ব্লগার ব্লগে পরিষ্কার বংলা ফন্ট দেখান : খুব একটা দরকারি নয়

আমরা বাংলায় অনেকে ব্লগারে ব্লগিং করি কিন্তু আমাদের ব্লগে ঝকঝকে বাংলা ফন্ট দেখায় না। কিন্তু ইংরেজী ফন্ট ঠিকই দেখায়। বাংলা ফন্ট ঝকঝকে দেখার জন্য Design>Edit>HTML এ যান। তার পর Expand Widget Templates একটা লেখা আছে এখানে টিক চিহ্ন দিয়ে দিন।

তারপর দেখুন যেখানে      font-family:Georgia,"Times New Roman",Times,serif;       লেখা আছে সেখানে     font-family:‘SolaimanLipi’, Verdana, Arial, Helvetica, sans-serif;       লিখে দিন।। প্রয়োজন বোধ করলে ফন্ট গুলো আর একটু বড় করে দিন।

বিদ্র: font-family: Georgia,"Times New Roman",Times,serif; লাল রং কার অংশে অন্য কোন ইংরেজী ফন্ট এর নাম লেখা থাকতে পারে। সেটা বদলিয়ে  font-family:‘SolaimanLipi’, Verdana, Arial, Helvetica, sans-serif; দিন। দেখুন চকচকে বাংলা লেখা দেখা যাবে।

Level 0

আমি শিবলী। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 14 টি টিউন ও 148 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমার নাম শিবলী। থাকি খাগড়াছড়ির মত সুন্দর একটা জায়গায় আর লেখা-পড়া করি খাগড়াছড়ি উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীতে। গ্রাফিক্স এবং ওয়েব ডেভলপিং এ খুব আগ্রহ। নতুন কিছু শিখতে ভালো লাগে। তবে ব্লগিং করতে আরাম পাই Blogger এ। আমার জীবনের স্বপ্ন শুধু বড় হওয়া।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ব্লগারদের কাজে লাগবে।

জুমলার কাজ পারো ?

সালাম শিবলী ভাই, আমার একটা হেল্প করতে হবে ভাই…যদি আপনার যানা থাকে তাহলে বলবেন দয়া করে…আমার যেই সমস্যাটা…আমি আমার ব্ব্লগের টেমপ্লেটটি পরিপরতন করেছিলাম তারপর থেকে একটা জিনিষ কাজ করছে না…সেটা হচ্ছে প্রতিটি পস্ট এর ডান পাশে শেয়ার ফেইসবুক, টুইটার, গুগোল বাজ…এইগুলো আসছে না…অনেক ট্রাই করেছি…আমি ওই অপশন গুলো ফিরিয়ে আনতে চাই…আপনার কোন HTML কোড জানা থাকলে আমাকে বলবেন প্লীজ…নেট এ আমি একটা কোড পেয়েছি…

আমি এই কোড টাকে কথায় প্রোয়োগ করবো??? আমাকে বলা হয়েছিল post-footer এর পরে paste করতে…কিন্তু এটা খুজে পাইনি…XML language ….জাও খুজে পেয়েছি এই রকম .post-footer { margin: 0; padding-left: 0px; padding-top: 0px; padding-bottom: 10px; font-size: 95%; color:#000000;} এখন আমি কি করতে পারি ভাই????

    শিবলী says:
    ৭ অগাষ্ট, ২০১০ at 10:19 অপরাহ্ন

    আপনি কোন কোড পেয়েছেন জানি না, তাই বলতে পারছি না। তবে এখন গুলোল পোষ্ট শেয়ার করার গেজেট দিচ্ছে এই গেজেট লাগানোর জন্য Design>Page Elements যান তারপর “ব্লগ পোস্টস” নামে একটা গেজেট আছে এটার নিচে বাম কোনায় Edit লেখা আছে। সেখানে ক্লিক করলে একটা নতুন উইন্ডো ওপেন হবে। ওখানে নিচের মত শেয়ার করার বটন দেখতে পাবেন সেখানে টিক চিহ্ন দিয়ে দিন। এবং seve করুন।

