রমজান শেষ হয়ে যাচ্ছে, তাই মনটা খুব খারাপ। কিন্তু আল্লাহ তায়ালা অনেক মেহেরবান, তাই রমজানের পরে ঈদুল ফিতর। সবাই কে ঈদুল ফিতরে শুভেচ্ছা জানিয়ে ঈদের আনন্দ আরেকটা আনন্দের খবর দিব। এটা হচ্ছে আপনি ব্লগস্পট সাইটটিকে মাত্র 12-13$ মধ্যে ডোমেইন ও হোস্টিং এর মাধ্যমে নিয়ে নিতে পারেন। আর ব্লগস্পট সাইটটির জন্য এডসেন্স একাউন্ট করা ৬ মাস পর্যন্ত অপেক্ষা করা লাগবে না।
আগের কথা বলে রাখা ভাল : আপনি হুড়োগুড়ি করবেন না। কারণ বিপদে পড়লে আমি দায়ী নয়।
আমি যে খবর দিবো হয়তো অনেক ডোমেন ও হোস্টিং ব্যবসায়ীরা আমাকে দেখে গুলি করে মারাই ফেলবে।
কাজের কথা:
আপনি যেহেতু ব্লগস্পট সাইটিকে ওয়েব সাইটে পরিণত করা ইচ্ছে থাকলে নিচের টপিকগুলো মনোযোগ দিয়ে পড়ুন।
১। আপনার যেহেতু জনপ্রিয় ব্লগস্পট আছে সেহেতু মাত্র 12-13 ডলার দিয়ে ওয়েব সাইটে পরিণত করতে পারবেন।
২। ব্লগস্পট যেহেতু আপনাকে 15 জিবি ডিস্ক স্পেস ও আনলিমিটেড ব্যান্ড উইথ দিচ্ছে তাহলে আপনি ডোমেইন কিনলেই চলবে।
৩। আপনার ব্লগস্পট সাইটকে যেহেতু আন্তর্জাতিক মানের করবেন সেহেতু ওয়েব সাইটের থিম বা টেমপ্লেট আন্তর্জাতিক করুন যাতে ভিজিটরা স্বাচ্ছন্দবোধ করবে।
৪। আপনার ওয়েব সাইট সম্পূর্ণ পরিচালনা করতে পারবেন ব্লগস্পটের একাউন্টের মাধ্যমে।
৫। গুগলের সাপোর্ট সাইট কে ডোমেইন কিনতে পারেন। আমি Godaddy থেকে ডোমেইন কিনেছে এবং সহজে সেটাপ করেছি (পরবর্তী টিউনে জানাবো কিভাবে সেটাপ করবেন)
৬। মনে রাখবেন, ডোমেইনের মেয়াদ অনুযায়ী আপনার সাইটের মেয়াদ হবে।
৭। ব্লগস্পটের সব ভিজিটের অটো রিডেক্ট হয়ে আপনার সাইটে যাবে (পরবর্তী টিউনে জানিয়ে দেওয়া হবে)
৮। গুগল যেহেতু অত্যন্ত সিকউরিটি সম্পূর্ণ, সেহেতু আপনার ব্লগস্পট/ ওয়েবসাইট থাকবে সম্পূর্ণ সিকউরিটি।
আজ এই পর্যন্ত। কিছুর জানার থাকলে এখানে আমাকে পাবেন
আমি তারেক। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 5 টি টিউন ও 76 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ব্লগস্পটে ব্লগ থাকলে কি হবে ?