আজ আমি আপনাদের জন্য নিয়ে এলাম ওয়েব ডেভেলপারের জন্য কিছু প্রয়োজনীয় সফটওয়্যার। যারা ওয়েব ডেভেলপমেন্ট করেন তাদের জন্য এসব সফটওয়্যার খুবই প্রয়োজনীয়। যারা ওয়েব ডেভেলপমেন্ট শিখছেন তাদের জন্যও এসব সফটওয়্যার প্রয়োজন।
কোডিং অথবা প্রোগ্রামিং ল্যাংগুয়েজ লেখার জন্য নোটপ্যাড প্লাস প্লাস অপেক্ষা ভাল সফটওয়্যার আর হতে পারেনা। যদিও প্রতিটি উইন্ডোজ এ নোটপ্যাড ডিফল্টভাবে থাকে। কিন্তু, নোটপ্যাড প্লাস প্লাস এ পাবেন এডভান্স সুবিধা যা একবার ব্যবহার করলেই বুঝতে পারবেন। এছাড়া, নোটপ্যাড প্লাস প্লাস এর কীবোর্ড শর্টকাট ব্যবহার করে অত্যন্ত দ্রুত যেকোনো কাজ করতে পারবেন। যারা ওয়েব ডেভেলপমেন্ট করেন তাদের জন্য এই সফটওয়্যারটি খুবই গুরুত্বপূর্ণ।
Notepad Plus Plus ডাউনলোড করতে এখানে ক্লিক করুন।
ওয়েবসাইট ডিজাইন করার জন্য কালার কোড এর প্রয়োজন হয়। এই সফটওয়্যারের মাধ্যমে যেকোনো সাইটের কালার কোড জানতে পারবেন। আপনি যে একটি ওয়েবসাইটের অংশের কালার কোড চান সেই অংশে মাউস পয়েন্টার রাখলেই কাঙ্ক্ষিত কালার লোড পেয়ে যাবেন। সফটওয়্যার সাইজ মাত্র ১১ কিলোবাইট।
Pixie ডাউনলোড করতে এখানে ক্লিক করুন।
এফটিপি সফটওয়্যারগুলোর মধ্যে এটা সবচেয়ে সেরা এড-অন। এটা মোজিলা ফায়ারফক্স এর এড-অন।
FireFTP এড-অন ডাউনলোড করতে এখানে ক্লিক করুন।
ওয়েব ডিজাইন এর জন্য যেকোনো অ্যানিমেটর তৈরি করতে এই সফটওয়্যার ব্যবহার করতে পারেন। সফটওয়্যার সাইজ মাত্র ৬.৬ মেগাবাইট।
AJAX Animator ডাউনলোড করতে এখানে ক্লিক করুন।
আজকের মত এখানেই আমার টিউন শেষ করছি।
আমি জিহাদুর রহমান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 51 টি টিউন ও 194 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
হুম,,,
Css এর পরবর্তী টিউন গুলি আর করছেন না কেন…???
বেশ ভালই তো চলছিল।