ব্লগিং ও ব্লগারের A-Z [পর্ব-০৩] :: কিভাবে ব্লগে গেজেট কাষ্টমাইজেশন এবং সুন্দর সুন্দর গ্যাজেট যোগ করবেন???

ব্লগিং ও ব্লগারের A-Z

সবাইকে সালাম ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি ব্লগার টিউটোরিয়াল ৩য় পর্বের পোস্ট। আজকের বিষয় হচ্ছে কিভাবে আপনার ব্লগে সুন্দর সুন্দর গ্যাজেট যোগ করবেন এবং গ্যাজেট নিয়ে কাজ করবেন।

তবে প্রথমে জেনে নিই গ্যাজেট কি?

গ্যাজেট হচ্ছে এমন একটি বিষয়- যেখানে ব্লগে JavaScript/HTML এর কোডিং যুক্ত করে কোন একটি বিষয়ের রুপ দেওয়া হয়। উদাহরন হিসাবে বলা যায় যারা ওয়ার্ডপ্রেস সাইটে সৌন্দর্যর জন্য উইগেট নিয়ে কাজ করেন, ঠিক উইগেটের অনুরুপ বিষয় হচ্ছে ব্লগার গ্যাজেট। প্রথমেই বলেছি একটি ব্লগার সাইটের থীমের পাশাপাশি গ্যাজেটকে কেন্দ্র করেন একটি সাইট সফল তথা সৌন্দর্যতে পরিপূর্ণতা দেয়। এখানে এর মূল চারুকৌশল। ব্লগার সাইটে কোথায় গ্যাজেট ব্যবহার হচ্ছে তার প্রিভিউ দেখতে আমাদের ব্লগার সাইটে প্রবেশ করুন-

১। প্রথমে ব্লগার সাইটে লগইন করুন> বাম পাশের ড্যাশবোর্ড হতে লেআউটে ক্লিক করুন তাহলে আপনার সাইটের নিম্নরুপ এন্টারফেস আসবে।

২।সেখানে Add the Gagazte অথবা একটি গ্যাজেটযুক্ত করুন বাটনে ক্লিক করুন> এবার যে গ্যাজেটটি যুক্ত করতে চান তার পাশের (+)চিহৃ বাটনে ক্লিক করুন।


৩। যেহেতু আমরা একটি কাষ্টম গ্যাজেট যুক্ত করব HTML/Java Script এ-ক্লিক করব > তাহলে নিম্নরুপ একটি বক্স আসবে।


৪। এবার সেখানে আপনার কাংখিত কোডটি পেস্ট করে কোন নাম দ্বারা সেভ করুন > এবার সাইটটি প্রভিউ করলে আপনার গ্যাজেটটি ভিটিটরদের নিকট শো করবে।

সুতরাং আপনি আপনার সাইটে যতগুলো গ্যাজেট যোগ করতে তা হুবহু একই পদ্ধতিতে করতে হবে। আশা করি এবার নিজেই নিজের সাইজে গ্যাজেট নিয়ে কাজ করতে পারবেন।

গ্যাগেজ নিয়ে কাজ করার কিছু সাবধানতা:

গ্যাজেট নিয়ে একটি সাইটকে যে রকম সাজানো যায়,আবার বিপত্তিও কম নই। কেননা, আপনি যদি আপনার সাইটে অযথা বেশী গ্যাজেট ব্যবহার করেন তাহলে সাইট স্লো হয়ে যাবে।আবার এমন কিছু গ্যাজেট আছে যেখানে ভিজিটরদের বিঘ্ন সৃষ্টি করে। তাছাড়া কোন গ্যাজেটে ম্যালেসিয়াস ক্ষতিকর কোডিং লেখা থাকে তাহলে তা সাইটের জন্য ক্ষতিকর। সুতরাং এই দিকে নজর রাখতে হবে। তবে গ্যাজেটের বিকল্প হিসাবে অনেকেই HTML টেমপ্লেটে গিয়ে সেখানে HTML কোডিং সংযোজন কিংবা বিয়োজন করে এই কাজটি করে থাকেন।
তবে এই পদ্ধতিটাই সর্বত্তম। কেননা, এরুপ পদ্ধতিতে কাজ করলে সাইট ধীরগতি হবার সম্ভাবনা থাকেনা। তবে এই বিষয়ে (HTML) প্রচুর অভিজ্ঞতা থাকতে হয়। এখানে একটু উল্টা-পাল্টা হলেই সাইটটি বিফলে চলে যাবে। তবে যারা নতুন তাদের HTML এডিটিং না করে সহজ-সরলভাবে গ্যাজেট পদ্ধতি ব্যবহার করাটাই ভালো। উদাহরন স্বরুপ- আমাদের বর্নচূড়া ব্লগ সাইটে যে গ্যাজেট গুলো দেখছেন তার বেশীর ভাগই HTML টেমপ্লেট এডিট করে করা হয়েছে। এমনিতে ব্লগার সাইট ওপেন হতে প্রায় ১.৩০ মিনিটের মত সময় নেয়।
এর কারন হলো- এটি গুগল সার্ভার হতে ট্রান্সপার হয়ে বিভিন্ন ডাটাবেজে রান করতে একটু বেশী সময় নেই। সাধারনভাবে ব্লগার সাইটের কাজ করতে বা ওপেন করতে গেল সর্বনিম্ন ইন্টারনেট গতি ২৩০ কে.বি.পি.এস থাকতে হবে।
তাহলে বন্ধুরা আজ এই পর্যন্ত। পরবর্তী পোস্টে কথা হবে। সেই পর্যন্ত সবাই ভাল থাকুন, আপনার পাশের মানুষটিকে ভালবাসুন, এবং টিটির সাথেই থাকুন। -আল্লাহ্ হাফেয-

