আমরা বাংলায় অনেকে ব্লগারে ব্লগিং করি কিন্তু আমাদের ব্লগে ঝকঝকে বাংলা ফন্ট দেখায় না। কিন্তু ইংরেজী ফন্ট ঠিকই দেখায়। বাংলা ফন্ট ঝকঝকে দেখার জন্য Design>Edit>HTML এ যান। তার পর Expand Widget Templates একটা লেখা আছে এখানে টিক চিহ্ন দিয়ে দিন।
তারপর দেখুন যেখানে font-family:Georgia,"Times New Roman",Times,serif; লেখা আছে সেখানে font-family:‘SolaimanLipi’, Verdana, Arial, Helvetica, sans-serif; লিখে দিন।। প্রয়োজন বোধ করলে ফন্ট গুলো আর একটু বড় করে দিন।
বিদ্র: font-family: Georgia,"Times New Roman",Times,serif; লাল রং কার অংশে অন্য কোন ইংরেজী ফন্ট এর নাম লেখা থাকতে পারে। সেটা বদলিয়ে font-family:‘SolaimanLipi’, Verdana, Arial, Helvetica, sans-serif; দিন। দেখুন চকচকে বাংলা লেখা দেখা যাবে।
আমি শিবলী। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 14 টি টিউন ও 148 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমার নাম শিবলী। থাকি খাগড়াছড়ির মত সুন্দর একটা জায়গায় আর লেখা-পড়া করি খাগড়াছড়ি উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীতে। গ্রাফিক্স এবং ওয়েব ডেভলপিং এ খুব আগ্রহ। নতুন কিছু শিখতে ভালো লাগে। তবে ব্লগিং করতে আরাম পাই Blogger এ। আমার জীবনের স্বপ্ন শুধু বড় হওয়া।
ব্লগারদের কাজে লাগবে।