আপনার কি রিচ ট্রাফিক ওয়েব সাইট আছে? নিয়ে নিন ফ্রী তে ক্লাউড হোস্টিং!!

প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি আমার এই পোস্টটি স্পামিং এর পর্যায়ে পরে তো। পোস্টটি দেয়ার আগে নিজেই যথেষ্ঠ কনফিউজড ছিলাম। কেননা আমার এই পোস্টটি সরাসরি প্রোমোশনের জন্য নয়, তারপরেও একরকম বিজ্ঞাপনই। আমি আমার হোস্টিং কোম্পানী থেকে ৫ জনকে হোস্টিং স্পন্সর দিতে চাই যারা শর্ত সাপেক্ষে ফ্রীতে তাদের সাইটের জন্য হোস্টিং ইউজ করতে পারবে।
এদের মধ্যে ২ জন পাবে লাইফটাইমের জন্য ফ্রী স্পন্সরশীপ। সাথে ক্লাউড সার্ভার থেকে ওয়েব হোস্টিং।
এবং বাকি ৩জন পাবে আমাদের প্রিমিয়াম শেয়ার্ড হোস্টিং প্লান থেকে ১ বছরের জন্য ফ্রী ওয়েব হোস্টিং। ১বছর পর তাকে প্যাকেজ রিনিউ করে নিতে হবে অথবা তার সাইটের পার্ফরমেন্স বুঝে তার ফ্রীহোস্টিং এর মেয়াদ বৃদ্ধি করা যেতে পারে।
ক্লাউড হোস্টিং এর ক্ষেত্রে ৫০০ এমবি ডিস্কস্পেসের সাথে পাবেন ১০জিবি ব্যান্ডউইথ। হাইট্রাফিক সাইটের ক্ষেত্রে শর্ত সাপেক্ষে ব্যান্ডউইথ বাড়িয়ে নেয়া যাবে। অবস্থা বুঝে প্রয়োজনে ডিস্কস্পেসও বাড়ানো যাবে। তবে এসব ক্ষেত্রে আপনি যে সাইটের জন্য স্পন্সর নেবেন সে সাইট ব্যাতিত একাধিক সাইট হোস্টিং এ থাকলে ডিস্কস্পেস বা ব্যান্ডউইথ বাড়ানো হবে না। এটা বলাই বাহুল্য যে একাধিক সাইট থাকলে সব সাইট মিলে সমস্টিগত ভাবে বেশি ডিস্কস্পেস ও ব্যান্ডউইথ লাগবে। তবে আপনার জন্য বরাদ্দকৃত ৫০০ এমবি ডিস্কস্পেস ও ১০জিবি ব্যান্ডউইথ এ আপনি যতগুলো সাইট হোস্ট করতে চান করতে পারবেন। এতে কোন বাধা থাকবে না। উল্লেখ্য যে আমাদের প্রিমিয়াম ৫০০ এমবি প্যাকেজে আপনি পাবেন ১০০টি এডঅন ডোমেইন, ১০০টি সাবডোমেইন, ১০০টি মাইএসকিউএল একাউন্টস। আপনি চাইলে আপনার জন্য বরাদ্দকৃত হোস্টিং একাউন্ট আপনার অন্য কোন ক্লায়েন্ট এর কাছেও বিক্রি করে দিতে পারেন এবং আপনার সেই ক্লায়েন্ট এর কাছে থেকে আপনি ইয়ারলী পেমেন্ট নিতে পারেন। অথবা আপনার অন্য কোন সাইট যা আমাদের শর্তের মধ্যে পড়ছে না এমন সাইটও হোস্ট করতে পারেন। এই ক্ষেত্রে এই ক্ষেত্রেও আপনি আমাদের কাছে থেকে ফ্রী স্পন্সর পাবেন, তবে আমাদের শর্তের সাথে সামঞ্জস্য আছে এমন কোন সাইটেই আপনাকে আমাদের এড শো করাইতে হবে।
শর্ত সমুহঃ
আমাদের কোম্পানীর একটা এড সাইটে দিয়ে রাখতে হবে।
টপলেভেল ডোমেইন হতে হবে। সাইটের বয়স ১ বছরের বেশি হলে প্রাধান্য বেশি দেয়া হবে। অন্য কোন প্রোভাইডারের আন্ডারে সাইট থাকলে ফ্রী ট্রান্সফার করে নেয়া হবে।
কোম্পানীর কর্পোরেট সাইট, নিউজ সাইট, পোর্টফোলিও সাইট গ্রহনযোগ্য নয়।
ওয়ার্ডপ্রেস সাইট হলে প্রাধান্য বেশি দেয়া হবে।
বাংলা কমিউনিটি ব্লগ/টেকনোলজী ব্লগ সাইট হলে প্রাধান্য বেশি।
আমাদের এডের পাশাপাশি অন্য কোন হোস্টিং কোম্পানীর এড দেয়া যাবে না। তবে এডনেটওয়ার্কের এড সাইটে ইউজ করলে এবং সেখানে অন্য কোন হোস্টিং কোম্পানীর এড শো করলে কোন সমস্যা নাই।

