PHP and MySQL এর একটি বই ফ্রিতে ডাউনলোড করুন।

আমরা সবাই মোটামোটি PHP and MySQL এর নাম জানি। যারা শিখতে আগ্রহী তারা হয়ত অনেকেই বুঝে উঠতে পারি না কোন বই থেকে পড়া শুরু করব। অনেকেই আবার পুরোনো ভার্সন পড়ে থাকি। তাই বর্তমানে Apress Beginning PHP and MySQL 3rd.Edition(Mar.2008)  নামক বইটি খুবই ভাল একটি বই PHP and MySQL শেখার জন্য।এই বইটির মুল বৈশিষ্ট হলো বর্তমান সময়ে একটি পূর্নাঙ্গ WEBSITE তৈরি করতে যা যা লাগে তার সমস্ত কিছুই এই বইটিতে তুলে ধরা হয়েছে।

তাই বন্ধুরা বইটি নিচের লিংক থেকে ডাউনলোড  করে নাও।

http://rapidshare.com/files/188872705/Apress.Beginning.PHP.and.MySQL.3rd.Edition.Mar.2008.rar

Apress.Beginning.PHP.and.MySQL.3rd.Edition.Mar.2008

Level 0

আমি unleashed। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 16 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 4 টি টিউন ও 19 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

download হয়না তো। পারলে বইটা mediafire এ upload করে দেন। বইটা আমার দরকার please.

Level 0

vai amaro book ta dor kar plz.upload koray dhao jai na

Level 0

download হচ্ছে । NO PROBLEM at all………..

কেন ভাই আমরা যে বলতাছি download হয়না সেটা কি বিশ্বাস করেন না। অবশ্য বিশ্বাস না করলে কিছু বলার নাই।

এটিও এক ধরনের পাইরেসী আমি এটিকে সমর্থন করিনা বিশেষ করে এভাবে সরাসরী ডাউনলোড লিন্ক দেয়া ইমেইলের মাধ্যমেও শেয়ার করা যেতে পারে। কারন এটি কোন ফ্রি ই বুক নয় । টেকটিউনসে আমি বারবার ডিসএ্যাপয়েন্ট হয়েছি এধরনের পাইরেসী দেখে যেখানে বাংলাদেশের জনপ্রিয় বাংলা ফোরামেও পাইরেসীর ব্যাপারে নীতি মালা আছে সেখানে সেখানে বাংলাদেশের প্রযুক্তি ভিত্তিক সেরা ব্লগিং প্লাটফর্মে এ ধরনের কার্যক্রম দূঃখ জনক। আমি এর প্রতিবাদ করছি।

আর টেকটিউনস কে বলছি আপনারা প্রতিটি ইউজারের জন্য প্রোফাইল প্রকাশের ফিচারের ব্যবস্থা করেন । যেখানে ব্লগার তার নিজের পরিচয় তুলে ধরতে পারবে । এতে আমরা জনৈক ব্লগার সম্পর্কে আরো বেশী জানতে পারবো।

Level 0

ভাইরে আমি তো দেখছি এই link থেকে 47 বার download হয়েছে। যারা করেছে তারা কিভাবে করল। আপনি অন্য browser দিয়ে try করেন।

Level 0

@ডার্কলর্ড
ভাই আমি বলি নি যে বইটা ফ্রি, আমি ফ্রিতে ডাউনলোড করার কথা বলেছি। আর ভাই সবাইকে ইমেইল করার মত আমার সময় নাই। আপনি কি আপনার computer এর প্রতিটি software কিনে ব্যবহার করেন। কিনলে কোথা থেকে কত টাকা দিয়ে কিনেছেন। সত্য কথা বললে ভাল লাগত। Google A Search করলে এমন কিছু নাই যে পাওয়া যায় না। আর আমার লিংক আমি যাকে খুশি তার সাথে SHARE করতে পারি এবং এইটা কোন পাইরেসী নয়। ইচ্ছা হলে Rapidshre এর Terms & Condition পরতে পারেন।

আরো ভালভাবে বলতে গেলে একটা উদাহরন দিয়ে বলি, আপনি একটা গল্পের বই কিনলেন তারপর সেই বইটা আপনার কোন বন্ধুকে পড়তে দিলেন তাহলে এইটা কোন ধরনের পাইরেসী হল।

অবশেষে রেপিডশেয়ার থেকে ডাউনলোড করতে পারলাম। আমি নিজেও মহা শঙ্কায় ছিলাম করতে পারবো কিনা? @ব্যাড বয় ভাই আপনি আরেক ভাই চেষ্টা করে দেখতে পারবেন। আর এসব বই কষ্ট করে মিডিয়া ফায়ারে রাখলে সবার জন্য ডাউনলোড করতে সুবিধা হয়।

