আপনার সাইটে যোগ করুন বিবিসি বাংলা উইজেট

বিবিসি বাংলা উইজেট কি?

উইজেটের মাধ্যমে এক ওয়েবসাইটের কনটেন্ট অন্য ওয়েবসাইটে ব্যবহার করা যায় বা আপনার ডেস্কটপ কম্পিউটারে নেওয়া যায়৻

বিবিসি বাংলাউইজেটের মাধ্যমে, অডিও ও ভিডিও আপডেটসহ বিবিসি বাংলার সর্ব সাম্প্রতিক খবর আপনার নিজস্ব ব্লগ অথবা ওয়েবসাইটে যোগ করতে পারবেন৻

বিবিসি বাংলা উইজেট কেন প্রয়োজন?

বিবিসি বাংলারউইজেটের মাধ্যমে বিশ্বের সর্ব সাম্প্রতিক সংবাদ সরাসরি আপনার ওয়েবসাইটের ব্যবহারকারীদের কাছে উপস্থাপন করতে পারেন৻ বিনা খরচে প্রয়োজনীয় তথ্য দেওয়ার এটা একটা সহজ উপায়৻

বিবিসি বাংলা উইজেট কিভাবে ইন্সটল করতে হয়?

নীচের কোডটি কপি করে আপনার ব্লগ বা ওয়েবসাইটের সাইডবার বা অন্য কোন জায়গায় পেস্ট করুন৻

<script src="http://www.bbc.co.uk/worldservice/widget/widget.js" type="text/javascript"></script>
<script type="text/javascript">bbcwswidget.settings({"package" : "bn"
});
</script>
<noscript><a href="http://www.bbc.co.uk/bengali">বিবিসি বাংলা দেখুন</a></noscript>

iGoogle, Windows Vista Sidebar, Netvibes, Mac Dashboard and WordPress জন্য উইজেটের পৃথক কয়েকটি ভার্শন আছে এবং আরো কয়েকটি শীঘ্রই পাওয়া যাবে৻

বিবিসি বাংলা উইজেটের বৈশিষ্ট্য:

সর্বশেষ সংবাদ

কনটেন্ট বারে ক্লিক করে দেখুন কি ধরণের কনটেন্ট পাওয়া যাচ্ছে৻ এই তালিকা থেকে ব্যবহারকারী তাঁর পছন্দের ধরণের কনটেন্ট বেছে নিতে পারেন৻

উইজেট যোগ করুন

+বোতামে ক্লিক করে, আপনার ওয়েবসাইটের ব্যবহারকারীরা তাঁদের ওয়েবসাইট বা ব্লগে এই উইজেট যোগ করতে পারেন৻

এর মাধ্যমে উইজেট ইনস্টল করতে প্রয়োজনীয় কোড পাওয়া যাবে৻

অপশনস

আপনার ব্যবহারকারীদের জন্য কয়েকটি অপশন এখানে৻ এসব অপশন পরিবর্তন করলে উইজেটের ডিসপ্লেতে পরিবর্তন ঘটবে৻

ডিফল্ট ফিড সিলেক্ট করুন

উইজেড লোড হওয়ার পর প্রথম কি ধরণের কনটেন্ট দেখা যাবে তা ঠিক করুন৻

সারাংশ বাদ দিন

শুধু সংবাদ শিরোনাম দেখানো হবে এই বক্সটিকে টিক চিহ্ন দিন৻ সংবাদ শিরোনাম গুলোর সারাংশ দেখানো হবে এটি সিলেক্ট করবেননা৻

ছোট ছবি বাদ দিন

প্রতিবেদনগুলোর তালিকা থেকে ছবি বাদ দিতে চান, এই বক্সে টিক চিহ্ন দিন৻

সাহায্য

সাহায্যের পাতায় যেতে প্রশ্নবোধক চিহ্নের ওপর ক্লিক করুন৻

উইজেটের শর্তাবলী

বিবিসি বাংলার উইজেট ইনস্টল করে এবং এর মাধ্যমে বিবিসি বাংলার কনটেন্ট দেখিয়ে আপনি নীচের শর্তাবলী মেনে নিতে সম্মতি দিয়েছেন৻

১. লাইসেন্স

১.১ বিবিসি বাংলাউইজেটের মাধ্যমে কেবলমাত্র বিবিসি বাংলার কনটেন্ট দেখানোর একচেটিয়া নয় এমন লাইসেন্স আপনাকে দেওয়া হয়েছে৻

