W3Schools এর offline Website ডাউনলোড করুন- “মিডিয়াফায়ার লিঙ্ক”

কিছুদিন আগে টিউনার খোমাবই W3Schools এর offline Website নিয়ে একটি বিস্তারিত টিউন করেছিলেন। তবে তিনি rapidshare ও hotfile এর লিঙ্ক দেয়ায় অনেকে ডাউনলোড করতে পারেনি। তাদের জন্য আমি উক্ত ফাইলটি mediafire এ আপলোড করে দিলাম-

W3Schools MediafireLink

টিউনার খোমাবই  বিস্তারিত লিখেছেন - তার লিখাটি পড়ুন

Level 0

আমি মেঘবালক। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 47 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আলসেমি আমার সর্বক্ষনের সঙ্গী। ভালোবাসি বন্ধুদের সাথে আড্ডা দিতে। মানুষের চেয়ে প্রকৃতিই আমার বেশী পছন্দ। স্বপ্ন দেখি সুন্দর একটি বাংলাদেশের।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

এই না হয় টিউন।

komako tune

চালিয়ে যান । ধন্যবাদ

Level 0

স্বাগতম
তবে এভাবে শর্টখাট মেরে ফাকি দিলে হবে না
আরো ভালোভাবে এগিয়ে যেতে হবে

    Level 0

    তিন লাইনে টিউন…………………………………

    সবাই ত আর ভাল বাংলা লেখতে পারেন না, তবে আপনার বকা টা ভবিষ্যতের কাজে দেবে।

আসলে টিউন করে জনপ্রিয় হওয়াটা আমার উদ্দেশ্য ছিলনা। যারা rapidshare হতে ডাউনলোড করতে পারেনি শুধু তাদের কথা ভেবেই লিঙ্কটি দিলাম।
লিঙ্কটি আমি টিউনার খোমাবই এর টিউনেও দিতে পারতাম। আমার ইচ্ছাও ছিল তাই। তবে সবার সুবিধার জন্য টিউন আকারে দিলাম। এতে যদি কেউ মনক্ষুন্ন হয়ে থাকেন তবে admin দের নিকট আবেদন তারা যেন টিউনটি মুছে দেন। আর কারও কোনো soft rapidshare এ ডাউনলোড করতে অসুবিধা হলে আমাকে জানাতে পারেন। আমি ডাউনলোড করে mediafire এ আপলোড করে দেব। [email protected]

একটা অনুরোধ সবার প্রতি আমাকে ভুল বুঝবেননা। শুধু শুধু টিউন করে আপনাদের সময় নষ্ট করতে চাইনি। আমার উদ্দেশ্য ছিল সবার উপকার করা। আমি টেকটিউনসে অনেকগুলো টিউন পড়ে জ়েনেছি যে অনেকে rapidshare হতে ডাউনলোড করতে পারেনা। শুধু তাদের জন্যই……

    Level 0

    Thank you very for job.
    I support your effort.
    thanks again.

তার পর ও একটু বুজিয়ে লিখার চেস্টা করবেন।

Level 0

ধন্যবাদ……….

আমি গতকাল ডাউনলোড করছি

কি এই W3Schools ?

হুম এইবার ঠিক!! 🙂

ধন্যবাদ শেয়ার করার জন্য। প্রিয়তে গেল।

ধন্যবাদ আপনাকে প্রিয়তে রাখার জন্য।

ধন্যবাদ মেঘবালক আপনি Mediafire’এ আপলোড করার জন্য।
Rapid Share এবং Hot File’এ যে এখনও ডাউনলোড করতে ঝামেলা হয় আমার মনে হয়না। এখন কি আর সেই দিন আছে? যারা নিয়মিত টেকটিউনসে আসেন তাদের ঝামেলা হবার কথা না। কারন এসব ঝামেলা বন্ধ করার জন্য আমাদের প্রিয় টিউনাররা নিয়মিত টিউন করছেন। যাই হোক। মেঘবালক আপনার টিউনটা যদি ভালো করে পড়ে তাহলে আর কেউ বলতনা সংক্ষিপ্ত টিউন। কিছু টিউনার আছে যারা Rapid Share লিঙ্ক দেখলে বলে ডাউনলোডে সমস্যা। অল্প লেখা দেখলে বলে আরও লিখা উচিত ছিল। আরও কত কিছু। আপনি টিউন করে যান। যারা বুঝার তারা বুঝলেই হল। আর যারা বুঝবেনা তাদেরকে হাজার বুঝালেও বুঝবেনা। মেঘবালক আপনাকে আবারও ধন্যবাদ MediaFire’এ আপলোড করার জন্য। আর নিঃস্নদেহে আপনি আলাদা টিউন করাতে অনেক ভালো হয়েছে। টিউনারদের অনেক উপকার হয়েছে।

আরেকটা কথা সবাইকে বলছি, দয়া করে টেকটিউনস নিয়মিত পড়ুন। তাহলে আর কারো বুঝতে কষ্ট হবেনা এরকম টিউন।
আর যারা আরও বিস্তারিত জানতে চান এই টিউন সম্পর্কে তাহলে নিচের লিঙ্কটায় ক্লিক করুন…
https://www.techtunes.io/web-development/tune-id/30444/

ধন্যবাদ খোমাবই আপনাকে সুন্দর ও সুচিন্তিত মন্তব্যের জন্য। আসলে কারোই উচিত নয় যে একটি টিউন পড়ে তা না বুঝেই সাথে সাথে মন্তব্য করা। তবে সমালোচনা শুনে ভালই লেগেছে। পরবর্তীতে শুধরে নেব ইনশাল্লাহ।

ধন্যবাদ হাজার হাজার ধন্যবাদ