Custom Error 404 কি? এবং Custom Error 404 পেজের ভিজিটরদের সহজেই আপনার ব্লগের হোম পেজে অটো রিডিরেক্ট করুন-

ঈদের পর এইটাই ফাস্ট কোনো টিউটোরিয়াল লিখছি। এরপূর্বে লিখার অনেক ইচ্ছা থাকলেও নানান ব্যাস্ততায় লিখতে পারিনি। আজ লিখতে পেরে খুব ভালো লাগতেছে। 
আজকের টিউটোরিয়ালটা মূলত নতুনদের জন্য। যারা নতুন ব্লগিং শুরু করেছে  তাদের মাঝে অনেকেই জানেনা যে 'Custom Error 404' কি? এইটা কিভাবে কাজ করে?

আজকের এই টিউটোরিয়ালে যা যা থাকছে-
১. 'Custom Error 404' কি?
২. এর উপকারীতা?  
৩. কিভাবে আপনার ব্লগের ভিজিটরদের  'Custom Error 404' পেজ থেকে আপনার ব্লগের হোম পেজে রিডিরেক্ট করবেন?

 
Custom Error 404' কি?  
ধরুন, আপনি কোনো পেজ তৈরি করলেন কিন্তু পরবর্তীতে কোনো এক কারনে সেই পেজটি ডিলেট করতে হলো। কিন্তু আপনার সাইটের ভিজিটর সেই পেজটি ভিজিট করলো, তখন ওই পেজটি আর শো করবেনা। কিন্তু একটা এরর পেজ দেখাবে, আর এটাকেই Custom Error 404  পেজ বলে। এটা চালু করা থাকলে ভিজিটর আপনার সাইটের যেকোনো এরর পেজ ওপেন করলে, সেই এরর পেজটি দেখাবে।

http://i.imgur.com/rI4h5Rf.png?1 

এর উপকারীতা?  

এর পেজের অনেক উপকারীতা রয়েছে। যেকোনো সাইটের জন্য এই পেজ তৈরি করা অনেক জরুরী-
- উপড়ের ছবিটি ভালোভাবে দেখলে বুঝতে পারবেন যে, যেকোনো এরর পেজ ওপেন করলেই উপড়ের মতো এরর পেজ শো করছে যাতে হোমপেজে যাওয়ার লিঙ্ক রয়েছে। যার ফলে ভিজিটররা সহজেই আপনার সাইটে এক্সেস করতে পারবে।
- এটা SEO এর ক্ষেত্রেও অনেক কাজে লাগে, কাস্টম এরর ৪০৪ পেজ তৈরি করা থাকলে সার্চ ইঞ্জিন আপনার সাইট সহজেই এক্সেস করতে পারে।
- এর ফলে আপনি অনেক বেশি ট্যারিফ পেতে পারেন।

কিভাবে আপনার ব্লগের ভিজিটরদের  'Custom Error 404' পেজ থেকে আপনার ব্লগের হোম পেজে রিডিরেক্ট করবেন?   

অনেক ডেভোলপার তাদের সাইটে 'Custom Error 404' পেজটি  তৈরি করলেও Auto Redirect to homepage অপশনটা চালু করেনা। যদিও ব্যক্তিগতভাবে আমি আপনাকে সাজেস্ট করবো এই অপশনটা চালু করার।এর ফলে আপনার সাইটের কোনো এরর লিঙ্কে যদি কোনো ভিজিটর প্রবেশ করে তাহলে সে Auto Redirect হয়ে আপনার সাইটের হোমপেজে চলে যাবে। তাহলে চলুন দেখে নেই কিভাবে কাজটা করবেন?
১. আপনার ব্লগারে লগিন করুন-
২. এবার Template এ ক্লিক করে Edit HTML এ ক্লিক করুন-
৩. এবার head ট্যাগ খুজে বের করুন, Ctrl+F ক্লিক করে head লিখে সার্চ করুন-
৪. এবার নিচ থেকে কোডটা কপি করে head ট্যাগ এর আগে অথবা পরে পেস্ট করুন- 
Code-

<b:if cond='data:blog.pageType == &quot;error_page&quot;'>
<title>Page Not Found - <data:blog.title/></title>
<meta content='5;/' http-equiv='refresh'/>
</b:if>

#মোডিফিকেশন-

-এখানে '5;/ মানে এরর পেজ লোড হওয়ার 5 সেকেন্ড পর আপনার সাইটের হোমপেজে ভিজিটর রিডিরেক্ট হবে। চাইলে এখানে আপনার ইচ্ছামতো সময় দিতে পারেন।

সবশেষে, Save Template এ ক্লিক করে টেম্পলেটটা সেভ করে নিন। এবার চেক করে দেখুন সব ঠিক আছে কিনা? 

প্রথম প্রকাশিত এখানে 
সময় পেলে আমার ব্লগ ঘুরে আসবেন> ফালতুসাইট.নেট 

Level 0

আমি সোহানুর রহমান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 37 টি টিউন ও 153 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 4 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

A man who listens to his heart.


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ধন্ন্যবাদ শেয়ার করার জন্য

oh vai ato sundor tune ta vaag e pelam amar souvaggo…. Thanks

    আপনাদের জন্য কিছু করতে পারলে সত্যিই ভালো লাগে।

    এতো সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ।

tobe vai apnar ststtus ta onnek valo lagse আমি অনেকদিন ধরে টেকটিউনের সাথে
আছি।টিটি আমাকে অনেককিছু দিয়েছে।সময়
পেলে আমার ব্লগ ঘুরে আসবেন- http:// http://www.faltusite.net :v :v

এমন প্রেরণামূলক টিউনের জন্য ধন্যবাদ আপনাকে

অসাধারণ টিউন ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