-------------------------- بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ --------------------------
সুপ্রিয় টেকটিউনস কমিউনিটি সবাইকে আমার সালাম এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের টিউন ।
বর্তমান সময়ে ওয়েব ডেভেলপমেন্ট হলো তরুণ তরুণীদের প্রথম পছন্দ। অনেক তরুণ তরুণী তাদের মূল্যবান সময়কে ওয়েব ডেভেলপমেন্ট শিখতে ব্যায় করছেন। তবে শেখার পদ্ধতি একেক জনের কাছে একেক রকম। কেউ কোচিং সেন্টার থেকে শিখছে আবার কেউ কেউ বই কিংবা ভিডিও টিউটরিয়াল দেখে হয়ে যাচ্ছে প্রফেশনাল ওয়েব ডেভেলপার। হঠাৎ করে সেদিন মাথায় আসলো আমাদের অ্যান্ড্রোয়েড ফোনগুলোকে ওয়েব ডেভেলপমেন্ট শেখার মাধ্যম হিসাবে পেলে কেমন হয়? কারন আজকাল কম বেশি সবাই প্রায় একটা করে অ্যান্ড্রোয়েড ফোন ব্যবহার করে। তো আমার এই চিন্তা থেকে আজ আমি আপনার জন্য নিয়ে আসছি ওয়েব ডেভেলপমেন্ট শেখার জন্য চমৎকার কিছু অ্যাপস। চলুন তাহলে শুরু করা যাক।
আপনারা যারা ওয়েব ডেভেলপার তারা HTML এবং CSS জানেন না এটা মনে করা বোকামী। আজকাল সবাই অতি উৎসাহে HTML এবং CSS শেখে। তারপর আসল জিনিস দেখে মাথা ঘুরে পড়ে যায়। যাহোক, টিউনে প্রথম যে অ্যাপসটির সাথে আপনাদের পরিচয় করিয়ে দিবো সেটা হলো Twitter Bootstrap. যারা জানেন না Twitter Bootstrap কী তাদের জন্য বলছি, Twitter Bootstrap হলো একটি কম্প্লিট রেসপন্সিভ ওয়েব ডিজাইন ফ্রেমওয়ার্ক যার সাহায্যে আপনি আধা ঘন্টা সময় ব্যায় করে একটি সম্পূর্ণ রেসপন্সিভ ওয়েব টেমপ্লেট তৈরী করতে পারবেন। Twitter Bootstrap সম্পর্কে বিস্তারিত জানার জন্য এখানে ক্লিক করতে পারেন। এখন চলুন কিছু স্ক্রিনশট দেখে নিই..................
দেখে ভালো লেগেছে নিশ্চয়। তাহলে হয়তো ডাউনলোড করার কথা ভাবছেন। এতো ভাবাভাবির কী আছে বলুন। আপনার জন্য নিচের ডাউনলোড লিংক তো দিয়েই দিয়েছি।
বিঃদ্রঃ অ্যাপসটি ইনস্টল করার পর কিছুক্ষণ ইন্টারনেট কানেকশন চালু রাখতে হবে, যাতে করে অ্যাপসটি প্রয়োজনীয় কিছু ফাইল ডাউনলোড করে নিতে পারে। তবে ডাটা ১ মেগাবাইটের বেশি খরচ হবেনা।
আমার বিশ্বাস যারা টিউনটি পড়ছেন তারা jQuery সম্পর্কে ভালোই জানেন। তারপরেও যারা জানেন না তাদের বলছি, jQuery হলো একটি Javascript Library (এখন কেউ যদি প্রশ্ন করেন Javascript কী তাহলে বলতে হবে কেউ আমারে মাইরালা)। সাধারনত Javascript কোডগুলো থাকে অনেক বিশাল বিশাল। খুব ভালোমানের একাডেমিক জ্ঞান না থাকলে মনের মতো Javascript কোডিং করাকে মিরাকল বলতে হবে। তবে jQuery কে বলতে পারেন Javascript এর মিনিফাইড ভার্সন। একটি কমপ্লিট Javascript ফাইল দেওয়া থাকবে আপনি শুধু প্রয়োজনীয় কোডটুকুকে jQuery দিয়ে কল করবেন। সাধারনত ২০ লাইনের মতো Javascript কোড থাকলে তার jQuery কোড হয় মাত্র ৩ লাইনের মতো। jQuery সম্পর্কে আরো বিস্তারিত জানার জন্য এখানে ক্লিক করুন।
আমি এখন আপনাদের এমন একটি অ্যাপস এর সাথে পরিচয় করিয়ে দিবো যার সাহায্যে আপনি অ্যান্ড্রোয়েড ফোন দিয়ে খুব সহজেই jQuery শিখতে পারবেন। তো চলুন আগে কিছু স্ক্রিনশট দেখে নেয়া যাক, তারপর না হয় ডাউনলোডের কথা ভাবা যাবে
ডাউনলোড করতে চাইলে নিচের ডাউনলোড লিংকটি তো আপনার জন্য আছেই.... তবে আর দেরী কেন?