ডার্কলর্ড ভাই এর লেখা প্রসঙ্গে বলছি পাইরেসিকে সমর্থন না করাটাই ভালো। ভাই টাকা দিয়ে বই কিনতে গেলে অনেক ঝামেলা আর এত টাকায় বা কই। আর তারাতারি করার ক্ষেত্রে ই-মেইল ও আরো এক ঝামেলার ব্যাপার। ভাই আমি কিন্তু আপনাকে কষ্ট দেওয়ার জন্য বলিনি।

এখানে যারা ব্রাউজ করে তারা অনেকেই বিগিনার এবং ওয়েব সাইট তৈরির খুটিনাটি শিখতে চায় তাদের জন্য ডাইরেক্ট ডাউনলোড লিঙ্ক অনেক বড় পাওয়া (আমার মতে)

আমি নিজেও ১২ টি বই ডাউনলোড করেছি এর মধ্যে রয়েছে জুমলা ওয়ার্ডপ্রেস এমনকি হাসিন ভাই এর লেখা ওয়ার্ডপ্রেস কমপ্লিটও। চিন্তা করেছিলাম একটা পোস্ট দেব।
সবার সুবির্ধার্থে ডাইরেক্ট ডাউনলোড লিঙ্ক দিতে চেয়েছিলাম।
এখন ত মহা ভয় পাইলাম। চিন্তা করছি দিবো কিনা?

ওয়ার্ডপ্রেস কমপ্লিট বই লাগলে আমাকে মেইল করলে ডাউনলোড লিঙ্ক দিয়ে দিবো
কারো লাগলে বইলেন

মোঃ মাহাবুবুর রহমান মাছুম
[email protected]

কিছু মনে করবেন না আপনি আপনার ই বুক শেয়ার করতেই পারেন এটা আপনার ব্যাক্তিগত ব্যাপার তবে কমেন্ট টি আমি শুধু টেকটিউনসের জন্য করেছি

আমি টেকটিউনসের স্বার্থেই বলেছি একজন টেকটিউনসের ফ্যান হিসেবে আমি চাইনা মানুষ বলুক টেকটিউনস পাইরেসী সমর্থন করে। এমন অনেক অহরহ ওয়ারেজ সাইট আছে যেখান থেকে এসকল বই বা কমার্শিয়াল সফটওয়্যার ডাউনলোড করতে পারা যায় ফ্রি যেগুলো আদতে ফ্রি নয়। আমি চাইনা টেকটিউনস একটি ওয়ারেজ সাইটে পরিনত হোক। আমার চিন্তাধারার সাথে টেকটিউনসের চিন্তাধারার মিল নাও থাকতে পারে তবে একজন টেকটিউনসের ফ্যান হিসেবে এ কথাগুলো বললাম।

আর সত্য কথা জানতে চাইলে বলি একসময় আমিও উইন্ডোজ ব্যবহা করতাম পাইরেটেড সফটওয়্যার ব্যবহার করতাম কারন তখন আমার কাছে অপশন ছিলনা কিন্তু লিনাক্স ব্যবহারের পর আমার ব্যবহৃত সফটওয়্যারের বিকল্প ফ্রি এবং ওপেনসোর্স সফটওয়্যার খুজে পাবার পর সব রকম পাইরেটেড সফটওয়্যার ব্যবহার ছেড়ে দিয়েছি এখন আমি শুধু লিনাক্স ব্যবহার করি এবং ফ্রি বা ওপেনসোর্স সফটওয়্যার ব্যবহার করি

মোঃ মাহাবুবুর রহমান মাছুম আপনার ভয়ের কোন কারন ই নেই কারন আমি টেকটিউনস কর্তৃপক্ষের কেউনা। আমি শুধু আমার ব্যাক্বতিগত মতামত প্রকাশ করলাম

Level 0

VAI ami o download kortay parse vai but google chorme deya vai
tnx

ডাউনলোড হয়না

Level 0

@আশরাফুল আলম

উপরের মন্তব্যগুলো লক্ষ্য করুন।
ডাউনলোড হচ্ছে।………………………

ডাউনলোড করছি কিন্তু .rar ফাইল পড়ব কি ভাবে. open করব কি দিয়ে?

Level 0

winrar নামক software ডাউনলোড করতে হবে।
Download LINK:
http://www.filehippo.com/download_winrar/

ধন্যবাদ ভাইরা! এিট েশয়ার করার জন্য.. এটার আমার খুব প্রেযাজন…

Level 0

ধন্যবাদ সবাইকে।

This site is nice.