আসসালামু আলাইকুম ব্লগস্পট মাষ্টাররা।
ব্লগস্পট (Blogspot) একটি ফ্রী ব্লগিং ফ্ল্যাটফর্ম এটা আমরা সবাই জানি। ব্লগস্পটে ব্লগিং করে ছোট-খাটো প্রতিষ্ঠান দাঁড় করানো যায় এমনকি অনেকে সফল ও হয়েছেন।
আপনি যদি ব্লগিং জগতে নতুন তাহলে ব্লগস্পট দিয়ে আপনার ব্লগিং জীবন শুরু করতে পারেন। এমনকি আমিও একই পরামর্শ দেই নতুন ব্লগার দের। যদিও সেটার পেছনে অনেক কারণ আছে (সময় করে আরেকটি টিউন করবো কারণগুলো নিয়ে) ।
আপনি যদি নতুন ব্লগার হয়ে থাকেন এবং ব্লগিং এ আগ্রহী হন তাহলে আজকেই শুরু করে দিতে পারেন। প্রার্থমিক সাহায্য সহায়তা আপনি টেকটিউনস এবং আমাদের ফেইসবুক গ্রুপে (Blogspot Blogger's Forum Bangladesh) পাবেন। আজকে যে টেমপ্লেটটি আমি শেয়ার করবো সেটি ব্যবহার করেই আপনি ব্লগিং শুরু করতে পারেন। এটি একটি প্রফেশনার মানের ব্লগার টেমপ্লেট এবং বাংলায় অনুবাদ করা এবং সম্পূর্ন্য বিনামূল্যে।
আজকে যে টেমপ্লেট টি আমি শেয়ার করবো সেটির ডেভেলপ করেছে Arlina এবং বাংলায় অনুবাদ করা হয়েছে MS Design হতে। তাহলে চলুন বেশী কথা না বলে এই টেমপ্লেটটি কিছু ফিচার দেখে আসি।
টেমপ্লেট এর যাবতীয় Documentation ফোল্ডারে দেওয়া আছে। আর যদি কোন সমস্যা হয় তাহলে টিউনমেন্ট এ জানাবেন অথবা ফেইসবুকে আছি আমি।
সৌজন্যেঃ MS Design
টেকটিউন এ ব্লগার/ব্লগস্পট এবং ব্লগার টেমপ্লেট নামে নতুন দুইটি বিভাগ তৈরী করলে ভালো হয়। এতে ব্লগার ভিজিটরা তাদের কাঙ্কিত টিউন খুজে পাবে সহজেই। ব্লগস্পট নিয়ে যতগুলো টিউন করা হয় সেগুলো ইচ্ছা না থাকা সত্তেও অন্য বিভাগে করতে হয়। তাই আপনাদের কাছে বিনীত অনুরুদ যেন এই দুইটি নতুন টিউন বিভাগ তৈরী করা হয়। ধন্যবাদ
আমি মোহাম্মাদ সুবেল। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 34 টি টিউন ও 140 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমি জানি এটা সত্যিই। তাই সত্যিই বলছি এটা সত্যিই।
ধন্যবাদ ভাই, এমন কিছুই খুজছিলাম অনেকদিন ধরে