Level 2

আমি এএমডি আব্দুল্লাহ্। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 157 টি টিউন ও 1046 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 5 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।

সম্মানীয় ভিজিটর বন্ধুগন! সবাইকে আন্তরিক সালাম ও ভালবাসা। আশা করি ভাল আছেন। পর সংবাদ যে, আমরা একটি ব্লগ সাইট তৈরি করেছি। সাইটটি সম্পূর্ণ ব্যতিক্রম শিক্ষা ও প্রযুক্তি নির্ভর। প্রযুক্তি, শিক্ষা, কম্পিউটার বিষয়ক যেমনঃ অনলাইন ইনকাম, ফ্রিল্যান্স, টিউটোরিয়াল, মুভি, গেমস, সফটওয়্যার, ভ্রমন, ইতিহাস, ভূগোল, কার্টুন, ধর্ম, টেক সংবাদ, এবং সংবাদপত্র ফিউচার...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

প্রিয় টিউনার,

আপনি ভুল ভাবে আপনার চেইন টিউনের শিরোনাম গুলো দিচ্ছেন। আপনি পর্ব হিসেবে টিউনের শিরোনাম গুলো –

চেইন টিউনের নাম [পর্ব-০১] :: চেইন টিউনের ভিতরের বিষয়বস্তু …

চেইন টিউনের নাম [পর্ব-০২] :: চেইন টিউনের ভিতরের বিষয়বস্তু ….

চেইন টিউনের নাম [পর্ব-০৩] :: চেইন টিউনের ভিতরের বিষয়বস্তু

এর অর্থ প্রথমে চেইন টিউনের নাম, এরপর (স্পেস দিয়ে) স্কয়ার ব্রাকেটের ( [ ] ) মধ্যে পর্ব হাইফেন (-) দিয়ে দুই সংখ্যায় পর্বের নম্বর। স্কয়ার ব্রাকেটের ( [ ] ) ভিতরে কোন স্পেস দিবেন না। এরপর (স্পেস দিয়ে) ডাবল কোলন (::) এর পরে (স্পেস দিয়ে) চেইন টিউনের ভিতরের বিষয়বস্তু॥ এই ফরমেটে চেইন টিউনের শিরোনাম গুলো লিখুন।

এই চেইনের পূর্বের পর্ব গুলোর শিরোনাম গুলোও যদি ‘টেকটিউনস চেইন টিউনের’ শিরোনাম মোতাবেক করা না থাকে তবে সব গুলো এখনই সংশোধন করুন ও পরবর্তী সকল চেইন টিউনে সঠিক ভাবে চেইন টিউনের শিরোনাম দিন।

টিউনের শিরোনাম গুলো ‘টেকটিউনস চেইন টিউনের’ শিরোনাম মোতাবেক সঠিক ভাবে সংশোধন করে আপডেট করে এই টিউমেন্টটির প্রতুত্তর (রিপ্লাই) দিন। টেকটিউনস থেকে আপনার টিউন গুলো চেইন করে দেওয়া হবে।

চেইন টিউন কীভাবে প্রক্রিয়া হয় তা জানতে ‘টেকটিউনস সজিপ্র’ https://www.techtunes.io/faq এর ‘চেইন টিউন’ অংশ দেখুন। ধন্যবাদ।

    **হ্যা নিয়মনীতি অনুসরন পূর্বক টাইটেল/চেইন ঠিক করে দিয়েছি।

Level 3

ব্লগস্পটে পোষ্টগুলো কিভাবে দুই কলামে করা যায় ?

    ধন্যবাদ। এটা আসলে টেমপ্লেট ব্যবহারের উপর নির্ভর করে। আপনার টেমপ্লেটি যদি ২ টি কলামের উপযুক্ত থাকে তাহলে তা ২ কলামে শো করতে পারবেন। অনুরুপভাবে ৩ কলাম হলে ৩ টি কলামে শো করতে পারবেন।