আমরা সবাই মোটামোটি PHP and MySQL এর নাম জানি। যারা শিখতে আগ্রহী তারা হয়ত অনেকেই বুঝে উঠতে পারি না কোন বই থেকে পড়া শুরু করব। অনেকেই আবার পুরোনো ভার্সন পড়ে থাকি। তাই বর্তমানে Apress Beginning PHP and MySQL 3rd.Edition(Mar.2008) নামক বইটি খুবই ভাল একটি বই PHP and MySQL শেখার জন্য।এই বইটির মুল বৈশিষ্ট হলো বর্তমান সময়ে একটি পূর্নাঙ্গ WEBSITE তৈরি করতে যা যা লাগে তার সমস্ত কিছুই এই বইটিতে তুলে ধরা হয়েছে।
তাই বন্ধুরা বইটি নিচের লিংক থেকে ডাউনলোড করে নাও।
http://rapidshare.com/files/188872705/Apress.Beginning.PHP.and.MySQL.3rd.Edition.Mar.2008.rar
আমি unleashed। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 16 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 4 টি টিউন ও 19 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
অবশেষে রেপিডশেয়ার থেকে ডাউনলোড করতে পারলাম। আমি নিজেও মহা শঙ্কায় ছিলাম করতে পারবো কিনা? @ব্যাড বয় ভাই আপনি আরেক ভাই চেষ্টা করে দেখতে পারবেন। আর এসব বই কষ্ট করে মিডিয়া ফায়ারে রাখলে সবার জন্য ডাউনলোড করতে সুবিধা হয়।
ডার্কলর্ড ভাই এর লেখা প্রসঙ্গে বলছি পাইরেসিকে সমর্থন না করাটাই ভালো। ভাই টাকা দিয়ে বই কিনতে গেলে অনেক ঝামেলা আর এত টাকায় বা কই। আর তারাতারি করার ক্ষেত্রে ই-মেইল ও আরো এক ঝামেলার ব্যাপার। ভাই আমি কিন্তু আপনাকে কষ্ট দেওয়ার জন্য বলিনি।
এখানে যারা ব্রাউজ করে তারা অনেকেই বিগিনার এবং ওয়েব সাইট তৈরির খুটিনাটি শিখতে চায় তাদের জন্য ডাইরেক্ট ডাউনলোড লিঙ্ক অনেক বড় পাওয়া (আমার মতে)
আমি নিজেও ১২ টি বই ডাউনলোড করেছি এর মধ্যে রয়েছে জুমলা ওয়ার্ডপ্রেস এমনকি হাসিন ভাই এর লেখা ওয়ার্ডপ্রেস কমপ্লিটও। চিন্তা করেছিলাম একটা পোস্ট দেব।
সবার সুবির্ধার্থে ডাইরেক্ট ডাউনলোড লিঙ্ক দিতে চেয়েছিলাম।
এখন ত মহা ভয় পাইলাম। চিন্তা করছি দিবো কিনা?
ওয়ার্ডপ্রেস কমপ্লিট বই লাগলে আমাকে মেইল করলে ডাউনলোড লিঙ্ক দিয়ে দিবো
কারো লাগলে বইলেন
মোঃ মাহাবুবুর রহমান মাছুম
[email protected]
download হয়না তো। পারলে বইটা mediafire এ upload করে দেন। বইটা আমার দরকার please.