নতুন থীমস্ আপলোড করতে যা লাগবে:
* প্রথমে ফাইলজিলা অপেন করুন , সার্ভার আইডি পাস দিয়ে লগিন করুন ,
Htdocs/wp-content/themes ফোল্ডারে আপনার পছন্দের থীমস্ টি আপলোড করুন
* আপনার ব্লগের ড্যাসবোর্ড(ড্যাসবোর্ড url: http://example.com/wp-admin অখবা http://example.com/wp-login.php) এ লগিন করুন ,
বাম দিকে দেখুন সাজসজ্জা(Appearance) নামে একটি মেনু আছে , সেখানে ক্লিক করুন ,
থীমস্ সমূহ(Themes) তে ক্লিক করুন। দেখুন সেখানে আপনার পছন্দের আপলোডকৃত খীমস্ টি দেখা যাচ্ছে , সেই থীমস্ টি সক্রিয়(Active) করুন
[বি:দ্র: থীমস্ সক্রিয় করার আগে থীমস্ টি পূর্বরুপ(Preview) করে নিন , কারন থীমস্ এ সমস্যা থাকলে তা দেখা যাবে]
* এবার থীমস্ টি কনফিগার করবো
[বি:দ্র: কিছু কিছু থীমস্ সক্রিয় করলে বাম দিকে অতিরিক্ত একটি মেনু তৈরী হয় , এটি থেকে সয়ংক্রিয় কিছু কনফিগার করা যায় । যেমন: লোগো যোগ বা পরিবর্তন করা , ফুটার পরিবর্তন , ন্যাভবার নিয়ন্ত্রন ইত্যাদি]
* এবার থীমস্ টি বাংলা অনুবাদ করবো এবং অনান্য কনফিগার করবো,
সেজন্য বাম দিকে সাজসজ্জা(Appearance) নামে মেনুর সম্পাদক(Editor) এ ক্লিক করুন।
এখানে নিম্নোলিখিত বিষয়গুলি থাকবে
এবার এগুলিকে বাংলা করার নিয়ম দেখানো হলো
# একক পোষ্ট(Single.php): এখানে নিম্নোক্ত বিষয়গুলি বাংলা করতে হয়:
On= সময়
By= লেখক
Categories= বিভাগসমূহ
ধরুন On লেখাটি বাংলা করবেন তাহলে On লিখে সার্চ দিন খুজে পেলে On এর বদলে সময় লিখে দিন
[বি:দ্র: On লেখাটি যতবার পাওয়া যাবে ততবার বাংলা করে দিবেন। তবে একটু খেয়াল করবেন আপনি যতবার On কে বাংলা করলেন সেই On লেখাটি কোন ফাঙকশনের ভিতরে লেখা কিনা তাহলে তা বাংলা করবেন না। যেমন: আপনি On লিখে সার্চ দিলেন আসলো
<?php post title>On
<?php done>
আপনি এখানে এইটা বাংলা করবেন: <?php post title>সময়
এইটা বাংলা করবেন না: <?php dসময়e>
[বি:দ্র: এখানে লেখা ফাঙকশন গুলো বানোয়াট , ভুল শুধুমাত্র আপনাদের বোঝাবার জন্য লেখা হয়েছে]
বাংলা করা হয়ে গেলে সেভ করুন।
# মন্তব্যসমূহ(Comments.php): এখানে নিম্নোক্ত বিষয়গুলি বাংলা করতে হয়
1 Comment =একটি মন্তব্য
2 Comments = ২ টি মন্তব্য বা দুইটি মন্তব্য
No Comments = মন্তব্য নেই বা কোন মন্তব্য নেই
% Comments = টি মন্তব্য(টি মন্তব্য লেখার কারন % আপনার ব্লগের মন্তব্যের সংখ্যা প্রকাশ করবে % এর বদলে 5 হলে তাহলে দাড়ায় 5 টি মন্তব্য)
Your comments is waiting moderation = আপনার মন্তব্যটি অনুমোদনের অপেক্ষায় আছে
Says = বলেছেন
Submit = জমা দিন
Comment this post = এই পোষ্টের জন্য মন্তব্য দিন
Reply = জবাব দিন
Name = আপনার নাম
Email (Mail not publish here) = আপনার ইমেইল(এখানে প্রকাশ করা হবে না)
Web site= আপনার ওয়েব সাইট(খাকলে দিতে পারেন)
Required = জরুরী / অত্যাবশ্যক / বাধ্যতামূলক
[বি:দ্র: আমি যা লিখেছি তাই লিখে সার্চ দিয়েন না কারন থীমস্ অনূযায়ী মিল নাও খাকতে পারে]
এগুলো করা হয়ে গেলে সেভ করুন।
# হেডার(header.php): এখানে বাংলা করার মত তেমন কিছু নেই তবে
Home = নীড় পাতা বা প্রথম পাতা বা ব্লগ পাতা , এটি বাংলা করতে পারেন
ব্লগের শিরোনাম পরিবর্তন করতে পারেন , ব্লগের লোগো পরিবর্তন করতে লোগো আপলোড করে লোগোটির url লোগো এর url এর জায়গায় বসিয়ে দিন। এগুলো করা হয়ে গেলে সেভ করুন।
# মূলপাতা(index.php): এই পাতাটি একক পোষ্ট(Single.php) এর মত একই , সেজন্য একই রকম বাংলা করুন। এগুলো করা হয়ে গেলে সেভ করুন।
# পাতাসমূহ(pages.php): এই পাতাটি একক পোষ্ট(Single.php) এর মত একই , সেজন্য একই রকম বাংলা করুন। এগুলো করা হয়ে গেলে সেভ করুন।(বি:দ্র: ব্লগের প্রথম পাতাটি বাংলা করার জন্য মূলপাতা(index.php) এবং পাতাসমূহ(pages.php) থীমস্ অনুসারে একেক থীমস্ এ একেক টি ব্যবহার করা হয়)
# Style.css: এখানে বাংলা করার মত কিছুই নেই , এটি মূলত ব্লগের রুপ পরিবর্তনের জন্য ব্যবহার করা হয়। যেগুলো সাধারনত পরিবর্তন করতে হয়
Font-family
Font-size
Color
Logo url
[বি:দ্র: color কোড খাকে এরবম color: #00000 আপনি এখানে আপনি এই ছয়টা 000000 এর বদলে আপনার পছন্দের Color দিন]
Color এর কোড জানতে গুগলে সার্চ দিয়ে দেখতে পারেন।
এগুলো করা হয়ে গেলে সেভ করুন।
এখানে আমি কিছু কালারের কোড দিলাম
বি:দ্র: পোষ্টটি পূর্ব প্রকাশিত , পূর্বের লিংক
আজ এ পর্যন্তই , আবার দেখা হবে । কোন সমস্যা হলে মন্তব্য দিতে ভূলবেন না।
আমার এই সিরিজের অনান্য পোষ্ট:
আমি আগের কাকা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 31 টি টিউন ও 177 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আপাতত লেখার অপেক্ষায়...
শেয়ার করার জন্য ধন্যবাদ তাওহিদুল ইসলাম ।।
আমার অনেক কাজ এ আসবে।।