হ্যালো ওয়ার্ল্ড,
কি অবস্থা টেকটিউন্স ? আপনারা খেয়াল করেছেন কি টেকটিউন্সের হোম পেইজ কিছু সময় পর পর নিজে থেকে রিফ্রেশ বা রিলোড হয় ? টিটি অবশ্য বলেছে ইউজার এর সুবিধে হবে এতে। সুবিধে না অসুবিধে তাই একটু ঘুরে দেখি আমরা আসেন আগে। তাহলে নিজের সাইট ব্যাবহার করতে চাইবেন বা করবেন না।
সুবিধা সমুহ।
এবার চলেন অসুবিধা গুলো দেখে নেই।
এগুলোই গেলো সুবিধা অসুবিধা। এবার আসেন কখন লাগতে পারে আপনার রিলোড।
কোন অনলাইন এপ বানাইছেন আপনি, সেখানে রিলোড দিলে কাজ হবে,মানে এপ টা একটিভ হতে সময় লাগতেছে একটু, সেক্ষেত্রে দিতে পারেন। কোন ইমেজ যদি ইউজার এর ডিভাইসে লোড না হয় তারে বলতে পারেন রিলোড মারেন, কাজ হবে। এরকম নানা যায়গায় লাগেই ফিচার টা আমাদের।
তো এখন চলেন কিভাবে করা যায় এটা।
এটা এই মুহুর্তে আমার মনে আছে মেটা ট্যাগ দিয়েই করা সম্ভব। কারন প্রায় সব ব্রাউজার ই মেটা ট্যাগ বুঝে, তো ব্রাউজার কে আপনি যদি বলেই দেন দুমিনিট পরে রিলোড খাও, সে কথা না শুনার কোন কারন নাই। তো এক্ষেত্রে আপনার ওয়েব পেইজের হেডারে নিচের কোড টুকু বসিয়ে দিলেই চলবে।
<head> <META HTTP-EQUIV="refresh" CONTENT="15"> </head>
খেয়াল রাখবেন এখানে কনটেন্ট ১৫ কিন্তু সেকেন্ড এর হিসাব, এক মিনিট চাইলে ৬০ বসিয়ে দেন। তাতেই চলবে।
এজন্য লাগবে জাভাস্ক্রিপ্ট। php দিয়েও করা যাবে। যদি আপনি কোন ভ্যারিয়েবল এর মাধ্যমে কারেন্ট বা প্রেজেন্ট পেইজের এড্রেস বের করতে পারেন, সেটাকে লিঙ্ক করে দিলেই হলো। তবে সবথেকে বেশী ব্যাবহৃত হয় javascript. কোড নিচের টুকু।
<A HREF="javascript:history.go(0)">Click to refresh the page</A>
এই হলো সিস্টেম। কাজে লাগলে জানাবেন, পরে কোন সময় কাজে লাগতে পারে। এজন্য এই টিউন পাতা টা বুকমার্ক করে রাখতে পরামর্শ দেব আমি। ধন্যবাদ।
সৌজন্যেঃ ফাজলামী ডট কম
আমি শিমুল শাহরিয়ার। Founder, WebSea Internet Solutions, Dhaka। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 90 টি টিউন ও 497 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ব্র্যান্ড কনসাল্টেন্ট, ফুলস্ট্যাক ডেভেলপার/ডিজাইনার। আমাকে পাওয়া যাবে @ https://ShimulShahriar.com
পরে কাজে আসদে পারে…রেখে দিলাম