বিসমিল্লাহহির রাহমানের রাহীম।
জুমলা শিখার জন্য কি কি লাগবে আমি আজ তা নিয়ে আলোচনা করব।
জুমলা শিখার জন্য বা ব্যবহার করার জন্য প্রথমে জুমলার সর্বোশেষ ভার্শন টি ডাউনলোড করে নিন।
ডাউনলোড লিঙ্কঃhttp://www.joomla.org/download.html
এটি আপনার কম্পিউটারে চালানোর জন্য PHP ও MySQL সহ একটি ওয়েব সার্ভার ইনস্টল করা লাগবে। যেমন Apache.
এগুলো ভিন্ন ভিন্ন ভাবে ইনস্টল না করে প্যাকেজ হিসেবে ইন্সটল করা সুবিদা জনক ।
আর windows এর জন্য এই প্যকেজটির নাম হচ্ছে WAMP(Apache MySQL and PHP for Windows)
ডাউনলোড লিঙ্কঃhttp://www.wampserver.com/en/download.php
Linux এর জন্য এই প্যকেজটির নাম হচ্ছে LAMP (Apache MySQL and PHP for Linux)
ডাউনলোড লিঙ্কঃhttp://www.howtoforge.com/lamp_installation_ubuntu6.06
MAC এর জন্য এই প্যকেজটির নাম হচ্ছে MAMP (Apache MySQL and PHP for MAC)
ডাউনলোড লিঙ্কঃhttp://www.mamp.info/en/downloads/index.html
আর যেকোন Operating System এর জন্য এই প্যকেজটির নাম হচ্ছে XAMPP(Apache MySQL and PHP for X) এখানে X বলতে Any Operating System বুঝায়।
ডাউনলোড লিঙ্কঃhttp://www.apachefriends.org/en/xampp.html
এখানে গিয়ে আপনি কোন Operating syetem এর জন্য ডাউনলোড করতে চান তা ঠিক করুন।
আপনি যে Operating System ই ব্যবহার করেন না কেন কোন সমস্য হবেনা। এগুলো Install করা খুবই সহাজ।
আমরা যেহেতু সবাই Windows ই ব্যবহার করি তাই আপনি জুমলা(এখান থেকে) এবং WAMP প্যাকেজ Software টি (এখান থেকে) ডাউনলোড করে রাখুন। আমি খুব অল্প সময়ের মধ্যে ই Install প্রক্রিয়া নিয়ে হাজির হব। তাহলে আজকের মত এটুকুই ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।
কোন সমস্যা হলে কমেন্ট করে জানাবেন। আমি না পারলেও যারা পারে তারা উত্তর দিবে।
জুমলা শিখুন (পার্ট- ১) Intro এর লিঙ্কঃ
আমি জাকির হোসাইন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 224 টি টিউন ও 1487 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 5 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
পৃথিবীতে অল্পকয়েক দিনের জন্য অনেকেই আসে, হেঁটে খেলে চলে যায়। এর মধ্যে অল্প কয়েক জনই পায়ের চাপ রেখে যায়।ওদের একজন হতে ইচ্ছে করে। প্রযুক্তির আরেকটি সেরা ব্লগ টেকটুইটস। আপনাদের স্বাগতম, যেখানে প্রতিটি বন্ধুর অংশ গ্রহনে গড়ে উঠেছে একটি পরিবার। আপনাদের পছন্দ হবে আশা করি। ফেসবুকে আমি - ?জাকির!
জাকির ভাই, প্রথমেই আপনাকে জুমলা বিষয়ে লেখার জন্য অনেক ধন্যবাদ। আপনি মোট কত পর্বে জুমলা শেষ করবেন তা তৃতীয় পর্বের শুরুতে পর্বগুলোর বিস্তারিত শিরোনাম সহ জানাবেন। একটি বাস্তব সম্মত প্রজেক্ট (যেমন: একটি শিক্ষা প্রতিষ্ঠান, একটি ব্যবসা প্রতিষ্ঠান, একটি এন জি ও ইত্যাদি) উদাহরণ হিসেবে রাখলে সকলের উপকার হবে।