    তবে একটা কথা বলে রাখি পুরাতন টেমপ্লেট গুলোতে এটা কাজ নাও করতে পারে। যদি না করে তবে এখানে দেখতে পারেন।
    http://www.banglahacks.com/2009/08/blog-post_13.html

    ধন্যবাদ ভাই, আমি নতুন তো আস্তে আস্তে শিখে যাব।

আপনি কোন কোড পেয়েছেন জানি না, তাই বলতে পারছি না। তবে এখন গুলোল পোষ্ট শেয়ার করার গেজেট দিচ্ছে এই গেজেট লাগানোর জন্য Design>Page Elements যান তারপর “ব্লগ পোস্টস” নামে একটা গেজেট আছে এটার নিচে বাম কোনায় Edit লেখা আছে। সেখানে ক্লিক করলে একটা নতুন উইন্ডো ওপেন হবে। ওখানে নিচের মত শেয়ার করার বটন দেখতে পাবেন সেখানে টিক চিহ্ন দিয়ে দিন। এবং seve করুন।

তবে একটা কথা বলে রাখি পুরাতন টেমপ্লেট গুলোতে এটা কাজ নাও করতে পারে। যদি না করে তবে এখানে দেখতে পারেন।

    এই শিবলী !
    যেভাবে কমেন্ট দিয়েছ তাতে তো “মহাম্মাদ হাসান” ভাই এর দেখতেই পাবে না। ফলে কাজের কাজ কিছুই হবে না, খালি খালি কষ্ট কর !
    মহাম্মাদ হাসান ভাই যেখানে কমেন্ট করেছেন, সেখানে তোমার উত্তরটি “Reply” এ ক্লিক দিয়ে দিবে, তাহলে ওনার কাছে মেইল যাবে যে , “যে কেও একজন আপনার কমেন্টের রিপ্লাই দিয়েছেন”।
    না হলে হয় কি , আমরা কত জায়গায় কত কমেন্ট করি, কত প্রশ্ন করি, বা অনেকে আমাদের কথাকে নিয়ে বিতর্কিত করে তোলে। তাই তাদের উত্তর দিয়ে শান্ত করা জরুরী। আর এটা করতে হলে , আমাদের প্রত্যেকটি জায়গায় কমেন্ট করে পরবর্তীতে আবার চেক করতে হবে যে কেও উত্তর দিয়েছে নাকি । যা অনেক ঝামেলার কাজ ।

    ধন্যবাদ ভাই নতুন এসেছি তো তই একটু সমস্যা হচ্ছে। আমার ভুল গুলো ধরিয়ে দেবেন, দয়া করে। তা যত ছোটই হক না কেন।

{http://2.bp.blogspot.com/_lLZ9POOMLcQ/TF2HKXMNcjI/AAAAAAAAAyc/yrvCpymIh9I/s320/help.jpg} ছবটা দেখি আসে নি।

ধন্যবাদ স্বাধীন ভাই, শিবলী ভাই…আমার সমস্যা টা আপনারা ধরতে পেরেছেন…শিবলী ভাই আপনাকে কোটি কোটি ধন্যবাদ…সমাধান হয়েছে আমার প্রবলেমটা…:)

    ঠিক আছে। ভালো থাকবেন।

ব্লগার এ আমার একাউন্ট এই নাই

সালাম সবাইকে, শিবলী ভাই আপনাকে আরেকটু বিরক্ত করবো আপনার কাছে আমার একটা প্রশ্ন ছিলো…ব্লগ এর ভিতরে এমন কোন সিস্টেম আছে যে কোন পেইজ টা কতবার পড়া হয়েছে অথবা দেখা য়েছে এটা প্রতিটা পেইজ এর নিছে দেখাবে…এটা কি শম্ভব?

    আমি তো জানি না। দেখি খুজে যদি পাই।