ঈদের পর এইটাই ফাস্ট কোনো টিউটোরিয়াল লিখছি। এরপূর্বে লিখার অনেক ইচ্ছা থাকলেও নানান ব্যাস্ততায় লিখতে পারিনি। আজ লিখতে পেরে খুব ভালো লাগতেছে।
আজকের টিউটোরিয়ালটা মূলত নতুনদের জন্য। যারা নতুন ব্লগিং শুরু করেছে তাদের মাঝে অনেকেই জানেনা যে 'Custom Error 404' কি? এইটা কিভাবে কাজ করে?
আজকের এই টিউটোরিয়ালে যা যা থাকছে-
১. 'Custom Error 404' কি?
২. এর উপকারীতা?
৩. কিভাবে আপনার ব্লগের ভিজিটরদের 'Custom Error 404' পেজ থেকে আপনার ব্লগের হোম পেজে রিডিরেক্ট করবেন?
Custom Error 404' কি?
ধরুন, আপনি কোনো পেজ তৈরি করলেন কিন্তু পরবর্তীতে কোনো এক কারনে সেই পেজটি ডিলেট করতে হলো। কিন্তু আপনার সাইটের ভিজিটর সেই পেজটি ভিজিট করলো, তখন ওই পেজটি আর শো করবেনা। কিন্তু একটা এরর পেজ দেখাবে, আর এটাকেই Custom Error 404 পেজ বলে। এটা চালু করা থাকলে ভিজিটর আপনার সাইটের যেকোনো এরর পেজ ওপেন করলে, সেই এরর পেজটি দেখাবে।
এর উপকারীতা?
কিভাবে আপনার ব্লগের ভিজিটরদের 'Custom Error 404' পেজ থেকে আপনার ব্লগের হোম পেজে রিডিরেক্ট করবেন?
<b:if cond='data:blog.pageType == "error_page"'>
<title>Page Not Found - <data:blog.title/></title>
<meta content='5;/' http-equiv='refresh'/>
</b:if>
#মোডিফিকেশন-
সবশেষে, Save Template এ ক্লিক করে টেম্পলেটটা সেভ করে নিন। এবার চেক করে দেখুন সব ঠিক আছে কিনা?
প্রথম প্রকাশিত এখানে
সময় পেলে আমার ব্লগ ঘুরে আসবেন> ফালতুসাইট.নেট
আমি সোহানুর রহমান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 37 টি টিউন ও 153 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 4 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
A man who listens to his heart.
ধন্ন্যবাদ শেয়ার করার জন্য