য ভাল ফল বয়ে আনবে না। যেকোনো সময় আমাদের ওয়েবসাইট হ্যাক হবার সম্ভাবনা থেকে যায়। অনেকেই এই ব্যাপারটি কেয়ার করেন না কিংবা অলসতা করে ফেলে রাখেন। ব্যাপারটি যদিও রিস্কি কিন্তু, যখন আপনি সার্ভার পরিবর্তন করতে চাইবেন, একটি মাত্র ডাটাবেজ ট্র্যান্সফার করলেই আপনার সব সাইটের ডাটা ট্র্যান্সফার করা সম্ভব হবে। একই সাথে শুধু রিনেম করলেই কাজ শেষ না ডিফল্ট প্রিফিক্স আপনার এক্সিস্টিং টেবিলগুলো থেকে মুছে ফেলতে হবে। এই ভিডিও টিউটোরিয়ালে দেখানো হয়েছে কিভাবে আপনি টেবিল প্রিফিক্স রিনেম করে আপনার সাইটের সিকিউরিটি বাড়াবেন।

ওয়ার্ডপ্রেস‬ ডাটাবেজ টেবিল প্রিফিক্স নিয়ে আমার পার্সোনাল সাইটের ব্লগে একটি টিউন লিখেছিলাম। লিঙ্ক - http://www.aishaon.com/how-to-rename-wordpress-default-database-table-prefix/ যদি টিউনে কেউই টিউমেন্ট করে নাই, তবে ফেসবুক কয়েকজন ধন্যবাদ জ্ঞাপন করেছেন এবং অনুরোধ করেছেন যাতে প্রাক্টিক্যালি ব্যাপারটি ভিডিও টিউটোরিয়াল করে দেখাই। তাদের অনুরোধ রাখতেই আজকে সেই টেক্সট বেজড টিউটোরিয়ালের ভিডিও রেকর্ডিং করলাম। স্টেপ বাই স্টেপ দেখানো হয়েছে কিভাবে পুরো কাজটি সম্পন্ন করবেন। 🙂

আশা করি আপনাদের কাজে লাগবে!

আমাদের তৈরি ভিডিও অন্যান্য ভিডিও টিউটোরিয়ালগুলো পেতে চাইলে আমাদের নেটওয়ার্কে আপডেট থাকুন!

ফেসবুক পেজফেসবুক গ্রুপইউটিউব প্রোফাইল

ধন্যযোগ! 🙂

Level 2

আমি আরিফুল ইসলাম শাওন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 44 টি টিউন ও 1073 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

হ্যালো টেকটিউনার্স!! :) আমি আরিফুল ইসলাম শাওন, ডাক নাম "শাওন" এই বেশি পরিচিত। বিভাগীয় শহর রংপুরেই থাকি। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে এ্যাকাউন্টিং-এ গ্রাজুয়েশন করেছি। পেশায়আছি গত ৬ বছর থেকে। নিজের ফ্রীলান্স ওয়েব ডেভেলপমেন্ট এবং ট্রেইনিং ইন্সটিটিউট রংপুরসোর্স এর প্রতিষ্ঠাতা, সিইও এবং লিড ডেভেলপারের দায়িত্বে আছি। ব্লগিং করছি আমার অফিশিয়াল ব্লগ বাংলা...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস