সুপ্রিয় টেকটিউন্স সাইটের সবাইকে সালাম ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের টিউন!!
বর্তমান হাল সময়ে অনেকেই ঠিক করছেন নিজের নামে একটি ডোমেইন ক্রয় করে ব্লগিং শুরু করবেন। অনেকে হয়ত পূর্বেই ডোমেইন ক্রয় করেছেন এবং কিংবা যারা নতুন তারা ক্রয় করার কথা ভাবছেন!
যাইহোক বর্তমানে বিভিন্ন প্রযুক্তি বিষয়ক ব্লগ সাইট সহ বিভিন্ন মিডিয়াতে দেখা যাচ্ছে- ডোমেইন ক্রয় এবং এর ব্যবহারের বিষয়াদি সহ অনেক হোস্টিং কোম্পানীগুলো নিজেরা স্পন্সর করছেন। মূলত ডোমেইন দেশী-বিদেশী প্রোভাইডার দুটি মাধ্যমেই ক্রয় করা যায়। যাদের মাস্টার কার্ড আছে তারা বিদেশী প্রোভাইডার সিলেক্ট করেন। অপরদিকে ইহা ব্যতিত সবাই দেশী প্রভাইডারদের রিভিউ নেন। আসলে দেশে বেশ কিছু ভাল প্রোভাউডার আছে যেখান হতে ডোমেইন ও হোস্টিং নিতে পারেন। তবে একটি কথা মনে রাখবেন সস্তা কোন ডোমেইন ক্রয় করতে যাবেন না, বিপদে পড়তে পারেন। মূলত দেশী প্রোভাইডার হতে সঠিক ডোমেইন নিলে ৮০০-৮৫০/- মত পড়বে।
মূলত আপনি যখন ডোমেইন অর্ডার করবেন ও পে করবেন প্রায় ১০ মিনিটের মধ্যেই নিজের নামে ডোমেইন পেয়ে যাবেন। যেখান হতে ডোমেইন নিবেন তারা আপনাকে ইমেইলের মাধ্যমে জানাবে এবং পে-ভাউচার দিবে। মূলত পে ভাউচারে উল্লেখ থাকবে পেমেন্ট পরিমাণ, ঠিকানা, পরবর্তী রিনিউ ডেইট ইত্যাদি। যেখান হতে ডোমেইনটি রেজি: করুন না কেন সেটি আপনার নামেই হতে হবে এবং এর মালিকানাও আপনি (অবশ্য যদি প্রোভাইডারগণ তাদের সার্ভিস সততা ও বিশস্ততার সহিত করে থাকেন)।
ব্যাস ধরে নিলাম আপনি ডোমেইন ক্রয় করেছেন কিংবা ডোমেইন আছে।
সুতরাং http://www.who.is সাইটে যান > নিচের চিত্রটি ভাল ভাবে লক্ষ্য করুন:
১। সেখানে ১ নং অংশে আপনার ডোমেইনের নাম লিখে সার্চ করুন
মূলত সার্চ করলে নিম্নরুপ তথ্যাবলী শো করবে। এখানেই যাবতীয় তথ্য পাবেন যেমন কার নামে রেজি: কোন দেশ, কোন স্থান, কত তারিখে রেজি: করে রিনিউ করতে হবে ইত্যাদি। অপরদিকে আপনার ডোমেইনের নামের সাথে কতটি TLD রেজি: হয়েছে কিংবা খালি আছে তাও জানতে পারবেন।
১। উক্ত সাইটের যে কোন একটিতেই ডোমেইন তথ্যাদি চেক করতে পারবেন।
২। যদি আপনার ডোমেইন প্যানেলে সিকিউরিটি অপশন সক্রিয় থাকে তাহলে ডোমেইন রেজি: ঠিকানা অন্য নামে দেখাতে পারে। এইজন্য প্যানেল হইতে কিছু সময়ের জন্য সিকিউরিটি অপশন ডিজাবল করে রাখলে নিজের নামেই দেখতে পারবেন।
৩। ডোমেইন রিনিউ সময় পার হয়ে গেলে তা নিজের নাম হতে ক্যান্সেল হতে পারে। এই প্রেক্ষিতে ডোমেইন তা অন্য কেউ নিজের নামে রেজি: করে নিতে পারে। কিংবা ডোমেইন পপুলারিটি হলে নিলামে উচ্চ দামে কোথাও বিক্রি হয়ে যেতে পারে।
৪। তাই সব চেয়ে ভাল হয় একবারে ২/৩ বছরের জন্য রিনিউ করে নেওয়া বা রিনিউ সময় বৃদ্ধি করা। একটি কথা মনে রাখবেন – যতদিন সঠিক ভাবে রিনিউ/সার্ভিস চার্জ দিবেন ততদিন ডোমেইনটি আপনার নামেই থাকবে।
আমি এএমডি আব্দুল্লাহ্। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 157 টি টিউন ও 1046 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 5 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।
সম্মানীয় ভিজিটর বন্ধুগন! সবাইকে আন্তরিক সালাম ও ভালবাসা। আশা করি ভাল আছেন। পর সংবাদ যে, আমরা একটি ব্লগ সাইট তৈরি করেছি। সাইটটি সম্পূর্ণ ব্যতিক্রম শিক্ষা ও প্রযুক্তি নির্ভর। প্রযুক্তি, শিক্ষা, কম্পিউটার বিষয়ক যেমনঃ অনলাইন ইনকাম, ফ্রিল্যান্স, টিউটোরিয়াল, মুভি, গেমস, সফটওয়্যার, ভ্রমন, ইতিহাস, ভূগোল, কার্টুন, ধর্ম, টেক সংবাদ, এবং সংবাদপত্র ফিউচার...
সাধারন জিনিস, প্রায় সবাই-ই ব্যাবহার করে