গ্যাজেট হচ্ছে এমন একটি বিষয়- যেখানে ব্লগে JavaScript/HTML এর কোডিং যুক্ত করে কোন একটি বিষয়ের রুপ দেওয়া হয়। উদাহরন হিসাবে বলা যায় যারা ওয়ার্ডপ্রেস সাইটে সৌন্দর্যর জন্য উইগেট নিয়ে কাজ করেন, ঠিক উইগেটের অনুরুপ বিষয় হচ্ছে ব্লগার গ্যাজেট। প্রথমেই বলেছি একটি ব্লগার সাইটের থীমের পাশাপাশি গ্যাজেটকে কেন্দ্র করেন একটি সাইট সফল তথা সৌন্দর্যতে পরিপূর্ণতা দেয়। এখানে এর মূল চারুকৌশল। ব্লগার সাইটে কোথায় গ্যাজেট ব্যবহার হচ্ছে তার প্রিভিউ দেখতে আমাদের ব্লগার সাইটে প্রবেশ করুন-
১। প্রথমে ব্লগার সাইটে লগইন করুন> বাম পাশের ড্যাশবোর্ড হতে লেআউটে ক্লিক করুন তাহলে আপনার সাইটের নিম্নরুপ এন্টারফেস আসবে।
২।সেখানে Add the Gagazte অথবা একটি গ্যাজেটযুক্ত করুন বাটনে ক্লিক করুন> এবার যে গ্যাজেটটি যুক্ত করতে চান তার পাশের (+)চিহৃ বাটনে ক্লিক করুন।
৩। যেহেতু আমরা একটি কাষ্টম গ্যাজেট যুক্ত করব HTML/Java Script এ-ক্লিক করব > তাহলে নিম্নরুপ একটি বক্স আসবে।
৪। এবার সেখানে আপনার কাংখিত কোডটি পেস্ট করে কোন নাম দ্বারা সেভ করুন > এবার সাইটটি প্রভিউ করলে আপনার গ্যাজেটটি ভিটিটরদের নিকট শো করবে।
সুতরাং আপনি আপনার সাইটে যতগুলো গ্যাজেট যোগ করতে তা হুবহু একই পদ্ধতিতে করতে হবে। আশা করি এবার নিজেই নিজের সাইজে গ্যাজেট নিয়ে কাজ করতে পারবেন।
গ্যাগেজ নিয়ে কাজ করার কিছু সাবধানতা:
আমি এএমডি আব্দুল্লাহ্। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 157 টি টিউন ও 1046 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 5 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।
সম্মানীয় ভিজিটর বন্ধুগন! সবাইকে আন্তরিক সালাম ও ভালবাসা। আশা করি ভাল আছেন। পর সংবাদ যে, আমরা একটি ব্লগ সাইট তৈরি করেছি। সাইটটি সম্পূর্ণ ব্যতিক্রম শিক্ষা ও প্রযুক্তি নির্ভর। প্রযুক্তি, শিক্ষা, কম্পিউটার বিষয়ক যেমনঃ অনলাইন ইনকাম, ফ্রিল্যান্স, টিউটোরিয়াল, মুভি, গেমস, সফটওয়্যার, ভ্রমন, ইতিহাস, ভূগোল, কার্টুন, ধর্ম, টেক সংবাদ, এবং সংবাদপত্র ফিউচার...
প্রিয় টিউনার,
আপনি ভুল ভাবে আপনার চেইন টিউনের শিরোনাম গুলো দিচ্ছেন। আপনি পর্ব হিসেবে টিউনের শিরোনাম গুলো –
চেইন টিউনের নাম [পর্ব-০১] :: চেইন টিউনের ভিতরের বিষয়বস্তু …
চেইন টিউনের নাম [পর্ব-০২] :: চেইন টিউনের ভিতরের বিষয়বস্তু ….
চেইন টিউনের নাম [পর্ব-০৩] :: চেইন টিউনের ভিতরের বিষয়বস্তু
এর অর্থ প্রথমে চেইন টিউনের নাম, এরপর (স্পেস দিয়ে) স্কয়ার ব্রাকেটের ( [ ] ) মধ্যে পর্ব হাইফেন (-) দিয়ে দুই সংখ্যায় পর্বের নম্বর। স্কয়ার ব্রাকেটের ( [ ] ) ভিতরে কোন স্পেস দিবেন না। এরপর (স্পেস দিয়ে) ডাবল কোলন (::) এর পরে (স্পেস দিয়ে) চেইন টিউনের ভিতরের বিষয়বস্তু॥ এই ফরমেটে চেইন টিউনের শিরোনাম গুলো লিখুন।
এই চেইনের পূর্বের পর্ব গুলোর শিরোনাম গুলোও যদি ‘টেকটিউনস চেইন টিউনের’ শিরোনাম মোতাবেক করা না থাকে তবে সব গুলো এখনই সংশোধন করুন ও পরবর্তী সকল চেইন টিউনে সঠিক ভাবে চেইন টিউনের শিরোনাম দিন।
টিউনের শিরোনাম গুলো ‘টেকটিউনস চেইন টিউনের’ শিরোনাম মোতাবেক সঠিক ভাবে সংশোধন করে আপডেট করে এই টিউমেন্টটির প্রতুত্তর (রিপ্লাই) দিন। টেকটিউনস থেকে আপনার টিউন গুলো চেইন করে দেওয়া হবে।
চেইন টিউন কীভাবে প্রক্রিয়া হয় তা জানতে ‘টেকটিউনস সজিপ্র’ https://www.techtunes.io/faq এর ‘চেইন টিউন’ অংশ দেখুন। ধন্যবাদ।