এছাড়াও আরো ৩জনকে ২০০ এমবি ডিস্কস্পেস ও ৫জিবি ব্যান্ডউইথ এর হোস্টিং শুধুমাত্র প্রথম বছরের জন্য স্পন্সর দেয়া হবে। এই ক্ষেত্রে সকল শর্ত সমূহ শিথিলযোগ্য। শুধু মাত্র আমাদের কোম্পানীর রেগুলার অফারের একটা এড আপনার সাইটে শো করায়ে রাখতে হবে।

ফিচার সমুহঃ
উভয় ক্ষেত্রেই সিপ্যানেলের ফুল এক্সেস দেয়া হবে।
ক্লাউড সার্ভার, আল্ট্রা ফাস্ট SSD হার্ড ডিস্ক।
৯৯.৯% আপটাইম।
সফটাকুলাস।
ফুলপ্রিমিয়াম ফিচার উইথ ২৪/৭ সাপোর্ট।

স্পন্সরের জন্য আবেদন করতে কল করতে পারেনঃ ০১৭২০৪১০৮৫০
অথবা পিএম এ যোগাযোগ করতে পারেন।
আমাদের ফেসবুক পেজঃ https://www.facebook.com/cyberdeveloperbd
আমাদের ওয়েব সাইটঃ http://cyberdeveloperbd.com/

Level 0

আমি রাজিব আহসান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 28 টি টিউন ও 258 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

বগুড়ার একমাত্র বানান ভূল সর্বস্ব লেখক


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

free domin a hole reply din….

না। ফ্রী ডোমেইন আপাতত এলাও নয় ক্লাউড সার্ভারের ক্ষেত্রে।
যেহেতু ক্লাউড সার্ভারের এমনিতেই প্রাইস অনেক বেশি, সেহেতু আমি চাচ্ছি এই ফ্রী সার্ভিসের ফীডব্যাকটাও ভাল আসুক, যেটা আমার কোম্পানীর কাজে লাগে।
তবে আপনি এপ্লাই করতে পারেন। প্রিমিয়াম শেয়ার্ড হোস্টিং এর জন্য ফ্রী ডোমেইন এর শর্ত শিথিল যোগ্য। এই ক্ষেত্রে ৩জনকে দেয়া হবে ২০০ এমবি করে প্রথম ১বছরের জন্য শেয়ার্ড হোস্টিং প্যাকেজ।
এবং এখানেও থাকতে ৯৯.৯% আপটাইম গ্যারান্টি, ২৪/৪ সাপোর্ট সুবিধা। ফ্রী হোস্টিং বলে সাপোর্ট দিতে আশা করি কোন হেরফের হবে না। সেই সাথে পাবেন ক্লাউড লিনাক্স অপারেটিং সিস্টেম যা আপনার হোস্টিং একাউন্টকে করবে আরো সিকিউর এবং সম্পুর্ন ওভারলোড মুক্ত এবং ফাস্ট।

500mb share hosting dile balo hoto@রাজিব আহসান:

500mb share hosting dile balo hoto

সরি ব্রো। ফ্রী ডোমেইনে আপাতত হোস্টিং দেয়া পসিবল হচ্ছে না 🙁
৫টার মধ্যে অলরেডি ৩টা বুক হয়ে গেছে এবং টিএলডি দিয়েই। এখন বাকি দুইটাও চাচ্ছি টপ লেভেইল ডমেইন দিয়েই আসুক। ফ্রীডমেইন দেখলে ভিজিটররা আপনার সাইটে ভিজিট করতে অনুৎসায়ীত হবে। এই ক্ষেত্রে আপনার আমার দুই জনেরই লস 🙁

আমার হস্টিং এর দরকার নেই, কিন্তু আপনার সাথে একটু কোথা বলার ইচ্ছা ছিল।
আমার একটা সাইটে বাংলাদেশের প্রচুর ভিসিটর আসে, সেখানে আপনার সাইটের অ্যাড আমি ফ্রিতেই দিতে পারি।
কিন্তু আমি জাস্ট একটু অন্যরকম (টেকনিকাল) সাহায্য চাই।
পারলে যোগাযোগ করবেন http://facebook.com/profile.php?id=100002647161682

টেকটিউনে রিপলে নটিফিকেসান পাইনা, তাই এফবিতে ম্যাসেজ করবেন প্লিজ