যেভাবে কম্পিউটারে লোকালহোস্ট সেটাপ করবেন

জুমলা টিউটোরিয়াল(পর্ব-১)

Wamp server দিয়ে লোকালহোস্ট তৈরী

লোকালহোস্ট তৈরীঃ লোকালহোস্ট তৈরী করতে প্রথমে এখান থেকে wamp সার্ভার ডাউনলোড করে নিন। তারপর নিচের মতো করে ইন্সটল করে নিন।

১। ইন্সটল দিন।

wamp install

২। ব্রাউজার চিনিয়ে দিন।

recognize browser

৩।এবার নিচের আইকনটিতে ক্লিক করে ওয়াম্প সার্ভার ওপেন করুন।

wamp icon

৪।আপনার মজিলা ফায়ারফক্সের এড্রেস বারে localhost টাইপ করে এন্টার করুন।তাইলে নিচের মতো আসবে।

wamp

তাইলে বুঝতে পারবেন আপনি সফল।এবার কনফিগার করার পালা।

৫। মজিলা ফায়ারফক্সের এড্রেসবারে টাইপ করুন localhost/phpmyadmin/setup তাইলে নিচের মতো আসবে।

৬। এবার নিচের নতুন সার্ভার বাটনটিতে ক্লিক করেন

৭।প্রমাণীকরণ ট্যাবে যান।

৮।প্রমানীকরণের ধরণ cookie সিলেক্ট করুন।

৯।কনফিগ প্রমাণীকরণের ব্যাবহারকারী root লিখুন।

১০। এবার সার্ভার কনফিগারেশন ট্যাবে গিয়ে পাসোয়ার্ডবিহীন লগিন টিক চিহ্ন দিন।

১১।এবার প্রয়োগে ক্লিক করুন।

১২। এবার নিচে চিহ্নিত ডাউনলোড অপশনে ক্লিক করুন।

১৩।এবার ফাইল সংরক্ষণে ক্লিক করুন

১৪।এবার আপনার ডাউনলোড ফোল্ডারে গিয়ে দেখুন config.inc.php নামে একটিফাইল তৈরী হয়েছে সেটি কপি করুন।

১৫।তারপর আপনি যে ড্রাইভে wamp install দিয়েছেন সেখানে এইভাবে ঢুখুন wamp/apps/phpmyadmin4.1.14 তারপর পেস্ট করুন ওভাররাইট পারমিশন চাইলে দিন।

১৬ এবার আপনার ব্রাউজারেlocalhost/phpmyadmin লিখে এন্টার করে তারপর name= root password ফাঁকা রেখে যদি লগিন করে ঢুক্তে পারেন তাইলে সফল।

টিউনটি আগে এখানে প্রকাশিত

টিউনটি ভালো লাগলে আমাকে ফেসবুকে এড করতে পারেন

টেকিতে এটা আমার প্রথম টিউন।ভুল্ভ্রান্তি ক্ষমার চোখে দেখবেন। আমায় পরবর্তি পর্বের জন্য উৎসাহ দিন

Level 0

আমি backtrack5। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 3 টি টিউন ও 67 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস