আসসালামুয়ালাইকুম । আসা করি সবাই ভালো আছেন । আমি ও ভালো আছি । আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি জটিল একটা জিনিস । জারা ওয়েবসাইট এর কাজকরেন অথাবা SEO করে তাদের জন্য আজকের টিউন টি ১০০% কাজের । কারন আজকে আপনাদের জন্য এমন সাইট নিয়ে এসেছি জেইখানে আপনারা পাবেন একসাথে
অনেক কিছু । আপনারা জা জা পাবেন টার একটা লিস্ট নিচে দেওয়া হলো এবং লিস্ট এর পড়ে প্রত্যেক টুল এর বিবরণ এইটা দিয়ে কি করতে পারবেন তা দেওয়া হবে -
- Htaccess Generator: এইখান থেকে সহজে আপনার সাইট এর জন্য htaccess জেনারেট করতে পারবেন ইচ্ছা মত বিভিন্ন অপশন সেট করে । এর
জন্য আপনাদের htaccess বানানোর জন্য কোড করতে হবে না ।
- Robots.Txt Generator : এই টুল থেকে আপনারা Robots.txt ফাইল জেনারেট করতে পারবেন ।
এইটি সাহায্যে আপনি কোন কোন সার্চ ইঞ্জিন এর বট আপনার সাইট এ এলাউ করতে চান তা জেনারেট করতে পারবেন সহজেই ।
- SiteMap Generator: এইখান থেকে আপনার সাইট এর সাইটমেপ জেনারেট করতে পারবেন না একটা পরিপুরন সাইট করার জন্য দরকারি ।
- Speed Test : এই টুল দিইয়ে কোন সাইট কত স্পিড এ লোড নেয় তা দেখতে পারবেন ।
এই কেটাগরি তে এই টুলস গুলা রয়েছে -
Meta Tags Generator ,
Keyword Cleaner,
Keyword Generator ,
PageRank Lookup ,
Indexed Pages Lookup .
Character Length Checker
আসা করি জারা Seo এর কাজ করেন বা নিজের সাইট এর জন্য SEO করতে চান বা করেন তারা এইগুলা সম্পর্কে জানেন এবং এইগুলুর গুরুত্ত বুঝেন । এই জিনিস গুলু
আপনারা অতি সহজেই বানিয়ে নিতে পারেন সাইট টির মাধ্যমে ।
- Password Generator: এর সাহায্যে আপনারা অনেক শক্তিশালি পাসওয়ার্ড বানাতে পারবেন । ( এইটা রেন্ডম পাসওয়ার্ড জেনারেট করে এবং
পাসওয়ার্ড স্টোর করে না তাই নিশ্চিন্তে ইউজ করতে পারেন । )
- Hash Generator: এর সাহায্যে কোন টেক্সট কে MD5 ,Sha-1 এর Hash এ জেনারেট করতে পারবেন ।
Whois Lookup:এর সাহায্যে কোন ডোমেইন কথা থেকে রেজিস্টার হয়েছে ,কোন DSN ঈউজ করছে ,ডোমেইন এর মালিকের নাম কি , কবে কিনা
হয়েছে ,কবে এক্সপায়ার হবে এইগুলা সহ প্রচুর তথ্য জানতে পারবেন ।
Http Header Lookup: এর মাধ্যমে কোন সাইট এর Http Header দেখতে পারবেন ।
Live Http Editor: পিসি ইউজার রা জারা কোডিং করেন তারা হয়ত অনেকেই নোটপ্যাড এ ছোট খাট এইচটিএমএল কোড লিকে সেভ করে ওপেন করে
দেখেন কেমন হইছে কিন্তু এইটার মাধ্যমে আপনারা কোণ কোড লিখার সাথে সাথেই টার প্রিভিউ দেখতে পারবেন । এর জন্য আপনার ডাটা খরচ হবে না । অফলাইনে কাজ
করার জন্য আপনারা টুলটি তে ঢুকে পেজ টা সেভ করে নিতে পারেন , (firefox user রা CTRL S প্রেস করে সেভ করতে পারেন পেজ টি , ক্রোম এর টা জানা নাই ) ।
এছারাও রয়েছে Graph and Charts এবং Script Resources টুল সময়ের কারনে এইগুলার বিবরণ দিতে পারলাম না ।আপনারা ইউজ করলেই বুজতে পারবেন ।
আরো রয়েছে আপনার ভিজিটরদের Paypal দিয়ে পেমেন্ট করানোর জন্য Paypal Button ক্রিয়েটর । টুল টা দেখেলেই কিভাবে কি হয় বুজতে পারবেন ।
বর্ণনার মদ্ধে জে টুল টি এর পেজ টিটে আপনি যেতে চান tools এর লিস্টে ওঁই টুল এর নামে ক্লিক করলে ওঁই টুল এর পেজ এ প্রবেস করবেন ।
এছারা সকল ক্যাটাগরির নাম , লিংক এবং কোন ক্যাটাগরি তে কোন টুলস রয়েছে এবং তাদের নাম , লিংক অথাবা সকল টুলস এর নাম লিংক একসাথে লিস্ট দেখতে
চাইলে
।
কোন টুল বেবহারে সমস্যা হলে আমাকে মেসেজ করতে পারেন ফেসবুক এ - Farhan Sajid
টুলস গুলা আপনাদের কেমন লাগলো তা জানাতে প্লিজ একটা কমেন্ট করুন আর এইখানে আইডি না থাকলে ফেসবুক এও আমাকে মেসেজ করতে পারেন ।
জে কোন ওয়ার্ডপ্রেস সাইট কোন থিম ইউজ করছে তা দেখতে Techtunes এর এই টিউন টি দেখুন https://www.techtunes.io/tips-and-tricks/tune-id/333296
বাংলাদেশের মেটা বেসড সার্চ ইঞ্জিন - আমাদেরনেট দেখতে ভুলবেন না ।
আমি মিরাজ ম্যাক। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 10 টি টিউন ও 53 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
AFK