যেভাবে অ্যাপাচি rewrite_module রিরাইট করবেন!

আমরা যারা ওয়েবসাইট ডেভেলপমেন্ট করি তারা অনেকেই জানি rewrite_module কি এবং কিভাবে কাজ করে। কিন্তু যারা জানে না তাদের বলছি, অ্যাপাচি rewrite_module হচ্ছে এমন একটি module/extension, যা আপনাকে রিমোট সার্ভারেতো অবশ্যই এবং একই সাথে লোকাল হোস্টে সার্ভারসাইড ল্যাংগুয়েজ (যেমনঃ পিএইচপি) ভিত্তিক ওয়েবসাইট বা প্রোজেক্টের জন্য এসইও এবং ইউজার ফ্রেন্ডলি URL (Uniform Resource Locator) বা ওয়েবসাইট অ্যাড্রেস/লিঙ্ক প্রদান করে। একটি উদাহরণ দিয়ে আপনাদের ব্যাপারটি খোলাসা করি -

ধরুন, আপনি লোকাল হোস্টে ওয়ার্ডপ্রেস ইন্সটল দিয়েছেন। ওয়ার্ডপ্রেসের ডিফল্ট সেটিংস অনুযায়ী ইউআরএল পাবেন এমনটি http://localhost/yourwpdir/?p=1. P=1 হচ্ছে আপনার ওয়ার্ডপ্রেসের Sample Page এর ডিফল্ট পেজ ইউআরএল। এটি কিন্তু দেখতে মোটেও ফ্রেন্ডলি না এবং যারা ওয়ার্ডপ্রেস ইউজ করেনি তারাও বুঝবে না এটি দিয়ে কোন পেজকে বুঝানো হয়েছে, যতক্ষন না সে অই পেজ ভিজিট। কিন্তু পেজ ইউআরএলটি যদি http://localhost/yourwpdir/sample-page এমনটি হত?

ব্যাপার হচ্ছে রিমোট সার্ভারে এটি স্বয়ংক্রিয়ভাবে অ্যানাবল থাকলেও লোকাল সার্ভার / লোকাল হোস্ট ডেভেলপমেন্ট অ্যাভারমেন্টে এটি অ্যানাবল বা চালু থাকে না। অনেক জানেন এটি কিভাবে কাজ করে এবং কেমন করে আপনার লোকাল হোস্ট সার্ভারে এনাবল/রিরাইট করা যায়। সবার সুবিধার্থে আমি এই ভিডিওতে দেখিয়েছি কিভাবে মডিউলটি নিয়ে কাজ করবেন এবং আপনার লোকালহোস্ট সার্ভারের জন্য একটি সুন্দর ইউআরএল পাবেন।

আশা করি আপনাদের কাজে লাগবে!

আমাদের তৈরি অন্যান্য ভিডিও টিউটোরিয়ালগুলো পেতে চাইলে আমাদের নেটওয়ার্কে আপডেট থাকুন!

ফেসবুক পেজফেসবুক গ্রুপইউটিউব প্রোফাইল

ধন্যযোগ! 🙂

Level 2

আমি আরিফুল ইসলাম শাওন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 44 টি টিউন ও 1073 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

হ্যালো টেকটিউনার্স!! :) আমি আরিফুল ইসলাম শাওন, ডাক নাম "শাওন" এই বেশি পরিচিত। বিভাগীয় শহর রংপুরেই থাকি। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে এ্যাকাউন্টিং-এ গ্রাজুয়েশন করেছি। পেশায়আছি গত ৬ বছর থেকে। নিজের ফ্রীলান্স ওয়েব ডেভেলপমেন্ট এবং ট্রেইনিং ইন্সটিটিউট রংপুরসোর্স এর প্রতিষ্ঠাতা, সিইও এবং লিড ডেভেলপারের দায়িত্বে আছি। ব্লগিং করছি আমার অফিশিয়াল ব্লগ বাংলা...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস