আসসালামু আলাইকুম।
সুপ্রিয় টেকটিউন্স কমিউনিটি সাইটের সবাই ভাল আছেন। গতকালকের টিউনের আপনাদেরকে প্রেরন করেছিলাম বাংলাদেশের হোস্টিং প্রভাইডারদের তালিকা। এটা পরিচয় করিয়ে দেবার উদ্দেশ্য ছিল যে, আপনারা যারা হোস্টিং ডোমেইন ক্রয় করবেন তারা যেন এক প্রভাইডার হতে অন্য প্রভাইডারের সুবিধাগুলো পর্যবেক্ষণ, যাচাইকরনের মাধ্যমে জেনে ও বুঝে নিতে পারেন। যাইহোক আজকে আপনাদেরকে পরিচয় করাব কিছু বিদেশী হোস্টিং এর সাথে যাহা টিউনের শিরোনামেই উল্লেখ করেছি।
এখন অনেকেই আমাকে প্রশ্ন রাখবেন আরে বাবা! বিদেশী হোস্টিংয়ের নামতো সবাই কম-বেশী জানি তাহলে এই টিউন করার মানে কি ছিল?
১। টিউন করার উদ্দেশ্য হচ্ছে প্রথম শ্রেনীর যেগুলো ওয়েব হোস্টিং তথারুপ- Hostgator, Bluehost, Fatcow, bytehost, hostpapa, Godady, Namecheap ইত্যাদি নামক যে হোস্টিংগুলো রয়েছে তাদের পেমেন্ট করতে গেলে আপনাকে অবশ্যই ভিসা, মাস্টার কার্ড, পেপালের মাধ্যমে করতে হবে। তাছাড়া যেহেতু আমাদের দেশে এটি এখনো প্রচলিত হয় নাই সেইক্ষেত্রে অনেকের ইচ্ছা স্বত্তেও বিদেশী প্রভাইডার হতে সেবা গুলো ক্রয় করতে পারেন না।
২। যেহেতু বাংলাদেশে গেটওয়ে সিস্টেম পেইজা চালু রয়েছে। সম্প্রতি বাংলাদেশের এজেন্ট কিংবা মনোনীত ব্যাংক হতে পেইজা একাউন্টে যে কোন সময় অর্থ ডিপোজিত করতে পারবনে। তাই পেইজাকে বিশ্বের বিভিন্ন দেশে কাজে লাগাতে পারেন বিভিন্ন গেটওয়ে মাধ্যম হিসাবে (প্রভাইডার যারা তাদেরকে পেইজা সাপোর্ট থাকতে হবে)
৩। মূলত Hostgator, Bluehost, Fatcow, bytehost, hostpapa, Godady এরা এখনো পেইজাতে পেমেন্ট নেয়না। সুতরাং বুঝতেই পারছেন! তবে আশা করা যাচ্ছে শ্রীঘই তারা পেইজা সুবিধাটা যোগ করবে।
এবার তাহলে পরিচয় করিয়ে দিই বেশ কয়েকটি বিদেশী হোস্টিং প্রভাইডারের সাথে। যেখানে পেইজার মাধ্যমে আপনি হোস্ট ক্রয় করতে পারবেন। উল্লেখ্য দেশী বেশ কিছু হোস্টিং প্রভাইডারের মত বিদেশী বেশ কিছু হোস্টিং প্রভাইডার রয়েছেন যারা ক্লায়েন্টদের সাথেও প্রতারনা করেন। সুতরাং সাইটের রেটিং, অ্যালেক্সা মান দেখাটাই স্বাভাবিক। যাইহোক ইন্টারনেটের ভীড়ে আমি বেশ কয়েকটি সাইটের তথ্যগুলো সংগ্রহ করেছি। এবার কোথা হতে হোস্ট নিবেন তার দ্বায়-দায়িত্ব আপনাদের!
