আপনি নিঃশ্চয় জানেন যে আপনার design কে অনলাইন এ সবাই কে দেখাতে হলে অব্যশই আপনার একটা ডোমেইন আর একটা হোস্টিং কিনতে হবে। web design এ যারা নতুন তাদের জন্য আজ আমার এই লেখা। যাই হোক কথা না বাড়িয়ে পুরো প্রসেস টা আপনাদের বলছি । এই প্রসেস গুলো ফলো করার পর আপনি পেয়ে যাবেন ১টি ফ্রি ডোমেইন এবং একটা ফ্রি হোস্টিং। তাহলে আসুন.............
At first এই লিংক টা তে যান। .
http://www.dot.tk/en/index.html?lang=en
এবার আপনার কাঙ্খিত domain name টি করুন তারপর GO তে ক্লিক করুন। ডোমেইন টি available থাকলে এমন দেখতে পাবেন।
সেখান থেকে use DNS এ ক্লিক করুন।
এবার your own DNS এ ক্লিক করুন।
এই তো আপনি পেরেছেন। এবার আপনার browser এ নতুন tab খুলুন।
এই লিংক এ যান।
এটি দেখতে এমন
এখান থেকে free hosting order করুন।
এবার form এ একটু আগে যে ডোমেইন নাম টি রেজিস্ট্রেশন করলেন সেটি কপি করে paste করুন www বাদ দিয়ে।
তারপর প্রয়োজনীয় ইনফরমেশন গুলো দিন। এবং OK করুন। নিচের মত
এবার আপনার ইমেইল একাউন্ট টি ওপেন করুন আরেক টি tab এ।
000webhost.com থেকে ইমেইল দেখতে পাবেন। না পেলে wait করুন।
সেখান থেকে রেজিস্ট্রেশন conform করতে তাদের দেয়া লিংক টা তে প্রবেশ করুন। তাহলে এমন দেখতে পাবেন।
এবার go to Cpanel লিংক এ যান। সেখান থেকে view account details লিংক এ যান।
নিচের মত দেখতে পাবেন
তারপর Nameserver details থেকে information টুকু কপি করুন এবং আগের tab টি ওপেন করুন এবং সেখানে server name ও IP address এক এক করে paste করুন। এরপর registration length ১২ months সিলেক্ট করুন
well done...........
এবার সব তথ্য দিন এবং signup করুন।
অবস্যই আপনার email address দিয়ে। {N.B:as your wish}
এরপর আপনার ইমেইল চেক করুন। registration কনফর্ম করুন। সাবাস আপনি পেরেছেন।
এবার শুধু অপেক্ষার পালা। ১০ মিনিট -২৪ঘন্টা। তারপর আপনার ডোমেইন টি Active হবে।
ধন্যবাদ সবাইকে।
N.B:ফ্রি ডোমেইন ও হোস্টিং commercial কাজের জন্য use করা ঠিক নয় .
কোথাও বুঝতে না না পারলে কমেন্ট এ আওয়াজ দিন
অথবা
ফেইসবুক এ আমি
আমি এস বি অপু। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 5 টি টিউন ও 8 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমি ভালবাসি নতুন কে জানতে আর জানাতে। ...
Darun…