যাদের ডাউনলোড ব্লগস্পট সাইট আছে তাদের জন্য সুন্দর টেমপ্লেট ও সাথে টিটোরিয়াল

আসসালামু আলাইকুম,

আশা করি সবাই ভালো আছে। আজকের টিউনটি শিরোনাম দেখে বুঝতে পারছেন। না বুঝলে বুঝিয়ে বলছি। যাদের মুভি, সফটওয়্যার, গান, ভিডিও ইত্যাদি ডাউনলোড সাইট আছে তাদের জন্য এই ব্লগটেমপ্লেট। আমি শুধু মাত্র ব্লগটেমপ্লেট এর ডাউনলোড লিংক দিয়ে শেষ করতে পারতাম, কিন্তু আপনার মোটামুটি বকুনির ঝুড়ি দিয়ে রাখবেন। আগের টিউনে দেখিয়েছে যারা এডসেন্স পাচ্ছেন না কিন্তু এডসেন্স এর মত এবং এর চেয়ে ভাল ইনকাম করতে পারবেন যে কোন সাইট থেকে। যারা দেখেন নাই তারা এখানে যান।

যাই হোক কাজে কথা আসি। আমি থীমটা মোটামুটি রেডি করে দিয়েছি শুধুমাত্র যারা মুভি জন্য ব্যবহার করবেন, যারা অন্য কাজের জন্য ব্যবহার করবেন তাদের জন্য নিচে টিটোরিয়াল দিলাম। টেমপ্লেটটি ডোমো ও ডাউনলোড করুন এখান থেকে।

প্রথম আপনার ব্লগস্পট সাইটে যান এবং চিত্রে লাল চিহ্নিত জায়গা ক্লিক করুন এবং টেমপ্লেট এ ক্লিক করুন।

 

ক্লিক করার পর দেখবেন নিচের মত ইমেজ আসবে। যদি আপনার মনে হয় আগে টেমপ্লেট ব্যাকআপ রাখবেন তাহলে, বাম পাশে Backup আছে, ব্যাকআপ করে রাখতে পারেন এবং আবার ব্যাকআপ ক্লিক করে পর আপলোড করুন ডাউনলোডকৃত থীম।

আপনার সাইটে গিয়ে দেখুন থীমটি কেমন হয়েছে।

এবার আসুন আপনার মেনুবার অনুযায়ী সেটিংস করবেন। তাহলে EDIT HTML ক্লিক করুন। অপেক্ষা করুন পুরো ফাইল লোড হওয়া পর্যন্ত। দেখুন নিচের চিত্রের মত আসছে কিনা।

 

টেমপ্লেট HTML বক্স ক্লিক করে Ctrl+F দেন এবং লিখুন Bollywood দেখবেন মার্ক করা Bollywood লেখাটি সিলেক্ট করা। এভাবে টেমপ্লেট দেখে মন মতো করে মেনু সাজিয়ে নিন।

এইবার আসুন আমরা কিভাবে এডস সাজাবো ও টিউন গুলো আলাদা ভাবে সাজাবো।

তাহভে ডান পাশে দেখুন Layout নামে একটা অপশন আছে, সেটাতে ক্লিক করুন। দেখুন নিচের চিত্রের মত আসবে। (চিত্রটি দুভাগে দেখানো হবে)

এইবার নাম্বার অনুযায়ী আমাদের কাজ সেরে ফেলি।

১। এখানে Edit এ ক্লিক করে 720*90 এর HTML/JavaScript এডস কোড বসাবো।

২। এখানে Edit এ ক্লিক করে ইমেজ স্লাইডার যোগ করবো।

৩। এখানে Edit এ ক্লিক করে আমরা মেনু বারের বা Lable যে কোন একটা অপশন  লিখবো। উপরে যা থাকবে, নিচে তাও লেখা থাকবে।

৪। এখানে Edit এ ক্লিক করে 600*300 এর HTML/JavaScript এডস কোড বা মেনুবারের যে কোন একটা অপশন বসাবো।

৫। এখানে Edit এ ক্লিক করে আমরা মেনু বারের বা Lable যে কোন একটা অপশন  লিখবো। উপরে যা থাকবে, নিচে তাও লেখা থাকবে।

৬। এখানে Edit এ ক্লিক করে আমরা মেনু বারের বা Lable যে কোন একটা অপশন  লিখবো। উপরে যা থাকবে, নিচে তাও লেখা থাকবে।

৭। এখানে Edit এ ক্লিক করে আমরা মেনু বারের বা Lable যে কোন একটা অপশন  লিখবো। উপরে যা থাকবে, নিচে তাও লেখা থাকবে।