১। QHoster.com
Hostgator, Bluehost, Fatcow, bytehost, hostpapa, Godady এর মতেই এটাও একটি জনপ্রিয় হোস্টিং প্রভাইডার। তাদের সার্ভার অত্যন্ত হাই কনফিগারেশনের। যে কোন সময় যে কোন প্যাকেজে মাইগ্রেশন করা যাবে। paypal, master card, skrill, neteller, web money, perfect money, Ukash, Bitcoin পাশাপাশি তারা payza সাপোর্ট করছে। তাদের সার্ভিস ও কাষ্টমার সেবা অত্যন্ত ভাল।
অন্যদের মতই তারাও পেইজা সাপোর্ট করছে। এখানে মাসিক সর্বনিম্ন .৫০ ডলারের ফী প্রদানের মাধ্যমে হোস্টিং গ্রহনের ব্যবস্থা আছে।
এটা আফ্রিকার ১নং ডোমেইন ও হোস্টিং প্রভাইডার। তারা বিগত কয়েক বছর ধরে ভাল সার্ভিস প্রদান করে আসছে। তাদের সার্ভিস ভাল না লাগলে মানি ব্যাক গ্যারান্টি উল্লেখ আছে।
এটা একটি বেশ ভাল মানের হোস্ট প্রভাইডার। তারা অন্য সকল হোস্টিং বাদ দিয়ে শুধুমাত্র শেয়ার্ড হোস্টিং প্রদান করছে। বিগত ২ বছর যাবত পেইজা মেথড যোগ করেছে। কাষ্টমারদেরকে তারা সেরা সেবাটা দেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে।
২। Ideaa.biz
৩। Monovm.com
৪। Arvixe
৫। Hostoople
১। বিদেশী হোস্টিং প্রভাইডার হতে হোস্ট নিতে হলে আমার মতে ১ ম শ্রেণীর প্রভাইডার হতে নেওয়াটাই বুদ্ধিমানের কাজ। এই ক্ষেত্রে যেমন-Hostgator, Bluehost, Fatcow, bytehost, hostpapa, Godady, Namecheap খুবই নামকরা। কিন্তু সমস্যাটাতো একটাই দেশে গেটওয়ে সিস্টেমটা ইজ নই। তথাপি আমার মত যারা ক্ষুদ্র ব্লগার আছেন তাদের জন্য সাজেস্ট হল আপনি বাংলাদেশ হতেই যে কোন নামকরা একটি হোস্টিং প্রভাইডারকে বেছে নিতে পারেন। ভাল না লাগলে তো অন্য প্রভাইডারে মাইগ্রেশন করে নিতে। দেশে বর্তমানে অনেকেই ভাল সার্ভিস দিচ্ছেন। বিদেশী হোস্টিংয়ের দিক নজর না দেওয়াটাই ভাল। কারন হল যারা মূলত হোস্ট বিজনেস করতে চান কিংবা একাধিক সাইট আছে তারাই নজর দিয়ে থাকেন মুলত বিদেশী হো্স্টিং এর দিকে।
২। তাছাড়া এদের খরচও কিন্তু একটা জমিদারী/বাবুয়ানা গন্ধ আছে। যেমন: Hostgator, Bluehost থেকে যদি হোস্ট নেন তাহলে ১ বছরের জন্য মাসিক হিসাবে প্রায় ৪ .৫ ডলার করে পড়বে। কিন্তু যদি ৩ বছরের জন্য চুজ করেন তাহলে মাসিক ২.৫/৩ ডলারে আসবে। S0, চালাকিটা এখানেই। মানে আপনাকে দীর্ঘদিনের প্যাকেজ রেজি: করতে হবে। আরে বাবা আপনাদের সার্ভিস পচ্ছন্দ হবে কিনা কিংবা মাইগ্রেশন করে কোথাও যাব কিনা! এই সব ধার তারা ধারে না। কেননা, একবারে ২/৩ বছরের ফী প্রেরন করলে আপনাকে অগত্যা টাইম পিরিয়ড সময় পর্যন্ত থাকতে হবে।
৩। সত্যিকার অর্থে বাংলাদেশে যতগুলো ওয়েব হোস্টিং প্রভাইডার আছে তাদের অধিকাংশই Hostgator, Bluehost, Fatcow, bytehost, hostpapa, Godady এর কাছ হতে রিসেলার গ্রহন করে তারা বিভিন্ন প্যাকেজে আমাদের নিকট অফার করছেন। So, সেই একই কথা। হয়ত কারোর প্রাইজ একটু বেশী কিংবা কম। এবং তাদের সার্ভিসও ভাল হবার কথা কেননা সেই Hostgator, Bluehost রয়েছে। তারপরেও কেউ যদি বিদেশী হোস্ট গ্রহন করে সেটা অন্য কথা।
যাইহোক আলোচনা করতে অনেক দীর্ঘতর হয়ে গেল। সহজেই বুঝতে পেরেছেন কোথা হতে আপনি হোস্ট গ্রহন করবেন। এবং কোথায় পেইজা ব্যবহারের সুযোগ রয়েছে। আজ এই পর্যন্তই।
আমি এএমডি আব্দুল্লাহ্। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 157 টি টিউন ও 1046 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 5 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।
সম্মানীয় ভিজিটর বন্ধুগন! সবাইকে আন্তরিক সালাম ও ভালবাসা। আশা করি ভাল আছেন। পর সংবাদ যে, আমরা একটি ব্লগ সাইট তৈরি করেছি। সাইটটি সম্পূর্ণ ব্যতিক্রম শিক্ষা ও প্রযুক্তি নির্ভর। প্রযুক্তি, শিক্ষা, কম্পিউটার বিষয়ক যেমনঃ অনলাইন ইনকাম, ফ্রিল্যান্স, টিউটোরিয়াল, মুভি, গেমস, সফটওয়্যার, ভ্রমন, ইতিহাস, ভূগোল, কার্টুন, ধর্ম, টেক সংবাদ, এবং সংবাদপত্র ফিউচার...
ভাই,
বাংলাদেশ থেকে Payza তে ডলার রিচার্জ করব কিভাবে?
প্লিজ, যদি একটা উপায় বলেন ৷