বিঃদ্রঃ অ্যাপসটি সম্পূর্ণ অফলাইন ভার্সন। সুতরাং কোন ডাটা চার্জ প্রযোজ্য হবেনা।
jQuery UI মানে হলো jQuery User Interface. এটা সাধারন jQuery এর চেয়ে অনেক মজার। এখানে jQuery কোডগুলোর চাইতেও সংক্ষেপিত কোড লিখতে হয়। jQuery UI সম্পর্কে বিস্তারিত জানতে হলে এখানে ক্লিক করুন। ডাউনলোড করার পূর্বে কিছু স্ক্রিনশট দেখে নিন।
এখন যদি ডাউনলোড করতে চান তাহলে নিচের ডাউনলোড লিংকে ক্লিক করুন।
বিঃদ্রঃ অ্যাপসটি সম্পূর্ণ অফলাইন ভার্সন। সুতরাং কোন ডাটা চার্জ প্রযোজ্য হবেনা।
বর্তমানে সবচেয়ে ক্রিয়েটিভ কাজ বলে আমি যা মনে করি তার মাঝে একটি হলো PHP ডেভেলপমেন্ট শেখা। PHP ছাড়া আপনি ভালো মানের কোন কাজই করতে পারবেন না। যতো সিএমএস আছে বা সার্ভারে যতো ল্যাঙ্গুয়েজ ব্যবহার করা হয় সব PHP। আপনাদের জন্য সর্বশেষ রয়েছে PHP Complete Manual. নিচে কিছু স্ক্রিনশট দিয়ে দিলাম, ভালো লাগলে ডাউনলোড করে নিন।
ডাউনলোড করার জন্য নিচের ডাউনলোড লিংকে ক্লিক করুন।
বিঃদ্রঃ অ্যাপসটি সম্পূর্ণ অফলাইন ভার্সন। সুতরাং কোন ডাটা চার্জ প্রযোজ্য হবেনা।
সাধারনত বই কিংবা ভিডিও টিউটরিয়াল দেখতে হলে নিজের ইচ্ছে মতো দেখা যায়না। আপনাকে তারা যা দেখাবে শুধু তাই দেখতে পারবেন। সাথে তাদের আজাইরা প্যাচাল তো আছেই। কিন্তু আপনি যদি এই অ্যাপসগুলো ব্যবহার করেন সেক্ষেত্রে আপনি নিচের সুবিধাগুলো পাবেন-
এছাড়াও আরো অনেক সুবিধা পাবেন অ্যাপসগুলো ব্যবহার করলে। এর জন্য তো আগে অ্যাপসগুলো ইনস্টল করতে হবে, আপনি কি ডাউনলোড করে রেখেছেন? যাহোক, টিউনটির একেবারেই শেষ মূহুর্তে চলে আসছি মনে হচ্ছে তবে বরাবরের মতো কিছু কথা রয়েছে এখনো বাকি...............
টিউনটি যদি আপনাদের ভালো লেগে থাকে অথবা বুঝতে যদি কোন রকম সমস্যা হয় তাহলে আমাকে টিউমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। কারন আপনাদের যেকোন মতামত আমাকে সংশোধিত হতে এবং আরো ভালো মানের টিউন করতে উৎসাহিত করবে। আর আপনাদের যাদের টেকটিউনসে একাউন্ট নেই তারা আমার ব্যক্তিগত ফেসবুক পেজ লিংক থেকে আমার টিউনে কমেন্ট করতে পারবেন। পেজে লাইক দিয়ে আমার সকল টিউন বিষয়ে আপডেট থাকুন। সর্বশেষ যে কথাটি বলবো সেটা হলো, আসুন আমরা কপি পেস্ট করা বর্জন করি এবং অপরকেও কপি পেস্ট টিউন করতে নিরুৎসাহিত করি। সবার সর্বাঙ্গিন মঙ্গল কামনা করে আজ এখানেই শেষ করছি। দেখা হবে আগামী টিউনে।
আপনাদের সাহায্যার্থে আমি আছি........
ফেসবুক | টুইটার | গুগল-প্লাস
আমি সানিম মাহবীর ফাহাদ। সুপ্রিম টিউনার, টেকটিউনস, ঢাকা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 176 টি টিউন ও 3500 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 159 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আগে যা শিখেছিলাম এখন তা শেখানোর কাজ করছি। পেশায় একজন শিক্ষক, তবে মনে প্রাণে টেকনোলজির ছাত্র। সবার দোয়া প্রত্যাশি।
অ্যাপসগুলো ভালই…..ব্যক্তিগতভাবে আমি যদিও টিউটোরিয়াল, রিলেটেড বইগুলো পড়ি……আসলে বড় পরিসরে আমাকে এসব টুলস ব্যবহার করতে হয়, তাই বিস্তারিত জানতে হয়।
আপনার কথা সত্যি- একাডেমিক জ্ঞান পোক্ত না হলে জাভাস্ক্রিপ্ট এমনকি জেকুয়েরি নিয়ে মনমত নাড়াচাড়া করাও কঠিন…..তবে এই টুলসের সবচেয়ে ভাল ব্যবহার সম্ভব যদি ওয়েব অ্যাপের সার্ভার সাইডে ব্যবহার করা যায় 🙂