১.২ বিবিসি বাংলাউইজেট এবং বিবিসি বাংলা কনটেন্টের মেধাসত্ত্বাধিকার সহ সব ধরণের অধিকার বিবিসির জন্য সংরক্ষিত৻

২. বিবিসি বাংলাউইজেট এবং বিবিসি কনটেন্ট ব্যবহার

২.২ বিবিসি বাংলাউইজেট কেবল মাত্র ব্যক্তিগত ব্যবহারের জন্য, বাণিজ্যিক উদ্দেশ্যে ব্যবহারের জন্য নয়৻

২.৩ আপনি বিবিসি বাংলার কনটেন্ট কোনভাবে কপি, পুণঃপ্রকাশ, সম্পাদনা, পরিবর্তন বা অন্য কোন কিছুর সঙ্গে যোগ করতে পারবেননা৻

২.৪ আপনি বিবিসি বাংলারউইজেট কপি, বিতরণ, আনজিপ, রিভার্স ইঞ্জিনিয়ার, ডিকম্পাইল বা অন্য কোনভাবে ডিস-এসেম্বল করতে পারবেননা বা অন্য কোনভাবে এর মূল উপাদান ব্যবহার করতে পারবেননা৻

৩.ওয়ারান্টি এবং দায়

৩.১ বিবিসি বাংলাউইজেট এবং বিবিসি বাংলাকনটেন্ট ``যেমন আছে`` এবং ``যেভাবে পাওয়া যাচ্ছে`` ভিত্তিতে পাওয়া যায়৻ আপনি নিজ দায়িত্বে বিবিসি বাংলার উইজেট ইনস্টল করেছেন এবং তার মাধ্যমে বিবিসি ওয়ার্ল্ড সার্ভিস কনটেন্ট দেখছেন৻

৩.২ বিবিসি বাংলাউইজেট এবং বিবিসি বাংলাকনটেন্ট অশুদ্ধ, ভুল, ভাইরাস বা ত্রুটিমুক্ত রাখতে বিবিসি যুক্তি সঙ্গতভাবে চেষ্টা করেছে৻ তবে বিবিসি এক্ষেত্রে কোন নিশ্চয়তা দিচ্ছেনা৻

৩.৩ আইন সম্মতভাবে সম্ভব পর্যায় পর্যন্ত, বিবিসি বাংলাউইজেট এবং বিবিসি বাংলা কনটেন্ট বা বিবিসি ওয়েবসাইটের ব্যাপারে, বিবিসি কোন ধরনের গ্যারান্টি (অন্তর্নিহিত, বিধিবদ্ধ বা অন্য কোনভাবে) দিচ্ছেনা৻ বিবিসি বাংলা উইজেট এবং বিবিসি বাংলাকনটেন্ট সংক্রান্ত বা এর কারণে কোন ক্ষতির দায় বিবিসি নেবেনা৻

৩.৪ আপনার কম্পিউটারকে ভাইরাসের হাত থেকে রক্ষা করতে যথাযথ সতর্কতা অবলম্বন করার পরামর্শ দেওয়া হচ্ছে৻

৩.৫ এসব শর্তের কোনটি লঙ্ঘন করলে বিবিসি বাংলাকনটেন্ট পরিবর্তন বা সরিয়ে নেওয়া হতে পারে এবং আপনার জন্য বিবিসি বাংলা উইজেট এর ব্যবহার নিষিদ্ধ করতে পারে৻

৪. সাধারণ

৪.১ এসব শর্ত ইংল্যান্ডের আইন অনুযায়ী ব্যাখ্যা করা হবে এবং কেবল মাত্র ইংলিশ কোর্টের এখতিয়ার ভুক্ত৻

Level 2

আমি সাইফুল ইসলাম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 185 টি টিউন ও 3440 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

টপটিউনার হতে ‍চাই !


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

ভাল জিনিষ, ধন্যবাদ আপনাকে।

ভালো জিনিস দিয়েছেন তো! টেকটিউন্স এখন অনেক ভালো কিছু টিউনার পাচ্ছে !

কাজের জিনিস।

—————————————
আমার এলোমেলো ব্লগ – আপনি আমন্ত্রিত

ভাল একটা জিনিস দিলেন এই জন্য আপনাকে ধন্যবাদ।
আপনার টিউনও সুন্দর হইছে চালিয়ে যান শুভ কামনা রইল আপনার জন্য।

Thanks……………..

ভাল জিনিষ, ধন্যবাদ আপনাকে।

Level 0

সিদ্দিকের মত বলতে ইচ্ছে করতাছে "এইডাই চাইছিলাম"। ধন্যবাদ