আপনাদের সবাইকে মঙ্গলধ্বনি এর পক্ষ থেকে জানাই স্বাগতম এবং অভিনন্দন।
আশা করি সবাই ভাল আছেন।
আজকে, ২০১০ সালে, ভার্চুয়াল জগৎ এ যখন নীরব বিপ্লব ঘটে যাচ্ছে তখন বাংলাদেশও থেমে থাকতে পারেনা। আমরাও শামিল হচ্ছি। আমরাও এগিয়ে যাচ্ছি।
আজকের দিনে অনলাইনে নিজের একটি সাইট বা ব্লগ থাকা এখন অনেকেরই শখ। অনেকের প্রফেশনাল কাজের জন্যও প্রয়োজন। অনেকর হয়তোবা আবার আয়েরও উৎস।
অনলাইনে সাইট খুলতে গেলে প্রথম আমাদের সামনে যে প্রশ্নটি এসে দাঁড়ায় তা হল হোস্টিং। হোস্টিং প্রয়োজন সাইট হোস্ট করার জন্য।
এজন্য প্রয়োজন হোস্টিং কেনার। কিন্তু আমাদের সৌভাগ্য বা দুর্ভাগ্য যেটাই হোক, সেটা হচ্ছে অনলাইনে এখনো আমাদের লেনদেন ব্যবস্থা পরিপূর্ণ না। এখনো আমাদের দেশে পেপালের সাপোর্ট নেই।
তাই অনেকের সামর্থ্য থাকলেও পেপাল বা আন্তর্জাতিক ক্রেডিট কার্ড না থাকায় হোস্টিং কিনতে পারেন না।
আরেকটা ব্যাপার, আমরা তৃতীয় বিশ্বের একটি দেশে বসবাস করি। আমাদের অনেকেরই সামর্থ্য নেই হোস্টিং কিনে সাইট হোস্ট করার। কিন্তু শখ আছে, সাথে হয়তোবা প্রয়োজনও।
এই জায়গাটায় এসে আমরা শুরু করি ফ্রী হোস্টিং খোঁজা। একটা একটা করে বের করি আর টেস্ট করতে থাকি। এর মধ্যেই আবার মন অনিশ্চয়তার দোলাচালে দোলা শুরু করে দেয়। হোস্টিং প্রোভাইডার সবকিছু নিয়ে হঠাৎ করে আবার হাওয়া হয়ে যাবে নাতো!? এসবের মাঝে পড়ে হয়ত বা দেখা যায়, যে শখটা ছিল সেটাই হাওয়া হয়ে যায়।
এরকম সবার জন্য আমরা আজ থেকে চালু করতে যাচ্ছি নতুন একটা ফ্রী হোস্টিং কোম্পানী, সম্পূর্ণ বাংলাদেশীদের দ্বারা পরিচালিত, মঙ্গলধ্বনি।
আমাদের লক্ষ্য হচ্ছে সবার জন্য ফ্রীতে হোস্টিং সুবিধা প্রদান করা। বিশেষ করে যারা কোন না কোন কারণে হোস্টিং কিনতে অপারগ।
তো আপনাদের সাবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের ফ্রী হোস্টিং সাইটে।
আমাদের হোস্টিং সাইটঃ মঙ্গলধ্বনি.অর্গ
আমাদের হোস্টিং ফোরাম
আমরা আপনদের মূল্যবান মতামত আশা করছি, আমাদের সার্ভিসকে আরও উন্নত করার জন্য।
আমি বাবর। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 14 টি টিউন ও 989 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ফ্রীল্যান্স ওয়ার্ডপ্রেস ডেভেলপার এবং ডিজাইনার। | উবুন্টু ব্যবহারকারী | ওপেনসোর্স প্রেমিক | সিইও @ ওয়ার্কার্সল্যাব
aro details likle sobar subida hoto….