১.এলেক্সাঃ
১৯৯৬ সালে যাত্রা শুরু করার পর এলেক্সা খুব দ্রুতই ওয়েব সাইটের ট্রাফিক র্যাংকিং-এর জন্য ব্যাপক জনপ্রিয়তা পায়। বর্তমানে এটি বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ও বহুল ব্যবহৃত ট্রাফিক র্যাংকিং সেবা। এটি ওয়েব সাইটের ট্রাফিকের হিসাব রাখে এবং সংগৃহীত উপাত্তের ওপর ভিত্তি করে সংখ্যাগত একটি রেনকিং করে।
২.ইয়াহ্যু সাইট এক্সপ্লোরারঃ
https://siteexplorer.search.yahoo.com/
সাইট এক্সপ্লোরার এর সাহায্যে আপনি একটি ওয়েব ঠিকানা গুরুত্বপূর্ণ কিছু বৈশিষ্ট্য বিচার করতে পারেন। উপরের লিঙ্কে গিয়ে আপনার সাইটের এড্রেস দিয়ে এক্সপ্লোর ইউয়ারেল লেখা বাটনে ক্লিক করুন। এতে আপনার সাইটের কতগুলো লিঙ্ক ইয়াহ্যুতে আছে তা জানতে পারবেন।
৩.টুইট ভলিউমঃ
কোনো ওয়েব সাইটের জনপ্রিয়তা মাপার আরেকটি উপায় হচ্ছে টুইটার-এ এটি সম্বন্ধে মানুষ কথা বলছে কি না তা দেখা। টুইটভলিউম দিয়ে আপনি বিভিন্ন কিওয়ার্ড (যেমন, ওয়েব সাইটের নাম, ঠিকানা ইত্যাদি) দিয়ে অনুসন্ধান চালিয়ে দেখতে পারেন কতগুলো টুইটস-এ এটির উলখ আছে।
৪.কোয়ার্কবেসঃ
কোয়ার্কবেস একটি পরিপূর্ণ ওয়েব টুল যেটি থেকে একটি ওয়েব সাইট সম্বন্ধে প্রচুর গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যাবে। এর সামাজিক জনপ্রিয়তা ট্যাব ব্যবহার করে ডিগ, স্টাম্বলআপন এবং ডেলিশাস-এর মত সাইটগুলোতে ঐ সাইটটির জনপ্রিয়তা কেমন তাও জানা যাবে।
৫. কোয়ান্টকাস্টঃ
কোয়ান্টকাস্ট এ সময়ের একটি জনপ্রিয় সাইট ট্রাফিক মেজারিং টুল। এর সাহায্যে সাইট প্রকাশকরা তাদের সাইটকে ‘কোয়ান্টিফাই’ করতে পারেন। কোয়ান্টিফাই করা মানে হচ্ছে সাইটের পেজগুলোর মধ্যে একটি স্ক্রিপ্ট রেখে দিয়ে সরাসরি ট্রাফিক সংক্রান্ত পরিসংখ্যান সংগ্রহ করা।
৬.পপুরিয়াসঃ
পপুরিয়াস নামের এই ওয়েব টুল ব্যবহার করে আলেক্সা, টেকনোরাটি, ডেলিশাস বুকমার্ক ইত্যাদি ওয়েব সেবা ও পরিসংখ্যানের ওপর ভিত্তি করে আপনি একটি সাইটের জনপ্রিয়তা মাপতে পারবেন। এই ছোট টুলটি আপনাকে কোনো ওয়েব সাইটের জনপ্রিয়তা/অজনপ্রিয়তা সম্বন্ধে দ্রুত, নির্ভরযোগ্য তথ্য পেতে সাহায্য করবে।
আমি ডিজে আরিফ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 60 টি টিউন ও 1478 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমি আরিফ, সাধারণ একজন আরিফ! চাই অসাধারণ কিছু করতে, সম্ভব কিনা জানিনা কিন্তু ইচ্ছাশক্তির বলে অনেক কিছুই করতে চাই। ব্লগিং - এর সাথে পরিচয় খুব বেশি দিনের না, তবুও বিষয়টাকে ব্যাপকভাবে উপভোগ করছি। ভালো মানের ব্লগার হওয়ার ইচ্ছা আছে। বর্তমানে আমি দশম শ্রেণীতে ঢাকার স্বনামধন্য বিদ্যালয়ে পড়ালেখা করছি।
কাজের জিনিস। ধন্যবাদ।