কেন জানি না টিটির সবাইকে আমার খুব আপন মনে হয়। তাই আপনাদের সামনে একটা কিছু নিয়ে হাজির হলাম। যাই হোক আসল কথায় আসি।
আমি মনে করি যে, খারাপ হোস্টিং সার্ভার ও প্রমো ডোমেন Web developer ও Designer-দের জন্য একটি বড় অভিশাপ।
আপনি যে কোন হোস্টিং সার্ভার ও ডোমেন ব্যবহার করে ওয়েভ সাইট নির্মান করতে পারেন, কিন্তু আপনার ওয়েভ সাইটকে টপ রেংকিং-এ নিয়ে যেতে হলে অভশ্যই আপনাকে উন্নত হোস্টিং সার্ভার ও ডোমেন ব্যবহার করতে হবে।
অনেকেই এই বিষয়ে তেমন মাথা ঘামানোর দরকার মনে করে না। আমি একজন Web Developer হিসেবে বলব এটা আপনার চরম ভুল, তাই আজ থেকে আপনাকে সতর্ক হতে হবে।
আমরা ডিজিটাল বাংলাদেশে বাস করি, তাই সস্তার দিকে আকর্ষন একটু বেশি, কিন্তু সস্তার তিন অবস্তা এই কথাটি মাঝে মাঝে ভুলে যাই।
বাজে হোস্টিং সার্ভার ও প্রমো ডোমেন আপনার যে সকল দিক দিয়ে ক্ষতিসাধন করে তা হলঃ
১. সার্ভার Slow হওয়ার কারনে সাইট লোড হতে অনেক টাইম নেয়।
যার কারনে আপনার সাইটের ভিজিটর বিরক্ত হয়ে যেতে পারে। (যা আপনার সাইটের পপোলারিটি বাড়ানোর জন্য একটি বড় বধা)
২. সার্চ ইন্জিনে সাইটকে টপে রাখতে হলে SEO-এর পাশাপাশি আপনার সাইটের লোডিং টাইম যত কম হবে ফলাফল তত ভাল পাওয়া যাবে।
অনেক ওয়েভ সাইট আছে সার্চ ইন্জিন থেকে ৯৫% ভিজিটর পায়।
(কিন্তু আপনার বাজে সার্ভার আপনাকে সর্বদা পিছনে ফেলে রাখবে)
৩. 3G interner ব্যবহার করে আপনার সাইটে যদি 2G Speed পাওয়া যায়, তাহলে কয়টা ভিজিটর দ্বিতীয় বার আপনার সাইট ভিজিট করবে আমার জানা নেই?
(যার কারনে সাইটে ভিজিটর ধরে রাখা অনেক কঠিন হয়ে পড়বে)
এখন একটু চিন্তা করে দেখুন, আপনার টাকার কিনা হোস্টিং ও ডোমেন আপনার উন্নতির পথে সবথেকে বড় বাধা হয়ে দাড়িয়েছে.
তাই আমি আপনাদের বলব, ভাল সার্ভার ব্যবহার করুন, আর মুক্ত হোন উন্নতির পথে বাধা সৃষ্টিকারী প্রধান অভিশাপ থেকে।
আরও অনেক কিছু বলার ইচ্ছা ছিল, কিন্তু সময় আমার অভিশাপ হয়ে দাড়িয়েছে.
তাই ভাবতেছি আপনাদের সাপোর্ট পেলে এই বিষয়ে ধারাবাহিক প্রতিবেদন করব।
আমার লিখা লিখির তেমন অভিগ্যতা নেই, তাই ভুল হলে ক্ষমা করবেন।
আমার মত অল্প জ্ঞানের মানুষের কাছে কিছু জানার প্রয়োজন হলে.
আমি আরাফাত হোসেন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 11 টি টিউন ও 42 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
thanks.