যে কোন ওয়েবসাইটের ডিলেট হওয়া পেজ দেখুন সহজেই

কিছুদিন আগে এক ভাই লিন্ডা ডট কমের কিছু ভিডিও টিউটো শেয়ার করছিলেন টেকিতে। কিন্তু মডারেটররা সে পেজটা ডিলেট করে দিছেন। আমি টেকটিউন্সে সার্চ করলাম যে ডিলেট হওয়া কোন পেজ দেখা যায় কিনা। কিন্তু টিউনটীতে বলা ছিল গুগল সার্চ দিয়ে সঞ্চিত পাতা দেখতে। কিন্তু মোবাইল দিয়ে সার্চ করলে সঞ্চিত পাতা পেজট আসে না। তাই অন্য উপায় খুঁজলাম আর পেয়েও গেলাম।

প্রথমে এখানে যান
তারপর google cache বাটন্টাতে ক্লিক করুন। আপনার সামনে বিশাল পেজটা এসে হাজির হবে তাই না?? দারুন। ভালো লাগ্লে টিউমেন্ট করবেন।

আগে এখানে প্রকাশিত

Level 0

আমি সাঈদ মোহাম্মদ ফাহিম আবরার। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 24 টি টিউন ও 67 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি এস এম ফাহিম আবরার। ভালবাসি প্রযুক্তিকে জানতে। নিজের জানা জিনিস অন্যের মাঝে ছড়িয়ে দিতে। আমার ফেসবুক আইডি http://fb.com/lazyfahim


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

শেয়ার করার জন্য ধন্যবাদ।
আজ Lynda.com এর অনেকগুলো ভিডিও টিউটোরিয়াল সংগ্রহ করলাম, টেকটিউনস এর মাধ্যমে এক ভাইয়ের কাছ থেকে।

টিউনটি শেয়ার করার জন্য ধন্যবাদ

ভাবলাম অন্যরকম হবে । নাহ, গুগলের cache-ই দেখায় । যাই হোক, যারা জানত না তাদের উপকার হবে । ধন্যবাদ ।