৮। এখানে Edit এ ক্লিক করে 300*250 এর HTML/JavaScript এডস কোড বসাবো।

৯। এখানে পপুলার টিউনে আইটেম থাকবে।

১০। এখাবে ইচ্ছে করলে আপনার ফ্যানপেজের কোড বসাতে পারেন।

১১। এখানে ইচ্ছে করলে ইমেজ স্লাইডার বা ভিজিটর কাউন্টার বসাতে পারেন।

১২। এখানে Edit এ ক্লিক করে 360*600 এর HTML/JavaScript এডস কোড বসাবো।

১৩। এখানে Edit এ ক্লিক করে 120*600 এর HTML/JavaScript এডস কোড বসাবো।

এইবার ২নং ইমেজ দেখি:

১৪। এখানে Edit এ ক্লিক করে 300*250 এর HTML/JavaScript এডস কোড বা মেনুবারের যে কোন একটা অপশন বসাবো।

১৫। এখানে Edit এ ক্লিক করে 300*250 এর HTML/JavaScript এডস কোড বা মেনুবারের যে কোন একটা অপশন বসাবো।

১৬।এখানে Edit এ ক্লিক করে 300*250 এর HTML/JavaScript এডস কোড বা মেনুবারের যে কোন একটা অপশন বসাবো।

১৭। এখানে Edit এ ক্লিক করে 300*250 এর HTML/JavaScript এডস কোড বা মেনুবারের যে কোন একটা অপশন বসাবো।

১৯।  এখানে Edit এ ক্লিক করে 300*250 এর HTML/JavaScript এডস কোড বা মেনুবারের যে কোন একটা অপশন বসাবো।

 

এইবার সাইটে গিয়ে দেখুন আপনার সাইটটা কেমন দারুন দেখাচ্ছে।

 

সর্তকতা:

১। এডসেন্স এনাবেল সাইটস তাহলে ৩টির বেশী এডসেন্স এডস দিবেন না।

২। যদি এডসেন্স ছাড়া অন্য কোম্পানী হয় তাহলে এডস বেশী বসাতে পারবেন, যত বেশী ভিজিটর তত বেশী আর্ণ।

৩। সাধারণ ডাউনলোড সাইটে তেমন এডসেন্স দে না, কিন্তু এডসেন্স এর মতো এবং এডসেন্স বেশী ইনকাম করতে পারবেন। টিউনটি টিটিতে দেখতে ক্লিক করুন

৪। যত এডস ইম্প্রেশন বা ভিজিটর ইম্প্রেশন হবে তত ইনকাম বাড়বে। (এখানে কথা আছে, এডসেন্স বা রিভিউনিউ সাইট ছাড়া অন্য কোম্পানী ভিজিটরের ক্লিক এর জন্য ইনকাম দে।)

 

এই টেমপ্লেট কিছু  বৈশিষ্ট্য :

১। গুগল অটো ইনডেক্স করা আছে। মানে Ajax করা আছে।

২।  এটা এসইও করা আছে। যার কারণে আপনার বাড়তি এসইও করা লাগবে না।

৩। টেমপ্লেট ওজন মাত্র 43 কিলোবাইট এবং আপলোড করার পর এডস ও টিউন সহ মোট 120 কিলোবাইট হবে। যার কারণে আপনার সাইট ওপেন হতে সময় লাগবে মাত্র 328 মিলিসেকেন্ড।

 

আশা করি, সবাই ভালো থাকবেন এবং অন্যজনকে ভালো রাখার চেস্টা করবেন।

বি:দ্র: না বুঝলে বাজে টিউমেন্ট করবেন না।

Level 0

আমি mazbah11। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 4 টি টিউন ও 16 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Faltu ziddu link…zippyshare link den please..

site er Demo ta dilen na?

    Level 0

    সবার কাছে ক্ষমা চেয়ে নিলাম। লিংক আপডেট করে দিয়েছি।

ডেমো লিঙ্ক টা আপডেট করলে সবার সুবিধা হবে ।

.exe file keno vai.. .exe kete dileu kintu open hoyna…
Apni templete link din. ebng demo din. Please.

    Level 0

    Exe ফাইল দি নাই। জিপ ফাইল দিছি, যাই হোক, লিংক আপডেট করা হয়েছে, ডোমো লিংক সহ।

sorry vai. download hoyche..
But demo ta deyen.

ধন্যবাদ। এখানে ডেমো অন্তভূক্ত করলে ভাল হত। অপরদিকে জিদ্দু বাদে ফাইলটি অন্য কোন সাইটে আপলোড করে দিন যেমন: ড্রপবক্স, মিডিয়া ফায়ার। জিদ্দু বর্তমাসে পিসিতে স্ক্যাম/ভাইরাস ছড়ানোর মূল হাতিয়ার

    Level 0

    ফেরীওয়ালা ভাই: আপনি দেখছেন কিনা জানি না, যদি ডোমো লিংক সাইট বা ডাউনলোড লিংক সাইট দি, তাহলে বলে আমার ওয়েব সাইটে ট্রান্সফার করে ভিজিটর। এই আর কি?? যাই হোক, লিংক আপডেট করে দিয়েছে, এখানে আরো বিস্তারিত জানতে পারবেন ইংরেজীতে।

post show kore na .. error dekhay..